নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্প ছাড়া আর কিছু না

বলতে চাই না। লিখতে চাই।

রাগিব নিযাম

আমি সাদাসিধে, সাধারণ টাইপের মানুষের দলে। তবে রাজনৈতিক অপরিপক্ক্বতা আমার অপছন্দ।

রাগিব নিযাম › বিস্তারিত পোস্টঃ

সিরিজ: রাতের প্রহরী ।। গল্প: যুদ্ধ শেষ হয়নি(শেষ পর্ব) [বাংলাদেশের অতিমানবেরা- s02ch04]

১৫ ই মে, ২০১৫ রাত ১০:১০

-জাইমা পজিশন নাও।
-ওকে।

যতো মার্শাল আর্টের কৌশল আছে সবকিছু প্রয়োগ করলো মিশু। এদের কেউ কেউ ভালো কৌশল রপ্ত করেছে। কুলিয়ে উঠতে পারছে না মিশু। সংখ্যায় অনেক। জাইমা তার চাবুক নিয়ে টপাটপ কয়েকটাকে ধরাশায়ী করে ফেললেও কিছু দক্ষ মানুষের কারণে আক্রমণ ঠেকানো যাচ্ছে না।

-ওয়েল ওয়েল। একবার হাত তালি দেয়া হলো। গম্ভীর কন্ঠ। এ পরিবেশে বড়ই বেমানান। "ভালো মারকুটে এই এলাকায় আছে জানতে পেরে খুশি হয়েছি। কিন্তু আজ এদের শেষ দিন। আতাতায়ী সংঘের ইতিহাসে এদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।"
-আতাতায়ী সংঘ?! এই যে আপনি কে? আপনাকে তো চিনলাম না।
-রিফাত শেখকে চেনেনা, এমন খুব কম মানুষ আছে যারা মাফিয়া দুনিয়া নিয়ে গবেষণা করে।
-দু:খিত জনাব, আমরা সাধারণ দুনিয়ার মানুষ। আপনার মতো মহামানবকে আমরা কেমন করে চিনবো?
-খামোশ! এদের দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দাও।

রিফাত বিদায় নেয়ার পর বহুগুণে বেড়ে গেলো তার লোকজন। গোটা গোডাউনে পিল পিল করে মানুষ ঢুকছে। এতো বেশি পরিমাণে, যে কখন তারা চারদিক থেকে ঘিরে ফেলেছে, মিশু বুঝতে পারেনি।
-জাইমা!
-মিশু, এটাই বোধহয় আমাদের শেষকথা।
-আমার শেষ কথা আমি তোমাকে পছন্দ করি, জাইমা!

চোখ বন্ধ করে ফেলেছে জাইমা, হঠাৎ মিশুর একটা কথায় চোখ খুলে গেলো।
-আরিব্বাস! এযে রানার!
-তাইতো! আরে কপিমাস্টারও দেখি!

কোথা থেকে উদয় হলো আল্লাহ মালুম। দুই হাত মুঠো একটা গোটা রোবটের মতো দেখতে মানুষ উড়ে এলো যেনো। এক লাইনে সব মানুষকে সাফ করে দিলেন।
-যন্ত্রমানব!

ওদিকে রানার এতো দ্রুতগতিতে দৌড়ে এতো জোরে আঘাত করছে আতাতায়ীদের, কেউ বেচে আছে কিনা বোঝার জো থাকলো না।

হঠাৎ মাটি কড়কড় করে উঠলো। একটা বিশালাকারের মানব আকৃতির মাটির দলা যেনো মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। একে একে অনেক নতুন চেহারা দেখা গেলো। আতাতায়ীদের বেশিরভাগই পালিয়ে যাচ্ছে। একে একে সবাইকে পরাস্ত করে ফেলা হলো। যারা একটু আগে মিশু আর জাইমাকে চক্রের ভেতর ফেলবার চেষ্টা করেছিলো তারাই ধরা খেয়ে গেলো।
-আপনারা? সবার পেছন থেকে বলে উঠলেন দস্তানা। সাথে বাজ।
-ওহ! আপনিই সেই গ্লোভ? আমি ম্যাকাপ এজেন্ট শান্ত।
-বললে ভালো হবে আপনি বিখ্যাত যন্ত্রমানব।
-হাহাহা। আগে থেকেই এদের গতিবিধি লক্ষ করছিলাম। এরা, মানে আতাতায়ী সংঘ বিশাল চক্রান্ত করছে স্যাবোটাজ করার জন্য।
-তাই, কমন শত্রু দেখছি। গম্ভীর কন্ঠ হাসমানের।
-আমরা চাই আপনারাও আমাদের সাথে যোগ দিন।
-কোথায়?
-ম্যাকাপে। রাষ্ট্রের বিরুদ্ধে যতো বড়ো ষড়যন্ত্র আছে তার বিরুদ্ধে লড়বো আমরা একসাথে।
-আচ্ছা। আমরা আছি।

ম্যাকাপ তার পরিপূর্ণতা পেলো-দস্তানা, রাতের প্রহরী, চাবুকি ও বাজপাখি এই চারজনকে দিয়ে। তবে এই গল্পের শেষ নয়, গল্পতো শুরু হলো মাত্র। আবার হয়ত তারা ফিরে আসবে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ম্যাকাপ আর তার নিশি রাতের অভিযান জারি থাকুক-

যবে উৎপীড়িতে ক্রন্দরোল আকাশে বাতাসে ধ্বনিবেনা
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভুমে রণিবেনা-

ম্যাকাপ টিম হইও ক্লান্ত- সেই দিন হইও শান্ত ;)!

++++++++++++++

২| ১৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:০১

রাগিব নিযাম বলেছেন: ম্যাকাপ হচ্ছে এজেন্টস অব ডি আর অতিমানবদের ক্রসওভার টিম। আর অতন্দ্র প্রহরী আর রাতের প্রহরী হচ্ছেন আলাদা চরিত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.