নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ কোন মানুষ না, একজন পাগল-মানব।

জে এন হৃদয়০১

পাগল-মানবের ব্লগে স্বাগতম।

জে এন হৃদয়০১ › বিস্তারিত পোস্টঃ

যেভাবে পাবলিক স্পিকিং এর জন্যে স্ক্রিপ্ট লিখবেন।

২৮ শে জুন, ২০২০ রাত ৯:৫৩




পাবলিক স্পিকিং এর জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল স্ক্রিপ্ট। একটা চমৎকার স্ক্রিপ্ট দিয়ে প্রস্তুতি নিলে আপনার শ্রোতারা মুগ্ধ হতে বাধ্য। যেভাবে পাবলিক স্পিকিং এর জন্যে স্ক্রিপ্ট লিখবেন তা নিচে আলোচনা করছি-

১। প্রথমেই আপনার স্পিকিং এর বিষয় ও শ্রোতাদের সম্পর্কে ভালো ধারণা নিন। আপনার স্পিকিং এর বিষয় নিয়ে গবেষণা করুন। আপনি শ্রোতা হলে এ বিষয়ে কি কি শুনতে পছন্দ করতেন তা ভাবুন। এরপর স্ক্রিপ্টের মোটামুটি একটা খসড়া তৈরি করুন।

২।এবার স্ক্রিপ্ট লিখার পালা। স্ক্রিপ্টের শুরুতেই আপনার স্পিকিং এর বিষয়ের সাথে সম্পর্কিত কোন প্রশ্ন বা উদাহরণ বা সমীক্ষা লিখুন , এতে করে স্পিকিং এর সময় অডিয়েন্স প্রথম থেকেই আপনার প্রতি মনযোগী হবে।

৩। আপনার স্ক্রিপ্টে আপনার স্পিকিং এর বিষয়ের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্যগুলোই শুধুমাত্র রাখার চেস্টা করুন। আপনার স্ক্রিপ্ট যথাসম্ভব নির্মেদ রাখার চেস্টা করুন। পয়েন্ট আকারে উপস্থাপন করতে পারলে আরও ভালো হয়।

৪। আপনার স্ক্রিপ্টে কিছু বাস্তব উদাহরণ রাখার চেষ্টা করুন। তবে মাথায় রাখতে হবে গতানুগতিক উদাহরণ না হয়ে একটু ইউনিক উদাহরণ যেন হয়।

৫।স্ক্রিপ্টের শেষে ভালো একটা সমাপ্তি দিয়ে স্ক্রিপ্ট শেষ করুন।যেমন-
“……………এতক্ষণ ধরে আমার বক্তব্য শোনার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। যেকোন ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।“

এরকম কৃতজ্ঞতাসূচক বাক্য দিয়েও সমাপ্তি টানতে পারেন কিংবা, আপানার টপিকের সাথে সম্পর্কিত কোন কবিতা বা গানের কিংবা কোন বিখ্যাত উক্তি দিয়েও সমাপ্তি টানতে পারেন।

যেমন- আমি “আমাদের হাল ছাড়া উচিত নয়”- এ বিষয়ে একটা স্ক্রিপ্টের সমাপ্তিতে লিখেছিলাম-
“……………………কবির সুমনের সেই গানের সাথে তাল মিলেয়ে বলতে হয়-
ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস
অসুখ বিসুখ হবার পরে জিলেপী সন্দেশ
ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বোলচাল
পুরনো ঘর ফুরনো ঘর কুড়নো জঞ্জাল
হাল ছেড় না
হাল ছেড় না বন্ধু
বরং কন্ঠ ছাড় জোরে
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে………..। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার আলোচনা শোনার জন্য ধন্যবাদ।আল্লাহ্‌ হাফেজ।“ এরকমভাবেও আপনার স্ক্রিপ্টের সমাপ্তি টানতে পারেন।
মোটকথা, আপনার অডিয়েন্স যা পছন্দ করবে তা মাথায় রেখে আপনার স্ক্রিপ্টের সমাপ্তি টানুন।


পরিশেষে,এ কথাই বলব- আমি মূলত এভাবেই আমার কোন স্পিকিং এর জন্য টপিক লিখি।আপনারাও চাইলে এ স্টেপগুলো ফলো করে আপনার স্ক্রিপ্ট লিখতে পারেন । আর হুবুহু ফলো না করলেও আইডিয়া নিতে তো ক্ষতি নেই ,তাই না ?

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২০ রাত ৯:৫৬

বিজন রয় বলেছেন: বাহ! ভাল বিষয়।
এই জন্য ব্লগ এত পছন্দ।
এখানে একদিনে অনেক কিছু জানা হয়।

২৯ শে জুন, ২০২০ রাত ১০:১২

জে এন হৃদয়০১ বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।

২| ২৮ শে জুন, ২০২০ রাত ৯:৫৬

বিজন রয় বলেছেন: বাহ! ভাল বিষয়।
এই জন্য ব্লগ এত পছন্দ।
এখানে একদিনে অনেক কিছু জানা হয়।

৩| ২৮ শে জুন, ২০২০ রাত ১০:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। উপকারে লাগবে।

২৯ শে জুন, ২০২০ রাত ১০:১২

জে এন হৃদয়০১ বলেছেন: স্বাগতম

৪| ২৮ শে জুন, ২০২০ রাত ১১:১৭

মুহা. নাজিম উদ্দীন বলেছেন: দারুন। আমারতো মাঝে মাঝে পাবলিক স্পিকিং করতে হয়। আমার জন্য আপনার এই লেখাটি যথেষ্ট উপকারে আসলো। ধন্যবাদ

২৯ শে জুন, ২০২০ রাত ১০:১৩

জে এন হৃদয়০১ বলেছেন: স্বাগতম

৫| ২৯ শে জুন, ২০২০ রাত ৩:৫০

ডি মুন বলেছেন:
সংক্ষিপ্ত, তবে ভালো উপকারী পোস্ট।
পাবলিক স্পিকিং এ উৎসাহীদের কাজে লাগবে নিঃসন্দেহে।

++++

২৯ শে জুন, ২০২০ রাত ১০:১৩

জে এন হৃদয়০১ বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।

৬| ২৯ শে জুন, ২০২০ রাত ৯:৪২

পদ্মপুকুর বলেছেন: কার জন্য স্ক্রিপ্ট লেখেন আপনি? নিজের জন্য না কি এরও কমার্শিয়াল মার্কেট আছে?

২৯ শে জুন, ২০২০ রাত ১০:১৪

জে এন হৃদয়০১ বলেছেন: আপাতত নিজের জন্যই।

৭| ২৯ শে জুন, ২০২০ রাত ১০:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: স্ক্রিপ্ট দেখে পাবলিকের সামনে কথা বলার মধ্যে কোনও প্রশংসনীয় কিছু নাই। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ওনারা জাতীর উদ্দেশ্যে এভাবে ভাষণ দেন যেটা ওনারা নিজেরা লেখেন না । আসল পাবলিক স্পিকিং সেটাই যখন বক্তা মনের তাৎক্ষনিক চিন্তা শ্রোতার তুলে ধরেন। এটা ভালো ভাবে করার তরিকা ডেল কার্নেগী বহু আগেই তার বইয়ে লিখেছেন। বলা যায় উনিই এ ব্যাপারে পথিকৃৎ। এর জন্য প্রথম কাজ হলও বক্তার মঞ্চ ভীতি কাটান। মঞ্চভীতি কাটলে বক্তা সহজেই পাবলিক স্পিকিং করতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.