নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্প ছাড়া আর কিছু না

বলতে চাই না। লিখতে চাই।

রাগিব নিযাম

আমি সাদাসিধে, সাধারণ টাইপের মানুষের দলে। তবে রাজনৈতিক অপরিপক্ক্বতা আমার অপছন্দ।

রাগিব নিযাম › বিস্তারিত পোস্টঃ

অনলাইনের সবচেয়ে বড় গল্প সিরিজ শুরু হচ্ছে আবার

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৩


"বাংলাদেশের অতিমানবেরা" শুরু হয়েছিলো ২০১৪ এর ফেব্রুয়ারি থেকে। সে সময় মোটামুটি সাতটি কনসেপ্ট তৈরি করা হয়।
মোটামুটি নাম দেয়া হয়-
১। পাহাড় মানব(ভোরের কাগজ'১৪ ঈদ সংখ্যা)
২। মাটিমানব(সমধারা বৈশাখ সংখ্যা)
৩। জুজুমানব
৪। যন্ত্রমানব
৫। আধারমানব
৬। অঙ্গারমানব
৭। রশ্মিমানব

অবশ্য এদের সাথে রিলেভেন্ট রেখে তৈরি করা হয় সে বছর আরেকটি স্পাই সিরিজ "এজেন্টস অফ ডি" শুরু হয়। ২০১৪ তে এই সিরিজের ১১টি গল্প আসলেও এবছর ঈদ-উল্-আযহায় এর একমাত্র গল্প ছিলো মাসুদ রানা স্পেশাল "গিরিসংঘাত"।

এর পাশাপাশি "এজেন্টস অফ ডি" এর সকল চরিত্রের সলো বা একক গল্প আসে। অবশ্য সবচেয়ে বেশি গল্পের সিরিজ "বাংলাদেশের অতিমানবেরা" এর আগেই আমার প্রথম গল্প আসে জানুয়ারিতে। যা কিনা "এজেন্টস অফ ডি" এর প্রথম চরিত্র এজেন্ট রিশাদের। গত বছরের ঠিক শেষ মাথায় নিয়ে আসি বাংলাদেশের খলেরা প্রথম মৌসুম।

"বাংলাদেশের অতিমানবেরা" কেনো বড়ো অনলাইন গল্প সিরিজ বলতে চাইছি?

২০১৫ তে ধারাবাহিকতায় অতন্দ্র প্রহরী, রাতের প্রহরী, তথ্যমানব, পিচমানব, নীলমানব, অগ্নিকন্যা জন্ম দেয়ার পরে নিয়ে এসেছি "প্রহরী কর্প" নামে সিরিজ যেটি অতন্দ্র প্রহরী ও রাতের প্রহরী এর টিম আপে হয়েছে। মানে হলো "বাংলাদেশের অতিমানবেরা" এর আরেকটি সাব সিরিজ এই "প্রহরী কর্প"। এছাড়া প্রহরী গ্রুপ আর সুপার সেভেন মিলে হয় আরেকটি টিম আপ যার নাম "গোপন সংঘ"। এরপর আসে এর আরেকটি সাব-সিরিজ দ্য অ্যালিয়েনস

৫০টিরও বেশি চরিত্রের এই সিরিজের সর্বশেষ সংযোজন ছিলো দুর্ধর্ষ সংঘ নামে আরেকটি সুপারহিরো টিম। মানে এই সিরিজে আমার সব চরিত্রের স্থান হয়। ডেমো হিসেবে প্রথম গল্প ছিলো "কিলিং ডিসেম্বর"।

কাল রাত বারোটার পর অর্থ্যাৎ পহেলা জানুয়ারিতে সামহোয়্যারইন, ফেসবুকে ও অফিশিয়াল ব্লগে পোস্ট করা হবে তৃতীয় সিজনের প্রথম গল্প। এবং গল্পের সংখ্যা হবে ৫২টি। মানে গোটা বছর জুড়ে ৫২ সপ্তাহে ৫২টি গল্প পোস্ট করা হবে।

সবাইকে আমন্ত্রণ রইলো।

আগের গল্পগুলি পড়ার জন্য এই লিংকে-আমার যতো গল্প যেতে অনুরোধ করছি।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: পহেলা ডিসেম্বর না জানুয়ারি ভাই? টিক করে নেন,

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

রাগিব নিযাম বলেছেন: ঠিক করেছি ভাই

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

মোসতাকিম রাহী বলেছেন: শুভ কামনা...

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১৮

রাগিব নিযাম বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৪

আরণ্যক রাখাল বলেছেন: :)

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

রাগিব নিযাম বলেছেন: B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.