নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যর পথে অবিচল আমি থাকব

অন্ধকারে আলোর পথ

অন্ধকারে আলোর পথ › বিস্তারিত পোস্টঃ

চেহারা লাল সুন্দর বলে তাকেই ভালবাসবেন

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

সবার সাথে সমমূল্যায়ন করতে শিখুন।
গরিব বলে, চেহারা শ্রীহীন বলে,জামা-কাপড় ভাল না বলে,
তাকে অবমূল্যায়ন করা,তাঁর সাথে কঠোর ভাষায় কথা বলা।
ঘৃনার চোখে দেখা, স্রষ্টার সৃষ্টিকে অস্বীকার করা।
আবার অন্য কারও চেহারার সৌন্দর্য দেখে,কিউট নেছ ভাব দেখে।
স্মার্টননেচ দেখে,কথার মাধুরতা দেখে,সম্পতির প্রাচুর্যযতা দেখে,
তাঁর সাথে ভাব জমানোর চেষ্টা করা, তাকে আকৃষ্ট করার চেষ্টা করা,
তাঁর সাথে মিষ্টি মিষ্টি কথা বলা,এক কথায়,সাদা চামড়া,দামি কাপড়,
তাঁর টাকাকেই ভালবাসার মত।
ইদানিং মানুষের স্বাভাব এমন হয়ে গেছে।অথচ ভিতরের রক্ত -মাংস
কিন্তু সবার এক,শুধু একটু পাথ্যর্ক যে তাঁর চামড়ার আবরন সাদা,
তাঁর জামাটা দামি,
একটা কথা মনে রাখবেন মানুষ দামি হয় তখনই, যখন সে আল্লহর সাথে
গভীর সর্ম্পক করে,যার সর্ম্পক যত গভীর সেই পৃথীবিতে তত মূল্যবান
মানুষ।হক সে কালো বা সাদা,গরীব বা ধনী ।
একজন ছেলে বা মেযে হতে পারে সুশ্রী সুন্দর,স্মার্ট ,কিন্তু তাঁর চরিত্র,
তাঁর স্বভাব চোর থেকেও খারাপ।
তাই মানুষের সৌ্ন্দর্যের রুপ দেখে মূল্যায়ন করতে নাই ।সবাই সমান মূল্যর অধিকারী।
(কথা গুলো বললাম মনের কষ্টে, )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.