নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্প ছাড়া আর কিছু না

বলতে চাই না। লিখতে চাই।

রাগিব নিযাম

আমি সাদাসিধে, সাধারণ টাইপের মানুষের দলে। তবে রাজনৈতিক অপরিপক্ক্বতা আমার অপছন্দ।

রাগিব নিযাম › বিস্তারিত পোস্টঃ

ধারাবাহিক উপন্যাস: রেড ব্যাটেলিয়ন s01 (অধ্যায়-১, পর্ব-৫)

০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

নিশা যখন আ্যাটেম্পট নিচ্ছিলো কারাতে টার্মসের ঠিক তখনই কপিমাস্টারের আরো চল্লিশটা ক্লোন তৈরি হয়ে গেছে। হাতের পাঞ্চটা সবেগে পড়লো নিশার থুতনি বরাবরে। একটু চমকে উঠলো নিশা। এ কাকে দেখছে? মামুলি এক মার্শাল আর্ট শিক্ষানবীশ যে নিজের ক্লোন করে প্রতিরোধ করছিলো।

ওদিকে রানারের হাতে থাকা বল্লম থেকে বিদ্যুৎ চমকে উঠলো ভূমিতে একটা সজোরে আঘাত করার পর। হাতের উপর থাকা বল্লম ঘুরিয়ে দানবটার সামনে গিয়ে দাঁড়ালো। এরপর দৌড় শুরু করলো। চক্রাকারে দৌড়ে চলেছে দানবটার আশেপাশে। সাই সাই করে ঘুরছে। এক লাফে দানবের কাঁধে চড়ে বসলো সে। এরপর বল্লমটা এক খাপে কন্ঠনালী বরাবর বসিয়ে দিলো। কোন প্রতিক্রিয়া দেখা গেলো না।

-সারেন্ডার করো।
-মোটেও না। নিশা বললো।
-আতংক সৃষ্টি করে কি লাভ? জনগণ যদি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে তার জন্য তুমি ও তোমার দল দায়ী থাকবে।
-ডু অর ডাই।

ওদিকে জাকুয়ার মুখোমুখি যন্ত্রমানব।
-যেই কন্ট্রোল করো না ক্যান, এই আ্যন্ড্রয়েড রোবটককে কব্জা করে বন্দী করা হবে।

ঠাং! ঠং!

কথাটা বলার সাথে সাথে ছিটকে পড়লো যেনো যন্ত্রমানব। জাকুয়ার বিশাল মেটালিক পাঞ্চ খেয়ে ১৫ গজ সামনে গিয়ে পড়লো।

দানবের অসুর শক্তির কাছে রানার কিছুই না। বল্লম সহ নিচে পড়লো ভারি নিশ্বাসে।
-জানোয়ার!
-গুম(দানবীয় আওয়াজ)।
জন্তুটার পায়ে বল্লম গেঁথে দিলো রানার। ব্যাথায় ক্রোধে চিৎকার করে উঠলো দানব।

এরপর রানার আবার দৌড়ানো শুরু করলো।

একই সময়ে, আন্ডারগ্রাউন্ডে, ইকবাল ওয়ারলেস ইথারনেট নেটওয়ার্ক হ্যাক করে ফেলেছে।
-প্রিয় জনতা। ভারী কন্ঠে বলে উঠলো সে।

বিভাগীয় শহরগুলো সব বিলবোর্ড চালু হয়ে গেলো।
-আমি ইকবাল। একজন প্রতারিত। এই দেশের রাজনীতি আমাদের তিলে তিলে শেষ করছে। আমি এই রাজনীতিকে পদদলিত করে গণমানুষের গণতন্ত্রকে ফিরিয়ে আনবো।

চাইলে যে কেউ আমাদের সাথে যোগ দিতে পারবে।

"আমরা আতংক সমিতি"!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.