নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা জোকস গুলোকে সংগ্রহ করে একত্রিত করা। মাঝে মধ্যে দু-একটা ঘসা-মাজা করে নিকিল তুলে নিজের নামেও চালিয়ে দিতে পারি।

জোকস

মানুষের হাসিমুখ দেখতে ভালো লাগে।

জোকস › বিস্তারিত পোস্টঃ

সামু বরাবর এক্কান উরাধুরা চিডি (সুচিল ছমাজ দূরে থাকুন)

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

বরাবর
সামু মামুরা

বিষয় ঃ প্রতম পাতায় লিকা অনুমতি না চাহিয়া এক্কান পত্র থুক্কু চিডি। :P


পিরান প্রিয় আমার সামু মামু, চিডির পরথমে জোকস এর ব্লগ জিবনের খুদ্র কাহিনি কইয়া লই।
গুগুল কাক্কুর দৌলতে সামুর সাথে পরিচয় হয়, হেয় থেইকা দিলডারে সামুর জন্নই বরাদ্দ করিয়াছি।
এইখান-সেইখান থেইকা কাটুশ-কুটুস কইরা পস্টু মারিতে লাগিলাম। আমারে ঠ্যাকায় কে :-B
সুক আর কপালে সইলো না। ফরে জানিতে পারিলাম কাটুস-কুটুশ ইহা সামুর নীতির লঙ্ঘন।
জাহার কারণে পরতম পাতায় আমার জন্য দরজা বন :(( । কয়েকবার একানে-অকানে গুতাইয়াও কাজ হয়নি।
তাতে কি হইছে, ফুল গিয়ারে চালাইতে থাকিলাম। এখন ব্লগে ঢু মারতে বেশ ভালই লাগে। ;)
পরতম পাতায় আমার লিকা না আসলেও চলবে। ব্লগ থেকে কত কিছু জানতে পারছি এটাই আমার জন্য অনেক অনেক কিছু।
তাই এরশাদ কাকুর মত পল্টি মাইরা ডিসিশন উল্টাইয়া ফালাইলাম, আমি আর পরতম পাতায় লিকার অনুমতি চাই না। B:-/
বিসসাস করেন, আমি আমার কী বোর্ডের অল্টার কী ছুঁইয়ে কসম করে বলছি :-P আমি আর পরতম পাতায় লিকার অনুমতি চাই না।

অতএব মডুগের নিকট এক বালতি ভালুবাসা দিয়ে বলিতে চাহি, আমাকে আর কুনু দিন প্রতম পাতায় লিকার অনুমতি না দিয়া আমার দিল্ডারে ঠান্ডা রাইকেন।

ইতি আপনার অবাধ্য
জোকস।

মন্তব্য ৩৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

কাইকর বলেছেন: হা হা হা।বেশ মজা পেলাম। আমি ব্লগে আজ প্রথম। জানিনা আমার কপালে কি আছে। তবে, অনেক আশা নিয়ে ব্লগিং করা শুরু করেছি।আমার গল্প পরার দাওয়াত রইলো।

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

জোকস বলেছেন: আমার কথা বাদ দেন।



আপনার জন্য শুভেচ্ছা রইল।
আশা কই অতি তারাতারিই সেফ হবেন।

২| ২০ শে মে, ২০১৮ রাত ৯:২৮

পবন সরকার বলেছেন: মন্দ নয় চিডি

২১ শে মে, ২০১৮ দুপুর ১:১০

জোকস বলেছেন: চিডি খানা মডুগের নজরে পড়ুক। আমাকে যেন সেফ না করে ;)




আপ্নাকে থেঙ্কু ।

৩| ২২ শে মে, ২০১৮ সকাল ১১:৪৬

কাইকর বলেছেন: আপনাদের দোয়ায় গতকাল সেফ হয়েছি।আপনার কথা কেন জানি মনে পড়লো তাই ব্লগে এসে ঢুঁ মেরে গেলাম।তা কেমন আছেন ভাইজান?

২২ শে মে, ২০১৮ দুপুর ১:৩৪

জোকস বলেছেন: অভিনন্দন কাইকর।
এবার মন খুলে লেখালেখি করুন।
শুভেচ্ছা রইল।



আমি সব সময় আগের মতই থাকি। ;)

৪| ২৩ শে মে, ২০১৮ রাত ১২:০২

প্রামানিক বলেছেন: দেখা যাক আপনার দরখাস্ত মঞ্জুর হয় কি না?

২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:১৪

জোকস বলেছেন: মঞ্জুর হইতেই হবে,
তারপরেও ভয় হয়, যদি সেফ কইরা ফালায়!




ধন্যবাদ প্রামানিক ভাই।

৫| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:০৮

কাইকর বলেছেন: আপনার নতুন পোস্ট পাইনা কেন ভাই?

২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:২০

জোকস বলেছেন: কোলেরডারে নিয়ে টেনশনে আছি আবার পেটেরডা !





ধন্যবাদ কাইকর, খোঁজখবর নেওয়ার জন্য।

৬| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এই মডুদের কামকাজ কিছু বুঝিনা! X(
কত আবুল প্রথম পাতায় লিখছে আর সহজসরল লেখকদের উপর যত হাম্বিতাম্বি!! X(

কপি-পেষ্ট হলেও আমি জোকসের পক্ষে!
ব্লগের কবিতা আমি বুঝি না। মাঝেমধ্যে ভাবি, কবিতা লিখে ব্লগের কয়জন রবীন্দ্র, নজরুল হল??:P

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

জোকস বলেছেন: আমি সত্তি কতা কচ্চি, আমি সেফ চাইনা। এই কতাডা "কা ভা" ভাইকে জানানোর দরকার।
আবার ভাবি জানাতে গেলে যদি সেফ কইরা দেয় 8-|




আপনার পদধূলিতে আরাম পাইলাম :P

৭| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

সনেট কবি বলেছেন: চমৎকার চিডি।

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

জোকস বলেছেন: ভাবছি আমার ব্লগেই কিছুদিন স্টিকি হয়ে থাকুক :P





ধন্যবাদ, আপনার বিচরণ আমার খুব ভালো লাগে।

৮| ২৩ শে মে, ২০১৮ রাত ৮:০৮

সনেট কবি বলেছেন: দারুণ কথা কইছেন। খুব মজা পাইছি। নিজের ব্লগে অনেককেই এরকম নিজের পোষ্ট স্টিকি করে রাখতে দেখছি। আমিও আমার ফরিদ আহমদ চৌধুরী ব্লগে একটা পোষ্ট স্টিকি করে রাখছি।

২৩ শে মে, ২০১৮ রাত ৮:২৮

জোকস বলেছেন: হুম, আপনার আগের নিকে এখন খুব কম দেখি। তবে এটাই ভালো হচ্ছে। কেমন যেন সামু পরিবারের একজন দায়িত্ববান দায়িত্ববান লাগে আপনাকে। সবাইকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।
আপনার জন্য শুভকামনা।

৯| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:৪৮

ব্লগার_প্রান্ত বলেছেন: হই মিয়া কিছু লেইখা আমারে জানান না ক্যান X(

২৬ শে মে, ২০১৮ সকাল ১০:৪৪

জোকস বলেছেন: ধুরো, আমি লেইখা আপনারে জানাই, তারপর সবাই জানুক, আর আমি সেফ হইয়া যায়!
এতো গুর আধ সের না :P

১০| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:৪৮

ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো কথা alt কি ছুইয়া কছম করলে কি হয়? =p~

২৬ শে মে, ২০১৮ সকাল ১০:৪৬

জোকস বলেছেন: এরশাদ কাকুর মতো পল্টি খাওয়ার আসঙ্খা আছে :`>

১১| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১:৩২

কথার ফুলঝুরি! বলেছেন: হাহাহা! মজা পেলাম :D নামের সাথে কাজের মিল আছে

২৬ শে মে, ২০১৮ দুপুর ১:৪৬

জোকস বলেছেন: কাজের মিলটাই দেখলেন! আমার আকুতি মিনতি দেখলেন না।
দোয়া করেন যেন সেফ না হই ( হইলে খাটের তলায় গলায় দরি দিমু :P )




ধন্যবাদ, আমার ব্লগে স্বাগতম।

১২| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৪

জুন বলেছেন: আমি আসতে আসতে আবার সেইফ হয়ে যান্নাইতো জোকস :-*
দোয়া করি খুব শিগগিরি আপনি আমাদের মত পুত্থুম পৃষ্ঠার লেখকদের কাতারে আইসা হাজির হন :((
বাংগালী পরের ভালো সহ্য কর্তে পারে না B-)
=p~

২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

জোকস বলেছেন: এইডা কই করলেন জুনাপু! আপনার দোয়াডা ফিরাইয়া লন। আমি একজন সহজ সরল সোজা নরম মানুষ। :| আমারে ফিরাইয়া দিয়েন না। ;) আমি সেফ না হইয়াও সবার অন্তরে থাকতে চাই :)



ধন্দবাদ আপু আপনার আন্তরিকতায়।

১৩| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৫৫

হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

২৭ শে মে, ২০১৮ দুপুর ১:৪৪

জোকস বলেছেন: আইচ্ছা, যাচ্ছি।

১৪| ২৮ শে মে, ২০১৮ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:


এই পত্র কি কোন ফুল, বা ফল উৎপাদন করেছে?
১ বছর ৪ মাস বয়ে গেলো? মড়ুরা তো ইতিহাস গড়েছেন।

আপনি [email protected] এ ইমেিল করেছেন?

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০২

জোকস বলেছেন: এখন পর্যন্তও আশানুরূপ হইছে। মডুদের সঙ্গে আমিও ইতিহাস গড়তে চাই।
মেইল ফেইল অনেক কিছুই করেছিলাম। সেটা অতীত।
বর্তমানে আমি সেফ চাইনা। এভাবেই চালিয়ে যেতে চাই।

১৫| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

বিজন রয় বলেছেন: হাসুম না।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

জোকস বলেছেন: তাইলে আপনার লগে খেলুম না /:)

১৬| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:১৩

সনেট কবি বলেছেন: আমার পোষ্টে আপনার নামখানা যুক্ত করে দিলাম। ভাল করছি না?

২৯ শে মে, ২০১৮ রাত ৮:২৬

জোকস বলেছেন: না থাক, কি দরকার ছিলো 8-|
আবেগে কাইন্দালাইছি।

১৭| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: বিনোদন।

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:১১

জোকস বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

১৮| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৮

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: ভাবছি আমিও এক খান চিঠি লিখবো কিনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.