নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুবায়ের লস্কর

আমি একজন টেক উদ্যোক্তা। স্বপ্ন দেখতে ভালোবাসি। মানুষের জন্য ডিজিটাল আইটি সার্ভিস তৈরিতে আমার নেশা।

জুবায়ের লস্কর › বিস্তারিত পোস্টঃ

শেয়ার ব্যববসায়ীদের জন্য অসাধারণ Android App

০৮ ই মে, ২০১৫ দুপুর ২:১৪

যারা শেয়ার ব্যাবসা করেন তাদের মূল প্রয়োজন এটা জানা যে কখন কোন কম্পানির দাম কমে গেল আর কখন বাড়লো। এর আগেও ঢাকা শেয়ার বাজারের অনেক Android App মার্কেটে এসেছে কিন্তু সবগুলোর একই ফাংশন, শুধু বর্তমান দাম দেখ আর খাও-দাও-ঘুমাও। আরে, যদি শুধু দাম-ই দেখতে হয় তাহলে তোদের App ব্যবহার করে কি লাভ, শেয়ার বাজারের ওয়েবসাইট দেখলেই হয়।
তাই এবার নিয়ে আসলাম ব্যাতিক্রম কিছু। যা আপনাকে জানিয়ে দিবে দাম কখন আপনার মনমতো হল। মানে অনেকটা Alarm এর মত। জ্বি হ্যা, "DSE Alarm" আপনার হয়ে নিজে থেকেই আপনার পছন্দের কম্পানির দাম চেক করবে এবং আপনাকে জানিয়ে দিবে। আপনাকে কষ্ট করে বার বার দাম দেখতে মনিটর এর দিকে তাকিয়ে থাকতে হবে না।
ডাউনলোড করুন এখান থেকে
যা যা থাকছে অ্যাপটিতে

#পছন্দ মত যেকোনো কম্পানির দাম সেট করে দিতে পারবেন, যখন ঐ কম্পানির দাম আপনার সেট করা দামের সমান বা বেশী হবে তখন অ্যাপ নোটিফিকেশন দিয়ে তা আপনাকে জানিয়ে দিবে।

#আপনার পছন্দের কম্পানি Watchlist এ অ্যাড করে রেখে সহজেই অনেক কম্পানির ভিড়ে আপনার কম্পানি খুজে বের করুন।

#এছাড়াও এজিয়েম/ইজিয়েম, সার্কিট ব্রেকার, নতুন শেয়ার বাজার খবরতো থাকছেই।

ডাউনলোডঃ Click This Link এখান থেকে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.