নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যর পথে অবিচল আমি থাকব

অন্ধকারে আলোর পথ

অন্ধকারে আলোর পথ › বিস্তারিত পোস্টঃ

গোবরের উপর সাদা প্রলেপ

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

দুনিয়াটা পুরাই ধোকা দিচ্ছে আমাদের,
মাংসের উপর সাদা আবরন দেখে আমরা
আজ পেরেশান হয়ে যাচ্ছি।
নিজের জীবনকে রক্ত-মাংসের দেহের জন্য বিলিয়ে দিচ্ছে।
এই দেহের প্রেমে পড়ে আমরা হারাম মজা উপভোগ করছি,
অথচ মাশুকের গালের এই সাদা আবরন যখন কুচকে যায় বয়সের চাপে,
তখন আশেক গনের কলম ও বন্ধ হয়ে যায়,
আর তারা মাশুকের এই কুচকানো চেহারা দেখে লজ্জিত বোধ করে।
তখন আর কেউ মাশুকের খবর নেয় না, কেউ আর তাকে আপু,মেডাম বলে সম্বোধন করে না।
এই ভাবেই কলঙ্কের বুঝা দুঃখ, কষ্ট নিেয় দুনিয়ার আশেক-মাশুকের দুনিয়ার জীবনে কালো অধ্যায়ের সমাপ্তি ঘটে।
আর মরনের পরও শুরু হয় নতুন যন্ত্রনা।
কিন্তু যারা দুনিয়ার এই হারাম মজাকে ফাসি দিতে পেরেছে,তারাই কাল জান্নাতের সীমাহীন মজা উপভোগ করতে পারবে সন্তুষ্টি চিত্তে।
এ আল্লাহ আমাদেরকে দুনিয়ার প্রতি নিরাসক্তি বানিয়ে দিন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:


আপনি কি দুনিয়া ছেড়ে যেতে চাচ্ছেন?

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫

অন্ধকারে আলোর পথ বলেছেন: কেন ভাই দুনিয়ায় যতদিন হায়াত আছে থাকতে ত হবে।তবে এমন ভাবে ত দুনিয়াতে থাকা দরকার যেমন ভাবে দুনিয়ার মহাব্বত অন্তরে প্রবেশ না করে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.