নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন ব্লগার হিসাবে আছি.......

জহীরুল ইসলাম

ফেসবুকে: https://www.facebook.com/johirul.islam.92 ইমেইল : [email protected]

জহীরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

২য় পর্বের ইজতেমায় কে কে আসছেন?

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০



বিশ্ব ইজতেমা ২০১৩ এর প্রথম পর্বে দুরদুরান্ত থেকে আগত বেশ কয়েকজন ব্লগারের সাথে সাক্ষাত হলে। ব্লগের বাহিরেও যে একটি জগত আছে, তা ইজতেমায় অংশগ্রহনকারী ব্লগারদের দেখলে বুঝা যায়।

প্রথম পর্বের ইজতেমায় একজন পরিচিত ব্লগারের মাধ্যমে অন্যান্য ব্লগারদেরসাথে যোগাযোগ হয়, কিন্তু ২য় পর্বের ইজতেমায় কে কে আসছেন জানা নেই, কারো সাথে যোগাযোগ ও নেই। কোন ব্লগার যদি আসেন অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০

পরিবেশ বন্ধু বলেছেন:
সত্য আহবান

মাসুদ্ রানা

ঈদে আজম ঈদে মিলাদুন্নবি সা সকল ঈদের সেরা
আনন্দ উৎসবে দরুদ ছালাম জানায় সকল ফেরেস্তারা
বৃক্ষলতা জীব সমষ্টি যত কুল মাখলুকাত
ভেজে দরুদ ঐ মদিনায় পাইতে রহমত
জিন্দা নবী দয়ার সাগর সয়ং খোদার দান
কোরআনে গাইলেন তিনি সেই নবীজীর শান মান
আদেশ দিলেন তিনি মানব কে তারে ভালবাস
পুন্য পথের ঈমান রত্ন রাছুলুল্লাহ মুক্তি লাভে এস
খোদাকে পাওয়া তারি মাঝে চেনা সহজ বানী
সেই রহমতের সওদা করি এস মুমিন মোহাম্মাদ সা কে চিনি ।
তিনি কত পুন্যময় সব নবীদের সেরা
ছালাম ভেজে সয়ং মাবুদ মদিনা মনোয়ারা ।
ইসলামেরই নিশান ওড়ে তারি আবহায়াতে
এস মমিন ছুটে এস সেই নামের মধুময় শান্তির জান্নাতে ।




আনাস রাদিয়াল্লাহু হইতে বর্ণীত নবীজী প্রায় সাহাবা
কেরাম কেনিয়ে
১২ ই রবিউল আওয়াল আসলে খুব আনন্দ প্রকাশ করতেন ।

লেখক বলেছেন: হযরত মোহাম্মদ সা আমেনার সিকিম হতে দুনিয়ায় শুভাগমন করা
মাত্রই আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে সিজদায় রত হয়ে যায় । এবং শাহাদত আঙ্গুলি দ্বারা সাক্ষ্য দেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নি
রাছুলুল্লাহ ।
হযরত নুর নবী সা দুনিয়ায় শুভাগমনের সাথে সাথে একটা উজ্জ্বল আলো প্রজ্বলিত হয়েছিল , যে এর আলোকে সারা দুনিয়া আলোকিত হয়েছিল , যাদ্বারা মা আমেনা সামদেশ পর্যন্ত দেখতে পেয়েছিল ।
আকাশের তারকাগুলি ঝুকে পড়েছিল ,সমস্ত বৃক্ষ অরু লতাগুলি সিজদায় লুটায়ে পড়েছিল । মিশরের রাজ প্রাসাদের ১৪ টি তোরণ হেলে পড়েছিল , রাজ প্রাসাদের হাজার বছরের অনবরত জলন্ত অগ্নি
গোলকটি দপ করে নিভে গিয়েছিল এবং আকাশের অসংখ্য ফেরেস্তারাজি হুরগিলমান নুর নবিজীর শুভাগমনে মারহাবা মারহাবা
বলে আনন্দে আকাশ থেকে জমিন পর্যন্ত আনন্দ মিছিল বা জশনে জউলশ প্রকাশ করেছিল ।
তারিখুল খামিছ এবং খাছায়েশে খুব্রা কিতাব ও হাদিস সংকলন ।




২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪

জহীরুল ইসলাম বলেছেন: পরিবেশ বন্ধু@ পোষ্ট রিলেটিভ মন্তব্য করেন। বিভিন্ন পোষ্টে আপনার কমেন্টের ধরন ভাল না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.