নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যর পথে অবিচল আমি থাকব

অন্ধকারে আলোর পথ

অন্ধকারে আলোর পথ › বিস্তারিত পোস্টঃ

চলো হরদমই ব্জলি

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৯

চলো আল্লাহ পানে চলি
মুখে আল্লাহ আল্লাহ বলি
তাহার ভালোবাসায় জলি
ওহে প্রেমের সব বুলবুলি।
এখানে ফুল ঝরিয়া যায়
পাখিরা সব উড়িয়া যায়
প্রিয়রা সব সরিয়া যায়
অঙ্গিকার সব ভুলিয়া যায়।
পূর্ণিমা কি যে আলোর মেলা!
সাগরে কি যে ঢেউয়ের খেলা!
বসন্তের রূপের কি আগুন!
প্রমিকদের টানছে কি ফাগুন!
গোলাপের পাগল করা ঘ্রাণ
হরিণী চোখের মায়াল টান
আকাশের নীলিমার উদ্যান
তারাদের সুউজ্জল ময়দান।
এসবই মন তো খুবই কাড়ে
হৃদয়কে বারে বারে নাড়ে
কিন্তু কি দেখি ধীরে ধীরে
অহর্নিশ আলো ফের আধারে।
সাগরে নামছে ওই ভাটা
রূপের ওই তরঙ্গে ভাটা
বসন্তের বদলে যায় কায়া
সবই গো যেন স্মৃতি-ছায়া।
তাহলে বলো কোথায় চলি?
বল না কোন বা প্রমে ব্জলি?
চলো আল্লাহ পানে চলি
চলো আল্লাহপ্রেমে ব্জলি।
চলো শুধুই অগ্রে চলি
চলো অবিরামই চলি
চলো ভীষণ ব্জলা ব্জলি
চলো দিবানিশি ব্জলি
চলো সর্বত্র-ই ব্জলি
চলো হরদমই ফের ব্জলি
চলো ব্জলি আরও ব্জলি
ব্জলিয়া হই গো বড় ওলী
হযরত মাওলানা শাহ আবদুল মতীন বিন হুসাইন ছাহেব(দাঃবাঃ)
এর লেখা মাওলাপ্রেমের জ্বলা-ভূনা কবিতা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.