নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা জোকস গুলোকে সংগ্রহ করে একত্রিত করা। মাঝে মধ্যে দু-একটা ঘসা-মাজা করে নিকিল তুলে নিজের নামেও চালিয়ে দিতে পারি।

জোকস

মানুষের হাসিমুখ দেখতে ভালো লাগে।

জোকস › বিস্তারিত পোস্টঃ

হাঁসের রচনা!

১৩ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

চান্দু একবার বাংলা পরীক্ষা দিতে গেলো!! পরীক্ষায় সবই কমন শুধু রচনা বাদে!! রচনা আসছে হাঁস নিয়ে!! কিন্তু চান্দু বেচারা তো আর এইটা পড়ে নাই!! তবুও সে চেষ্টা করলো!! আসুন দেখি তার চেষ্টাটা কেমন হয়েছিলো!!
হাঁস(যেই প্রাণী সারাক্ষণ প্যাঁকপ্যাঁক করে আর খায়) আমি হাঁস পছন্দ করি!! আমার বাসার সবাইও মনে হয় পছন্দ করে!! যদিও আমাকে বলে না, কিন্তু আমি বুঝি!! হাঁস পানিতে থাকে!! আমিও পানি খাই!! আমার পাশের বাসার আঙ্কেল মদ খায়!! মদ খুব খারাপ একটা জিনিস!! এইটা কিন্তু আমি বলি নাই!! এইটা জ্ঞানী গুণী লোকেরা বলছে!! আমার একটা লাঠি আছে!! লাঠি পানিতে সাতার কাটে হাঁসও পানিতে সাতার কাটে!! মনে হয় তারা আপন ভাইবোন!! হাঁস পানিতে গোসল করে আমিও পানিতে গোসল করি!! আমার গোসল করতে মাত্র পাঁচ মিনিট লাগে কিন্ত হাঁস সারাদিন লাগিয়ে গোসল করে!! এই জন্য হাঁস দেখতে এত সাদা!! আর আমার গাঁয়ের রঙটা একটু ময়লা!! বেশি না, সামান্য ময়লা!! আমি হাঁস খুব ভালোবাসি!! হাঁসও আমাকে খুব ভালোবাসে!! একটা কথা বলতে ভুলে গেছি!! হাঁস দেখতে ঠিক মুরগির খালাত বোনের মত!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.