নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবিনশ্বর ছায়া, রহস্য ঘেরা, অতি সাধারণ সামান্য মানুষ !জন্ম-জন্মান্তর পৃথিবীতেই পরে আছি !!

জে আর সিকদার

আমার অচেনা আমি

জে আর সিকদার › বিস্তারিত পোস্টঃ

প্রান ঝড়ে যায়।

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১:১১


মেয়েরা যখন অন্তঃসত্ত্বা বা গর্ভবতী হয় তখন একশ' জনের মধ্যে ২০ জনের গর্ভপাত হয়ে যায়৷ এটা একটা স্বাভাবিক নিয়ম, প্রাকৃতিক নিয়ম৷ গাছের যেমন ২০ ভাগ ফল পরিপুষ্ট হয় না, তেমনি ২০ ভাগ ভ্রুণ পরিপুষ্ট হয় না৷ এগুলোর প্রধান কারণ হচ্ছে জিনগত, ক্রোমোজমাল অ্যাবনর্মালিটি, মেয়েদের বা ছেলেদের ডিম্বানু বা শুক্রানুর ভেতরে যে ফলটা হয়, সেখানে যদি কোনো ‘ডিফেক্ট' থাকে, তখন এমনটা হতে পারে৷ এটাকেই মেইন কারণ হিসেবে ধরা হয়৷ এছাড়াও অনেক কারণ আছে৷ জরায়ুতে যদি কোনো ডিফেক্ট থাকে বা মহিলাদের ডায়াবেটিস, কিডনিতে, থাইরয়েডে সমস্যা বা ভাইরাল জ্বর হয়, এমনকি মানসিক কারণেও গর্ভপাত হতে পারে৷ অনেক সময় দেখা যায়, গর্ভপাতের কোনো কারণই খুঁজে পাওয়া যায় না৷ এটা প্রাকৃতিক নিয়ম অনুসারেই হয়ে থাকে৷

গর্ভপাত কী হত্যার শামিল?
প্রশ্নটা ভিন্ন৷ যেটা অটোমেটিক হয়ে যাচ্ছে, সেটা তো আর হত্যার শামিল বলা যাবে না৷ অ্যাবনরমাল শিশুগুলোই সাধারণত ঝড়ে যায়৷ আমরা ডাক্তাররা কোনো মহিলার শারীরিক কারণ, স্বাস্থ্যগত কারণ, এছাড়া এমন কোনো কারণ আছে যেখানে মেডিক্যাল ইনডিকেশন আছে, সেখানে মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগনেন্সিও আছে৷ এখানে আগে মাকে বাঁচানোর চেষ্টা করি৷ মায়ের স্বাস্থ্যগত সমস্যা, কিডনির সমস্যা বা লিভারের সমস্যার কারণে এমন পরিস্থিতির তৈরি হয় যেখানে, সেখানে আমরা মেডিক্যাল টার্মিনেশন করতে পারি৷ কিন্তু যেখানে অবৈধভাবে গর্ভাপাত করায়, সেখানে অনৈতিকতার প্রশ্ন আছে৷
চিকিৎসা বিজ্ঞানে গর্ভপাতকে কতটা সমর্থন করা হয়?
চিকিৎসা বিজ্ঞান গর্ভপাতকে সেভাবে সমর্থন না করলেও মেডিক্যাল টার্মিনেশনে এটা করতে হয়৷ এটাকে আমরা সমর্থন করি৷ যার অনেকগুলো ইন্ডিকেশন আছে৷ সামাজিক কারণও রয়েছে৷ ধরুন, ধর্ষণ বা খারাপ কোনো দুর্ঘটনা অথবা ফ্যামিলি প্ল্যানিংয়ের কোনো ফেইলর মেথডেও মেডিক্যাল টার্মিনেশন বা গর্ভপাত এখন অনেক দেশেও সরকারই করার অনুমতি দিয়েছে৷ আমাদের দেশেও আমরা মেডিসিনের মাধ্যমে গর্ভপাত করে থাকি৷ অথবা সার্জিক্যাল এমআরের মাধ্যমেও করা যেতে পারে৷ যেখানে পরিবারপরিকল্পনা পদ্ধতি ব্যর্থ হয় অথবা আনপ্ল্যান্ড প্রেগনেন্সি বা ধর্ষণের ঘটনা ঘটে, সেখানে তো এটার মূল্য কিছুটা থাকেই৷
‘শরীরটা আমার নিজের’ – ফিলিপিনো মেয়েরা এখনো স্বাধীনভাবে এ কথা ভাবতে পারেন না৷ গর্ভপাত এখানে নিষিদ্ধ৷ তা সত্ত্বেও গর্ভপাত চলছে৷ ২০ বছর বয়সি এ্যামি গর্ভপাত ঘটিয়েছেন, তারপর নিজের শরীরে এঁকেছেন উল্কি, সেখানে লেখা, ‘স্বাধীনতা’
যারা অবৈধভাবে গর্ভপাত করান বা আনহাইজেনিকভাবে গর্ভপাত করান, তাদের বা আনসেফ গর্ভপাতকে অবশ্যই নিরুৎসাহিত করা উচিত৷ তবে একটা পার্ট রয়ে গেছে মেডিক্যাল টার্মিনেশন৷ এটা ডক্টরদের কাছে থেকে যাবে৷ এটার প্রয়োজন থাকলে আমরা ডক্টররা সব সময় নেব৷ যারা অনৈতিকভাবে বা অবৈধভাবে এটা করাচ্ছে, সেটা আমরা সব সময় নিরুৎসাহিত করব৷ সেটা সামাজিক অবক্ষয়, শারীরিক বা মানসিক সব দিক থেকেই ক্ষতিকর৷
আগত সন্তানকে মৃত মাংশপিন্ড দেখাটা সত্যিই ভয়ানক খারাপ স্মৃতি।
যারা সন্তান নিতে চান, গর্ভপাত এড়িয়ে চলুন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৮

আশরাফুল এষ বলেছেন: গর্ভপাত অবশ্যই নেতিবাচক একটা বিষয় , আর ইচ্ছাকৃত গর্ভপাত নেতিবাচক মানসিকতার ই পরিবাহক ।
তবে একটা বিষয় এখানে চমৎকার ভাবে উঠে এসেছে ,তা হল কোন অনাকাংখিত ঘটনার ক্ষেত্রে গর্ভপাতের বৈধতা ।
তবে এই বৈধতা কে পুজি করে যদি কেও গর্ভপাত কে উতসাহিত করেন তার চেয়ে দুঃখজনক আর কি হতে পারে।
অনাগত শিশু কে আপনি ইচ্ছে করেই গর্ভে নিয়ে আসতে পারেন বলে আপনার ইএচ্ছে এর উপর তার পৃথিবীতে আসা নিরভর করবে না ,আমাদের উচিত আরও সচেতন হওয়া যাতে জেসব ঘটনা অনাকাংখিত গর্ভপাত ঘটাতে বাধ্য করে তার যেন পুনরাবৃত্তি না ঘটে ।

অনেক অনেক শুভকামনা।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

জে আর সিকদার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর পোস্ট!
অভিজ্ঞ ডাক্তার যদি মনে করেন গর্ভপাত জরুরী সে ক্ষেত্রে ইসলাম একে অনুমোদন করে।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

জে আর সিকদার বলেছেন: ধন্যবাদ

৩| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩২

করুণাধারা বলেছেন: সন্তানকে বোঝা মনে করে গর্ভপাত করা পাপ। আবার কখনো পরম আকাঙ্ক্ষিত সন্তান পৃথিবীতে আসতে পারে না গর্ভপাত হবার কারনে। এটা খুব দুঃখজনক। ধন্যবাদ পোস্টের জন্য।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

জে আর সিকদার বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৪| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গর্ভপাত কমাতে হলে অবাধ যৌনতা কমানোরও পরিবেশ তৈরি করতে হবে। সমাজে ধর্ম থেকে দূরে সরে গিয়ে নতুন প্রজন্ম প্রেম, ডেটিং, লিভ টুগেদারে লিপ্ত হচ্ছে আর অনাকাঙ্খিত গর্ভধারণ করছে মেয়েরা। যার ফলে গর্ভপাতের ব্যবসাও বেড়ে চলেছে...

০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

জে আর সিকদার বলেছেন: সচেতন হতে হবে সবাইকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.