নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্প ছাড়া আর কিছু না

বলতে চাই না। লিখতে চাই।

রাগিব নিযাম

আমি সাদাসিধে, সাধারণ টাইপের মানুষের দলে। তবে রাজনৈতিক অপরিপক্ক্বতা আমার অপছন্দ।

রাগিব নিযাম › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের খলেরা s02e01

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫১

অসহ্য গরমের ঢাকা।
মাঝে মাঝে বর্ষাবাবু আলতো করে ছুয়ে যান এখানের গ্রীষ্মনিপীড়িত মানুষদের। ঠিক এমনি এক ঘোর বরষায় লাফিয়ে চলা কোলাব্যাঙ সন্ধ্যায় এক ছাদের উপর দাড়িয়ে আছে মিশু। কোন মিশু?

ওই যে মিশু.... মিরপুরে যাকে বলা হয় রাতের প্রহরী। অপরাধীর কাছে সে যমদূত। শখের হ্যাকার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাংলাদেশের পোকার সাবসিডিয়ারির অ্যাকাউন্ট হ্যাক করতে গিয়ে বেহুদা মার খেয়ে আধা লাশ হয়ে বিজ্ঞানী সিরাজুল ইসলামের হাতে শক্ত ধাতের মানুষ হয়ে দরজা পেরিয়ে প্রতিশোধের আগুনে সর্বনাশ ঘটানো এই সে মিশু। যাকে ভালোবাসে আরেক প্রহরী চাবুকি ওরফে জাইমা।

-আই এম ইন।
-ওকে বেবি লিসেন। জাইমা বলে চলেছে। "থার্মাল ক্যামেরায় দেখাচ্ছে জনাব নাটের গুরু তার দশজন সাগরেদ নিয়ে বাড়ির তেতলায় আছে।
-সে কি? এ তো মহাপুরুষ! তার মানে এর গায়ে শক্তি নেই। মানব বর্ম দিয়ে চলছে।
-নেভার আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ আ গ্যাংস্টার। ওদের লিডারকে আমার মোটেই সাধারণ মানুষ মনে হয় না। নিশ্চয়ই তার কিছু আছে।
-কত উজির নাজির আইলেন আর গেলেন। এক সেকেন্ড!
-কি?
-জাইমা মাই গড। ডিপিডি(ঢাকা পুলিশ ডিপার্টমেন্ট) আর চিতা। বাড়ির নিচেই। ওয়েট।

হুট করে গোলাগুলি শুরু হয়ে গেছে। ফ্লাক্স রোপ দিয়ে নিরাপদ অবস্থানে এসে মিনি বাইনোকুলার বের করে তরিকুলের ফ্ল্যাটের জানালা দিয়ে ভেতরটা দেখলো।কেউ নেই। তাহলে কোথায় গেলো?
-অ্যাংরি পাখি কোথায়?
-হোল্ড

উইন্ডো কাটার বের করে জানালা গলে ভেতরে ঢুকলো মিশু। ছত্রছান অবস্থা তিন অফিসারের লাশ। হাতের হলোগ্রাফিক উইপনের সেফটি অন করে সামনে এগোলো মিশু। খপ করে আহত অফিসার তার পা ধরে ফেললো। ছাড়িয়ে নিয়ে আরেক রুমে ঢুকে দেখে ১৫-১৬ বছরের কিশোরি কয়েকজন।
-ন...না। কা...ক্কাছে আসবেননা।
-ভয়ের কিছু নেই। আমি আছি তো।
-আ...আপনাকে মেরে ফেলবে।
-হ্যা। মেরে ফেলবে।
ঝটকায় পেছনে তাকিয়ে দেখলো মিশু। কিম্ভুতকিমাকার এক বিশ্রি বদখত বিশাল বপুর অধিকারী এক লোক। তার গোটা গায়ে ম্যানগ্রোভ এর শ্বদন্ত। অদ্ভুত এই মানুষের দিকে তাকিয়ে মিশু বলে উঠলো,
-কে তুমি?
-আমি শ্বাপদ ওরফে তরিকুল।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দিন পর... আবার পেলাম? না এলাম!!! :)

+++

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৫

রাগিব নিযাম বলেছেন: পেলেন। মাঝখানে দীর্ঘ বিরতি ছিলো

২| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৫

নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো +++

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৭

রাগিব নিযাম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.