নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা জোকস গুলোকে সংগ্রহ করে একত্রিত করা। মাঝে মধ্যে দু-একটা ঘসা-মাজা করে নিকিল তুলে নিজের নামেও চালিয়ে দিতে পারি।

জোকস

মানুষের হাসিমুখ দেখতে ভালো লাগে।

জোকস › বিস্তারিত পোস্টঃ

দুই চোর!!!

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৭



একদিন রাতের বেলা মন্টু আর ছন্টু মিলে অনেকগুলো আম চুরি করছে, কিন্তু এতগুলা কোথায় ভাগাভাগি করবে বুঝতে পারতেছিল না। সামনেই একটা কবরস্থান ছিল। তারা দেওয়াল টপকে কবরস্থানের ভিতর ঢুকে পড়লো। কিন্তু দেওয়াল পার হওয়ার সময় দুইটা আম ঝাঁকি খেয়ে পড়ে গেলো, তারা সেটা তোলার সময় পেলোনা। তো এক মাতাল সেই রাস্তা দিয়া যাইতেছিল, কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতেছে "এটা তোর, একটা আমার, এটা তোর, এটা আমার!" এই শুনে মাতাল দ্রুত হাঁটা দিল। সামনেই এক পুলিশের দেখা পেয়ে বলতেসে, "ভাই, কবরস্থানে ভূত আছে। লাশ ভাগাভাগি করতাসে। আরেকটু হইলে আমারেও খাইসিলো। অনেক কষ্টে বাঁইচা আসছি।" পুলিশ বলল, "চলেন দেখি, কোথায় ভূত কোথায় কি!" দুইজনেই কবরস্থানের কাছে পৌছে শুনতেছে "এটা তোর, এটা আমার, এটা তোর, এটা আমার" পুলিশ তো ভ্যাবাচ্যাকা খেয়ে গেসে। হঠাৎ মন্টু বলে উঠলো, "তাইলে দেওয়ালের ওই পাশের দুইডারে কি করবি?" এই কথা শুইনা পুলিশ ও মাতাল ওখানেই অজ্ঞান হইয়া পড়ল।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৭ রাত ১১:১৬

বিজন রয় বলেছেন: হা হা হা হা

+++++

২০ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৭

জোকস বলেছেন:


শিক্ষকঃ বলোতো বিজন রয় মশা কয় প্রকার?
বিজন রয়ঃ মশা আট প্রকার। …
শিক্ষকঃ মশা আবার আট প্রকার হয় কিভাবে ?
বিজন রয়ঃ ১. যে মশা গায়ে বসা মাত্রই কামড়ায় তাকে রাক্ষস মশা বলে।
২. যে মশা দিনের বেলায় কামড়ায় তাকে সন্ত্রাসী মশা বলে।
৩. যে মশা নাকের ভেতর ঢুকে কামড়ায় তাকে নমরুদী মশাবলে।
৪. যে মশা সুযোগ পেলেই কামড়ায় তাকে সুযোগসন্ধানী মশা বলে।
৫. যে মশা কানের কাছে এসে গান গায় তাকে গায়ক মশা বলে।
৬. যে মশাকে থাপ্পর দিলে ফাঁক দিয়ে চলে যায় তাকে গোল্লাছুট মশা বলে।
৭. যে মশা কামড় দিলে জ্বর হয় তাকে বিষাক্ত মশা বলে।
৮. যে মশা মশারির ভেতর ঢুকে কামড়ায় তাকে মূর্খমশা বলে।

(আপনার নাম নেওয়াতে দুঃখিত)

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

তারেক_মাহমুদ বলেছেন: দারুণ। খুব হাসলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.