নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্প ছাড়া আর কিছু না

বলতে চাই না। লিখতে চাই।

রাগিব নিযাম

আমি সাদাসিধে, সাধারণ টাইপের মানুষের দলে। তবে রাজনৈতিক অপরিপক্ক্বতা আমার অপছন্দ।

রাগিব নিযাম › বিস্তারিত পোস্টঃ

অতন্দ্র প্রহরী (শেষ পর্ব) [বাংলাদেশের অতিমানবেরা s02ch03]

১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

অন্ধকারে নাবিলার চেহারা মিলিয়ে যাচ্ছে দ্রুত। আইমান উড়ে গেলো সেদিকে। তার পাখায় হাজারো ক্ষুদ্র এলইডি লাইট। জাইমা এতো সর্পিল গতিতে দ্রুত উঠতে লাগলো যে তার অবিশ্বাস্য গতি দেখে তাকিয়ে থাকতে হলো আমাকে।

ধুপ করে উপর থেকে কিছু একটা পড়লো নিচে। আরো কয়টা এভাবে পড়লো। এরপর একসাথে তিনটা শরীর নিচে এসে পড়লো। দুজনকে চিনলাম। বাকিজনের মুখ কাপড় দিয়ে ঢাকা।

-তোমরা ভুল করলে। বড় ভুল করলে! আতাতায়ী সংঘের লোক মেরেছো। খুব বড় ভুল হয়ে গেছে।

তরবারিটা ঘোরালো। পাকা দক্ষ গুইসাপের মতো জাইমা চাবুকের ঘা দিলো। লোকটার তরবারিতে পেঁচিয়ে গেলো। লোকটা উল্টো টান দিলো। গায়ের জোরে টিকতে না পেরে জাইমা ছিটকে পড়লো। আইমান দৌড়ে আসবে, হাসমান হাত দেখিয়ে থামতে বললেন। গ্লোভ হাতে নিয়ে সুইচ টিপে দিলেন।

"তোমার এখনো অনেক কিছু শিখার আছে"।

বলেই কাপড়ে ঢাকা লোকটার উপর আঘাত হানলেন।

লোকটা তরবারি দিয়ে আঘাত করার আগেই তার তরবারি গ্লোভের উপর এসে পড়লো। জিইইইই!

নিউক্লিয়ার চেইন এফেক্টে লোকটার শরীরের ভেতর তেজস্ক্রিয়তা বৃদ্ধি পেয়ে গেলো। লোকটা দশ কদ্ম পেছনে ছিটকে পড়লো।

"আবার ফিরে আসবে আতাতায়ী সংঘ। কেউ আর তখন বেচে ফিরবেনা"!

লোকটা একথা বলেই মারা গেলো।

নাবিলা চিৎকার করে উঠলো।

"আমি এই নির্বাচন করবো না"।


ছয় দিন পরের কথা। সায়মা ফরাজির নির্বাচনী প্রচারণায় নাবিলা হাজির হলেন।

সবাই অবাক!

"পিপল অভ নর্থ ঢাকা"।

তুমুল করতালি।

"আমি এই নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছি। আমি এই মুহুর্তে মোটেও প্রস্তুত নই। তাই এই নির্বাচন শুধু সায়মা ফরাজির উপর ভরসা করে আছে। আশা করি সবাই এই মঙ্গলকামী মানুষটিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।"

বলেই জড়িয়ে ধরলেন সায়মাকে। কান্নার একটা স্রোত যেনো সায়মার পিঠে নামলো।

সেই কান্নায় কি ছিলো জানি না। কেনোই বা হাসমানের বাড়িতে নাবিলার আবার আসা যাওয়া শুরু হয়েছিলো তাও জানি না। তবে আরো অনেক কিছুই ঘটেছিলো এই সুপারহিরো পরিবারকে ঘিরে। সেগুলো না হয় অন্যদিন বলবো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.