নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবিনশ্বর ছায়া, রহস্য ঘেরা, অতি সাধারণ সামান্য মানুষ !জন্ম-জন্মান্তর পৃথিবীতেই পরে আছি !!

জে আর সিকদার

আমার অচেনা আমি

জে আর সিকদার › বিস্তারিত পোস্টঃ

তথ্য দিয়ে হেল্প করুন

১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩



ছবি: আমার ইমেইল থেকে

আমি প্রফেশনাল ভিসা টাইপ W-1B এর জন্য ওয়ার্ক পারমিট পেয়েছি HRSDC & একটি তেল কোম্পানি থেকে । এখন ভিসা পেতে আমার কি কি প্রয়োজন হতে পারে ?

কানাডাতে আছেন এমন কেউ পোস্ট টি দেখলে কমেন্ট বাধ্যতামূলক ।
উক্ত বিষয়টি কারও জানা থাকলে অবশ্যই কমেন্ট এ জানাবেন প্লিজ।

৩ দিনের চাঁদ ঘরে বসে দেখা যায়, ওয়ার্ক পারমিট টি নিয়ে কানাডিয়ান এ্যামবাসিতে গিয়েছিলাম।
উনারা তো এটা পাওয়ার প্রসেস শুনে অবাক ! অবাক আমি নিজেও । তবে বেঁচে থাকলে কানাডার মাটিতে পা রাখবই, এ্যামবাসির কর্মকর্তাদের প্রতি চ্যালেঞ্জ !
ছবিঃ আমার ইমেইল থেকে

আমি প্রফেশনাল ভিসা টাইপ W-1B এর জন্য ওয়ার্ক পারমিট পেয়েছি HRSDC & একটি তেল কোম্পানি থেকে । এখন ভিসা পেতে আমার কি কি প্রয়োজন হতে পারে ?

কানাডাতে আছেন এমন কেউ পোস্ট টি দেখলে কমেন্ট বাধ্যতামূলক ।
উক্ত বিষয়টি কারও জানা থাকলে অবশ্যই কমেন্ট এ জানাবেন প্লিজ।

৩ দিনের চাঁদ ঘরে বসে দেখা যায়, ওয়ার্ক পারমিট টি নিয়ে কানাডিয়ান এ্যামবাসিতে গিয়েছিলাম।
উনারা তো এটা পাওয়ার প্রসেস শুনে অবাক ! অবাক আমি নিজেও । তবে বেঁচে থাকলে কানাডার মাটিতে পা রাখবই, এ্যামবাসির কর্মকর্তাদের প্রতি চ্যালেঞ্জ !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

শ্রাবণধারা বলেছেন: ভাই অভিনন্দন । কি ভাবে ওয়ার্ক পারমিট পেলেন?

বিশ্ব বাজারে তেলের দাম কমে যাওয়ায় অধিকাংশ তেল কোম্পানী লোক ছাটাই করছে। এ সময়ে কানাডার তেল কোম্পানী বাংলাদেশ থেকে লোক নিচ্ছে জেনে আশ্চর্য হলাম!!!

তবে আপনার জন্য শুভকমনা ।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৪

জে আর সিকদার বলেছেন: এটা পাওয়ার গল্প অনেক লম্বা, তবে ইমেইল এ কোম্পানির সাথে যোগাযোগ হয়েছিল। অনেক লেট করে মন্তব্য করার জন্য দুঃখিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.