নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবিনশ্বর ছায়া, রহস্য ঘেরা, অতি সাধারণ সামান্য মানুষ !জন্ম-জন্মান্তর পৃথিবীতেই পরে আছি !!

জে আর সিকদার

আমার অচেনা আমি

জে আর সিকদার › বিস্তারিত পোস্টঃ

বিবেক নাড়া দেওয়া কবিতা

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৬



পাগলী টাও মা হয়েছে
তবে বাবা হয়নি কেউ ,
পাগলী বলে যায়নি ছেড়ে
প্রসব ব্যথার ঢেউ ৷
পাগলীর ও যে নারী
শরীর বয়ে বেড়ায় তার ,
ছেড়ে যায়নি মাসিক
নামের ব্যথার অনাচার ৷
রাস্তায় ঘুরে কাটে দিন
আর রাস্তায় কাটে রাত ,
পাগলী বলে স্বামী হয়নি
পায়নি সংসার স্বাদ ৷
পাগলী ও কী করেছিল
যৌন আহবান ?,
নাকি রাতের বেলা বেইশ্যা
হয়ে করলো শরীর দান ??
দশ মাস পাগলী
ছিল কত বেদনায় ,
পেট বেড়ে পোয়াতি
সে কিসের তাড়নায় ?? ৷
ক্ষুধায় খেল আবজ'না
কখনো ও বা না খেয়ে ,
বাচ্চা পেটে ছোটাছুটি
দেখছো কি চেয়ে ? ৷
প্রপব ব্যাথায় কুঁকড়ে ছিল
দেখেও সব কেউ দেখেনি তাকে,
হাঁউ মাঁউ করে কেঁদেও
সে পায়নি সাড়া ডাকে ৷
সেইতো বঝে প্রসব ব্যাথা
যে হয়েছে মা,
পাগলী টাও মা হয়েছে
বাবা টা কেউ না ৷
গাছ ফেটে গাছ বের'ল
কার রোপনের বীচ ?,
মেয়ে শরীর রাত্রে পেয়ে
কে ঢেলেছে বিষ ?? ৷
জন্ম নিলো যে শিশু টি
কাকে ডাকবে বাপ ?
যাকে রোজ বলবে সবাই
এ এই সমাজের পাপ !
পাগলী তাই ধমকে বলে
এখান থেকে ফুট ,
রাতের বেলা পাগলীর শরীর
করে আসে লুট ৷
কে জানে তার শরীর টাকে
আরো কতবার ?,
চুষে চিবিয়ে খেয়েছে
কতো জানোয়ার ৷
পুরুষ গেলো শরীর খেয়ে
নিয়ে গেলো স্বাদ ,
কস্টো পেয়ে মরলো শুধু
পাগলী মায়ের জাত ৷
রাতের বেলা নারী শরীর
ভোগ্য পন্যময়,
তাই
নিজেকে আজ পুরুষ ভাবতে
বড়োই লজ্জা হয়


(কালেক্টেড)

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কাল লেখা এটা?

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২১

জে আর সিকদার বলেছেন: লেখকের পরিচয় উদ্ধার করতে পারি নাই এখনও!

২| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা কালেকটেড লিখে দেন -তবেই হলো

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩১

জে আর সিকদার বলেছেন: ধন্যবাদ

৩| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪১

বিজন রয় বলেছেন: ++

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩১

জে আর সিকদার বলেছেন: ★

৪| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৫

প্রফেসর সাহেব বলেছেন: নিজের লেখা না হলে কালেক্টেড লিখে দেন

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩১

জে আর সিকদার বলেছেন: ওকে, ভাই

৫| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০০

গড়াই নদীর তীরে বলেছেন: সুন্দর কবিতা। ফেসবুকে পেয়েছেন?

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২২

জে আর সিকদার বলেছেন: না ভাই, অনলাইনেই পাওয়া ওয়েব এড্রেস ভুলে গেছি।

৬| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩১

নতুন নকিব বলেছেন:



জগতের সকল প্রানী সুখী হোক।

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৮

জে আর সিকদার বলেছেন: জয় হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.