নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুবায়ের লস্কর

আমি একজন টেক উদ্যোক্তা। স্বপ্ন দেখতে ভালোবাসি। মানুষের জন্য ডিজিটাল আইটি সার্ভিস তৈরিতে আমার নেশা।

জুবায়ের লস্কর › বিস্তারিত পোস্টঃ

সিএনজি অটোরিকশার ভাড়া জালিয়াতি ঠেকাবে "সিএনজি মিটার" অ্যাপ

২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৬

অতিরিক্ত নবাবী করতে উঠলাম সিএনজিতে।

মিটারে ভাড়া ১২০ টাকা আসছে অথচ মামায় কয় ৩০০ ট্যাকা দেন :D

সুন্দর মতো বললাম, ১৫০ টাকা দিলাম খুশি হয়ে। রাখবা নাকি মামলা খাবা? :)

বিঃদ্রঃ

আমার হাতে ছিলো স্মার্টফোন, আর তাতে CNG Meter মোবাইল অ্যাপ ওপেন করেই নিয়েছিলাম :((

আপনি নিজে বদলান, সমাজ বদলে যাবে। ইন্ডিয়া গিয়ে দেখলাম "ওলা ক্যাব" নামক মোবাইল অ্যাপে ক্লিক করলেই ট্যাক্সি আসে। ভাড়া মিটারে। এক পয়সাও বেশি না।

এবার বলবেন, এদেশে সিএনজি চালক গরীব মানুষ। আরে ভাই, এই জন্যই তো, সিএনজি ভাড়া প্রতি কিঃমিঃ ৭.৬৪ থেকে বাড়িয়ে ১২.০০ টাকা করা হইছে। এবং প্রথম দুই কিঃমিঃ ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হইছে।

সো, মিটারে না গেলেই মামলা হবে।

আপনাকে সাহায্য করবে আমাদের এই অ্যাপটিঃ

ডাউনলোড লিংক - সিএনজি মিটার

আমি, আপনি পরিবর্তন হলেই বদলে যাবে দেশ। কারণ, আমরাই তো বাংলাদেশ :|

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

প্রামানিক বলেছেন: ভাই কইছেন তো ভালো কথা, কিন্তু মোবালের মিটার দেখাইতে গিয়া যদি সিএনজিওয়ালারা মোবাইল সিনতাই কইরা নিয়া যায় তখন তো আমও যাইবো ছালাও যাইবো।

২| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কিচ্ছু হবে না। সিএনজিওয়ালাদের দৌরাত্ম্য চলতেই থাকবে। এটা ভারত নয়।

৩| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৯

সুমন কর বলেছেন: এমন হলে ভালোই হতো !!!

৪| ২৩ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৯

ঢাকাবাসী বলেছেন: সিন্জির দৌরাত্ম চলবেই, পুলি.. এদের সহায়তাকারী। এটা ভারত না। বেশি কতা কইবেন সিন্জিওয়ালা মাইরা টেংরি ভাইঙ্গা ফালাইব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.