নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারণ একজন মানুষ। প্রবলভাবে আশাবাদী। স্বপ্ন দেখি শান্তিময় সমৃদ্ধ পৃথিবীর।

জহিরুল ইসলাম সেতু

আলোর দিশারী

জহিরুল ইসলাম সেতু › বিস্তারিত পোস্টঃ

মুন্ডা সম্প্রদায়ের প্রতি হামলাঃ ন্যায় বিচার প্রার্থনীয়

২৬ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৪৫

(একটি লিঙ্ক সমৃদ্ধ পোস্ট)
১৯ আগস্ট (শুক্রবার) সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট অন্তাখালি মুন্ডাপল্লীতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। স্থানীয় রাশিদুল ইসলাম ও এবাদুল হোসেনের নেতৃত্বে দুই শতাধিক লাঠিয়াল এই হামলা চালায়। ৮ বিঘা জমি দখলে নিতে পূর্বপরিকল্পিত এ তাণ্ডব চালানোর জন্য বংশীপুর, ঈশ্বরীপুরসহ উপজেলার বিভিন্ন অংশ হতে লাঠিয়ালদের ভাড়া করে আনা হয়।

(চিত্রঃ aippnet এর থেকে নেওয়া)

এই দুইশো মানুষ জোগার করা চাট্টিখানি কথা না। স্থানীয় প্রাশাসন কি নাকে তেল দিয়ে ঘুমিয়েছিল? তাদের কানে কি এর কোন সংবাদই পৌঁছায়নি! নাকি সেখানে তাদেরও পরোক্ষ মদদ ছিল? উপর মহল থেকে কোন ইংগিত ছাড়া এমন দুঃসাহসিক হামলা চালানোর স্পর্ধা কীভাবে পায় রাশিদুল ইসলাম, এবাদুল হোসেন গং? সেটাও উড়িয়ে দেওয়া যায় না। পরে অবশ্য স্থানীয় প্রশাসন ও প্রতিনিধি এসেছেন। তাঁদের এই আগমন কি ন্যায় বিচারের পথকে সুগম করবে, নাকি নিছক প্রহসন?
সকল নাগরিকের অধিকার ও সুরক্ষার জন্য সংবিধানে আইন রয়েছে। সকল আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এমন বর্বোরোচিত হামলার কোন সুষ্ঠু বিচার কি হবে না? ভুমি সন্ত্রাসীসহ বিভিন্ন সন্ত্রাসীদের কোপানলে আজীবন মার খাবে এ দেশের ক্ষুদ্র নৃ-সম্প্রদায়?

বিভিন্ন সংবাদ মাধ্যমের এর খবর এসেছে। কয়েকটির লিঙ্কঃ
AIPP-র খবর
আজকের সাতক্ষীরার খবর
জাগোনিউজ.কমএর খবর
দেশ রূপান্তরের খবর
বিডিনিউজ২৪.কম এর খবর

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১৮

ককচক বলেছেন: খুব দুঃখজনক! বরাবরের মতো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

২৭ শে আগস্ট, ২০২২ রাত ১:২৪

জহিরুল ইসলাম সেতু বলেছেন: নিন্দা ও প্রতিবাদ জানানো ছাড়া আর তো কিছুই করার নাই ককচক ভাই।
তবে ইতিহাস সবকিছুর নিরব সাক্ষী। সকল অনাচারের দায় নিয়ে কোন না কোন একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবেই, আজ যারা এসবকে মদদ দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। ঘৃণাভরে সেই দিনটির অপেক্ষায় আছি।

২| ২৬ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৪০

মিরোরডডল বলেছেন:




সকল নাগরিকের অধিকার ও সুরক্ষার জন্য সংবিধানে আইন রয়েছে।


আইন আছে কিন্তু সেটা শুধুই সংবিধানে যার কোন প্রয়োগ নেই ।
কি ভীষণ অরাজকতা :(

২৭ শে আগস্ট, ২০২২ রাত ১:১৮

জহিরুল ইসলাম সেতু বলেছেন: সত্যিই ভীষণ অরাজকতা! দম বন্ধ একটা পরিস্থিতি সব দিকে! সংবিধানের দোহাই দিয়ে কেবলই চলছে প্রহসন!

৩| ২৬ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

কামাল৮০ বলেছেন: মানুষ মানবিক না হয়ে ধার্মীক ও লোভী হচ্ছে বেশী।তাই অন্য ধর্মের লোকদের সহ্য করতে পারছে না। প্রশাসনও এর বাইরে না।ন্যায় বিচার কার কাছে চাইবো।বিচারক নিজেই দোষী।
হিন্দুদের উপর অত্যাচারের কোন বিচার হয়েছে আজ পর্যন্ত।সাক্ষীই পাওয়া যায় না। বিচিত্র এই দেশ।

২৭ শে আগস্ট, ২০২২ রাত ১:১৬

জহিরুল ইসলাম সেতু বলেছেন: অথচ মুক্তিযুদ্ধের কথা বলি! চেতনার কথা বলি!! এর জন্য, এতো ত্যাগ তিতিক্ষায় ভূমিষ্ট হয়েছিল কি এই বাংলাদেশ?
এক সময় প্রতিক্রিয়াশীলদের কথা বলা হতো, প্রতিক্রিয়াশীল চক্রের হাতে শাসনদন্ড ছিল। এখন কার হাতে?
মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা। এই সরকারের আমলে যতগুলো সাম্প্রদায়িক সঙ্ঘাত হয়েছে, তার সংখ্যা বিগত কোন সময়ের চেয়ে কি কম? আর ন্যায় বিচারের দাবী তো অরণ্যে রোদন মাত্র।

৪| ২৬ শে আগস্ট, ২০২২ রাত ৮:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: দেশের কত পার্সেন্ট মানুষ ন্যায় বিচার পায়?

২৭ শে আগস্ট, ২০২২ রাত ১:০৭

জহিরুল ইসলাম সেতু বলেছেন: মারাত্মক কঠিন প্রশ্ন গোফরান ভাই! প্রশ্নটা আপনার সাথে আমারো।

৫| ২৭ শে আগস্ট, ২০২২ রাত ২:৩০

ককচক বলেছেন: অন্যায় অবিচার লুটপাট যারা করছেন, যারা স্বৈরাচারী করছেন তাদের শাস্তির আওতায় নিয়ে আসার মতো পরিবেশ সমাজে বা দেশে কবে তৈরি হবে উপরওয়ালা জানেন।
নিজের ভালো থাকার স্বার্থে ন্যায়বিচার সুশাসন প্রতিষ্ঠা করা দরকার এটা বুঝতে আমাদের আর কতকাল লাগবে কে জানে!

২৭ শে আগস্ট, ২০২২ রাত ২:৪১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ঐযে ইতিহাসের কথা বললাম। আমাদের প্রতীক্ষা আর প্রচেষ্টাই একসময় সুন্দর দিন নিয়ে আসবে। আমি আশাবাদী। আপনি কি বলেন ককচক ভাই?

৬| ২৭ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৪৭

খাঁজা বাবা বলেছেন: এরা কি বাংলা ব্যকরনে পড়া মুন্ডা ভাষার ধারক?

২৭ শে আগস্ট, ২০২২ দুপুর ২:১৩

জহিরুল ইসলাম সেতু বলেছেন: হুম।
ভূমিদস্যু বাঙ্গালীদের দ্বারা নির্যাতিত জনগোষ্ঠি।

৭| ২৭ শে আগস্ট, ২০২২ দুপুর ২:১৬

ককচক বলেছেন: আমিও আশাবাদী। একদিন নিশ্চয়ই সুন্দর সমাজ বা রাস্ট্র ব্যবস্থা গড়া হবে।

২৭ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: অনেক অনেক ভালবাসা আপনার জন্য।

৮| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১১:০৯

খায়রুল আহসান বলেছেন: এই বর্বরোচিত হামলার নিন্দা জানাচ্ছি। নির্যাতিতদের পক্ষে লেখা এবং সোচ্চার হওয়ার জন্য আপনাকে অভিনন্দন এবং সাধুবাদ!

২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:৩৮

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আপনার প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.