নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্প ছাড়া আর কিছু না

বলতে চাই না। লিখতে চাই।

রাগিব নিযাম

আমি সাদাসিধে, সাধারণ টাইপের মানুষের দলে। তবে রাজনৈতিক অপরিপক্ক্বতা আমার অপছন্দ।

রাগিব নিযাম › বিস্তারিত পোস্টঃ

টুইটার : কি করা উচিত/উচিত না

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

হ্যাশট্যাগের জনপ্রিয় মাধ্যম টুইটার। ২০০৬ সাল থেকে আজ পর্যন্ত মাইক্রো ব্লগিং এর সাইটিতে অসংখ্য প্রোফাইল, কোম্পানী, মিডিয়া, তারকা জগত এখানে নিয়মিত পোস্ট করে যাচ্ছেন। অনেকে সোশ্যাল বিজনেস পর্যন্ত করে অনেক উপরে উঠে গেছেন এমন নজির আছে। তবে যারা টুইটারে প্রচুর পরিচিত মানুষের মাধ্যমে অনেক দ্রুত ব্যবসায়িক উন্নতি করতে চান তাদের জন্য কিছু টিপস আজ দেবো যা আপনাকে খুব তাড়াতাড়ি পরিচিতি এনে দেবে।



কি করা উচিতঃ



১। নিজের মনের ভেতর যা আছে চার পাঁচ লাইনে লিখে ফেলুন।

২। ব্যাক্তিত্ব বজায় রাখুন

৩। যতো পারেন ব্যবসা সংক্রান্ত জনপ্রিয় কোম্পানীগুলোর প্রোফাইলগুলোকে ফলো করুন

৪। কেউ আপনাকে টুইট করলে তা মাথায় রাখুন

৫। যারা টুইট রিপ্লাই করে তাদের ধন্যবাদ দিন

৬। আপনার বায়োকে সুন্দর ও অর্থবহ করে তুলুন

৭। আলাদা সময়ে আলাদা ধরণের পোস্ট দিন যাতে আলাদা মানুষের কাছে যায়

৮। আপনার রিলেটেড টপিকের সাথে যায় এমন প্রোফাইল গুলোকে ফলো দিন

৯। bit.ly এর মতো ইউআরএল শর্টেনার ব্যবহার করুন কোনো বড়ো লিংক শেয়ার করার জন্য

১০। ঐসব লোকেদের আনফলো দিন যারা আপনাকে কোনো রিপ্লাই রিটুইট দেয় না। আপনার ফেসবুককে আপনার টুইটারের সাথে কানেক্ট করুন।



কি করা যাবেনাঃ



১। টুইটারকে ফ্রি সার্ভিস মনে করবেন না। এতে সারাদিন পড়ে থাকলে আপনার সময় ব্যয় হয়।

২। আপনার নিজের ওয়েবসাইটকে টুইটারের সাথে লিংকিং করতে ভুলে যান

৩। প্রোফাইল ইনফো খালি রাখুন।

৪। একটু রুক্ষ মেজাজের হোন

৫। ধুমায়ে সবাইরে ফলো দেন

৬। সবার সাথে কথা বলতে ভুলে যান

৭। দুঃখিত বোধ করুন এই ভেবে যে এত্তোগুলা মানুষ আপনাকে ফলো করে

৮। প্রতিটা টুইটে হ্যাশট্যাগ ব্যবহার করুন

৯। বানান ভুলে যান

১০। ফলোয়ারদের ওয়ালে স্প্যামুতবেন

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৯

দূষ্ট বালক বলেছেন: ধন্যবাদ অনেক কাজের জিনিস

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৩

রাগিব নিযাম বলেছেন: ধন্যবাদ দিয়ে লজ্জা দেবেন না। ঘুরে আসুন স্বল্পমূল্যে ডটকম ওয়েবসাইট কিভাবে পেতে পারেন http://www.speedupyouth.co.nr

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৭

খেয়া ঘাট বলেছেন: টুইটার আছে তবে টুইট করা হয়না।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কাজের জিনিস।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: টুইটার ভাল্লাগে না। :/

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫

সুমন কর বলেছেন: জানলাম।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: টুইটার একটা নামেমাত্র আছে। কোন কাজে লাগে না। এসব জিনিস সেলিব্রেটিদের জন্যেই। পোষ্ট ভালো লাগলো, প্রিয়তে নিলাম। শুভকামনা , ভালো থাকবেন।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৪

তামিম ইবনে আমান বলেছেন: আমি পাখি না যে টুইট টুইট করবো :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.