নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ কোন মানুষ না, একজন পাগল-মানব।

জে এন হৃদয়০১

পাগল-মানবের ব্লগে স্বাগতম।

জে এন হৃদয়০১ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ঘরপালানো মেয়ে কিংবা অন্ধ প্রেমিকারা।

২৪ শে জুন, ২০২০ দুপুর ২:৩২



সেদিন গৃহত্যাগী জোৎস্না ছিল না,
নিকষ কালো আঁধারে
কিসের টানে-
সবর্স্ব ত্যাগ করল সে!
আমাকে ভালবাসা শেখাতে এসো না।
কৃতঘ্নদের ভালবাসার অধিকার নেই।

বাবা-মা ছিল,ভাই ছিল,বোন ছিল;
তাদের চোখে স্বপ্ন ছিল,বুকভরা স্নেহ ছিল।
তবুও সে প্রেমিকা হতে, ঘরপালানো মেয়ে হল।
চূর্ণ হল স্বপ্নগুলো,ধ্বংস হল আশা;
মান-সম্মান নষ্ট হল, সমাজের কাছে ধিক্কার পেল-
পরিবার আজ চুনকালি মাখা,মানুষের তামাশা।

প্রেমিকের সাথে হয়ত তোমার সংসার হবে বেশ,
কমতে কমতে প্রেমটুকু তার হয়ে যাবে নিঃশেষ।
কিংবা তোমাকে বাসবে ভাল আগের মতই সেই,
তবুও আমায় -
শেখাতে এস না ভালবাসা।
কৃতঘ্নদের ভালবাসার অধিকার নেই।



মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২০ দুপুর ২:৪৩

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখনী । মুগ্ধ হলাম ।

২৪ শে জুন, ২০২০ রাত ৮:১৯

জে এন হৃদয়০১ বলেছেন: ধন্যবাদ।

২| ২৪ শে জুন, ২০২০ দুপুর ২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কৃতঘ্নদের ভালোবাসার অধিকার নেই।

২৪ শে জুন, ২০২০ রাত ৮:২১

জে এন হৃদয়০১ বলেছেন: হুম। আসলেই নেই।

৩| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৪ শে জুন, ২০২০ রাত ৮:১৯

জে এন হৃদয়০১ বলেছেন: ধন্যবাদ।

৪| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৪:৩১

কল্পদ্রুম বলেছেন: ভালো হয়েছে।

২৪ শে জুন, ২০২০ রাত ৮:২০

জে এন হৃদয়০১ বলেছেন: ধন্যবাদ।

৫| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:২৫

বিজন রয় বলেছেন: সত্যি কথা বলেছেন।
+++++

২৪ শে জুন, ২০২০ রাত ৮:২১

জে এন হৃদয়০১ বলেছেন: জী। বাস্তব ঘটনা নিয়ে লিখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.