নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্প ছাড়া আর কিছু না

বলতে চাই না। লিখতে চাই।

রাগিব নিযাম

আমি সাদাসিধে, সাধারণ টাইপের মানুষের দলে। তবে রাজনৈতিক অপরিপক্ক্বতা আমার অপছন্দ।

রাগিব নিযাম › বিস্তারিত পোস্টঃ

ফ্রিল্যান্সিং : শুরু করবেন যেভাবে

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪

ব্লগপোস্টটি পড়ার আগে বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর গুরুত্ব পড়তে ভুলবেন না।



আমরা সবাই স্বাধীন থাকতে চাই, চাকরি-ব্যবসা করে অনেকেই হাঁপিয়ে উঠি। জীবনে চাওয়া পাওয়া পূর্ণ হলেও চাকরির মতো গোলামিতে একঘেয়েমি বা ব্যাবসা ধ্বসের টেনশন থাকে। তাই হঠাৎ করেই এমন এক ধরণের স্বাধীন পেশার উদ্ভব হয়ে গেছে যেটা না ব্যবসায়ের মতো ঝুঁকিপূর্ণ না চাকরির মতো একঘেয়ে।



হ্যাঁ, এটাই ফ্রিল্যান্সিং/আউটসোরসিং। এটা এমন একটা স্বাধীন পেশা যা নির্দিষ্ট সময়ে করে দিতে হয়। কাজের বিভিন্ন শ্রেনীভেদ আছে। যেমনঃ পারসোনাল অ্যাসিস্টেন্স, বিজনেস প্ল্যান, সেলস ও মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফিনান্সিং, অডিট, ডাটা এন্ট্রি, কন্টেন্ট/কপি রাইটিং, আর্টিকেল রাইটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সহ আরো অনেক কাজ পাওয়া যায়। যদি এসবের কোনটাই না জানেন তাহলে কোর্স করে নিয়ে তারপরে এসব কাজ করতে পারবেন।





তা কোথায় পাবেন এইসব কাজ? এসব কাজের জন্য আপনাকে যেতে হবে অনলাইন মার্কেটপ্লেস গুলোতে। এগুলি আমাদের দেশের জব মার্কেটপ্লেস গুলোর মতো। যেমনঃ বিডিজবস, প্রথম আলো জবস, সার্চ করলে এরকম বিশ পঁচিশটা মার্কেটপ্লেস পেয়ে যাবেন। টপ চারটি হলোঃ ওডেস্ক ডট কম, ফ্রিল্যান্সারস ডট কম, গেট এ কোডার ডট কম, ইল্যান্স ডট কম।



কিভাবে শুরু করবেন?



কোর্স করা আছে? তাহলে চিন্তা কি? এবার অনলাইন মারকেটপ্লেস গুলিতে ঢুকে রেজিস্ট্রার করে নিন। আর যদি না করা থাকে তাহলে কোথাও সম্পূর্ণ ফ্রিল্যান্স কোর্স করে নিন। চট্টগ্রামের বাসিন্দাদের জন্য ফ্রিল্যান্স ও শ্রেনীভেদ অনুযায়ী তিনটি ভিন্ন বেসিক কোর্সের ব্যবস্থা করেছি আমি। যোগযোগ করতে লিংকে যেয়ে ক্লিক করুন। লিংক- বেসিক কোর্স



কাজের পরিধিঃ



কাজ ২০ ডলার থেকে ৫০০০ ডলার এর হয়ে থাকে। নতুন দের দরকার নীচ থেকে শুরু করা। আর টিম বা গ্রুপ ভিত্তিক হলে ভালো হয়। আস্তে আস্তে বড় কাজ আপনার হাতে ধরা দেবে



পেমেন্ট মেথডঃ



সাধারণতঃ দুই রকম ভাবে আপনি আপনার কাজের পেমেন্ট পাবেন আপনার ক্লায়েন্ট থেকে।

১। ব্যাঙ্ক ওয়ার

২। ডেবিট কার্ড



যাদের ডাচ বাংলা বা ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট তারা খুব সহজেই টাকা নিয়ে আসতে পারবেন। এজন্য অনলাইন অ্যাকাউন্ট গুলিতে আপনার ব্যাং অ্যাকাউন্ট নাম্বারটি বসানো খুব জরুরি। যেমন ডাচ বাংলার নং ১০২১১১২১২২৪৫৬ টাইপ হয়ে থাকে। তিনটি অনলাইন পেমেন্টের নাম দিলাম-

১। পাইওনিয়র

২। পেয়জা

৩। স্ক্রিল



এগুলোর মাধ্যমেই আবার আপনি আপনার টাকা গুলি তুলতে পারবেন তাদের কাছে ডেবিট কার্ড অ্যাপ্লাই করে। তবে ভুলেও সেসব অনলাইন ফ্রিল্যান্স সাইটে জব খুজবেন না যেগুলোতে পেপাল সিস্টেম আছে।



যা থাকা দরকারঃ



১। আপনার ই-মেইল(যেটি দিয়ে অনলাইন মার্কেটপ্লেসগুলো তে রেজিস্টার করেছেন।

২। একটি স্কাইপি আইডি।

৩। টেনশনবিহীন পর্যাপ্ত সময়।

৪। আপনার ক্লায়েন্ট, যিনি আপনাকে কাজ দিবেন, তার কথা শোনার ধৈর্য।

৫। ঝঞ্ঝা, শব্দহীন পরিবেশ।



যা অবশ্যই পরিহার যোগ্যঃ



১। অসময়ে বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো। এর চাইতে চিন্তা করুন কিভাবে কাজ সমাধান করবেন।

২। মোবাইল, স্মার্টফোন।

৩। ফেসবুক ব্যবহার।



তাহলে তৈরি করুন নিজেকে ফ্রিল্যান্সিং এর জন্য!!!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: কাজে লাগবে অনেকের পোস্টটা। প্লাস।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৫

রাগিব নিযাম বলেছেন: ধন্যবাদ

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১

শক্তপাল্লা বলেছেন: গুড পোস্ট!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪২

রাগিব নিযাম বলেছেন: ধন্যবাদ

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: ভালো পোস্ট। তবে আরেকটু বিস্তারিত হওয়া উচিত ছিল। ধন্যবাদ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৮

রাগিব নিযাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৭

জুপিটার মুহাইমিন বলেছেন: ভালো পোষ্ট,.

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৭

রাগিব নিযাম বলেছেন: ধন্যবাদ।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪১

হাসানস০০৭ বলেছেন: আমার কাঙ্খিত বিষয়। হ্যাপি থাকুন।

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩১

রাগিব নিযাম বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.