নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপকথা

মন মরা

রূপকথা

মন মরা › বিস্তারিত পোস্টঃ

এবার আপনার নেট স্পিড সামান্ন্য হলেও বাড়বে মনে হয়। (একটি বার দেখুন বিফলে যাবে না)রিপোস্ট

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

অনেক দিন পর এলাম কিছু মনে করবেন না। এই ব্লগ ছেড়ে থাকতে আমরও ভালো লাগে না কিন্তু কি করবো বলুন কিছু কর্ম যে না করলে নই। যাক ও সব কথা এখন থাক আপনারা আশা করি ভালো আছেন। আজ যে টা নিয়ে পোস্ট করেছি সেই টা নিয়ে বলি- DNS পালটে আমরা আমাদের নেট স্পীড কিছু টা হোলে ও বাড়াতে পারি এই টা আমি আগে জানতাম কিছু DNS এড্রেস পালটে পালটে দেখে ও ছিলাম কিন্তু কিছু সুফল পাই নি তাই আশা ছেরে দিয়েছিলাম।কিন্তু কিছু দিন আগে ঐ টা আবার মাথায় চলে এলো আবার একের পর এক DNS এড্রেস পালটে পালটে দেখতে লাগলাম আমি এই বার সফল ও হয়েছি ।আমার এই সফলতার ফল আপনার দের ভাগ দিতে এলাম ভাবলাম আমার যদি কাজে লাগে আমার ভাই দের ও লাগতে পারে। Control Panel যান ওখানে CenterNetwork and Sharing Center এ ক্লিক করে CenterChange Adapter Settings এ ক্লিক করার পর আপনি যে নেট ব্যবহার করছেন তার Properties এ গিয়ে Networking যান ওখানে Internet Protocol Version 4 (TCP/IPv4) এ ডবল ক্লিক করুন তারপর Use the following DNS server addresses টা সিলেক্ট করে preferred DNS server এ- 8.8.4.4



secondary DNS server এ 127.0.0.1 করে দিন আমার ছবির মতো তারপর ওকে করে পিসি রিস্ট্রাট দিন ।ভালো লাগলে জানাবেন আর না লাগলে ও জানাবেন ।ভালো থাকুন সুস্থ থাকুন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭

টানিম বলেছেন: হুম । দেখলাম , করলাম ।

২| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮

সজিব তৌহিদ বলেছেন: পরার্মশ দেয়ার জন্য ধন্যবাদ।

৩| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮

বাংলার এয়ানা বলেছেন: :D

৪| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৭

আশফাক সুমন বলেছেন: ধন্যবাদ।
করে দেখব ।

ভাললাগা জানিয়ে গেলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.