নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুবায়ের লস্কর

আমি একজন টেক উদ্যোক্তা। স্বপ্ন দেখতে ভালোবাসি। মানুষের জন্য ডিজিটাল আইটি সার্ভিস তৈরিতে আমার নেশা।

জুবায়ের লস্কর › বিস্তারিত পোস্টঃ

শেয়ার ব্যবসার জন্য অসাধরণ একটি মোবাইল অ্যাপ "DSE ALARM"

১২ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:২৩

আমার বড়ভাই শেয়ার ব্যবসার সাথে জড়িত। আমি খুব কাছ থেকে দেখেছি স্টক মার্কেটের লেনদেন আর ব্যবসার খুঁটিনাটি।
শেয়ার ব্যবসা করতে যেয়ে আমার বড়ভাই যেসব সমস্যা ফেইস করেছে, সেগুলো মাথায় রেখে তৈরি করেছিলাম DSE Alarm- Share Market App.



আপনি বা আপনার পরিবার যদি শেয়ার ব্যবসার সাথে জড়িত থাকেন তাহলে প্লিজ রিকমেন্ড করবেন।

“ডিএসই অ্যালার্ম” অ্যাপটি রিয়েল টাইম প্রাইস অ্যালার্ম দেয়। কোন কোম্পানির শেয়ার কত দামে কিনতে বা বেচতে চান সেটা শুধু অ্যাপকে বলে দিতে হবে। অ্যালার্ম দিয়ে জানিয়ে দিবে। আর সেই সাথে কয়টি শেয়ার কতো দামে কিনছেন বা বিক্রি করতেছেন সব হিসাব রাখা যাবে এই অ্যাপের মাধ্যমে।

অ্যাপটিকে নতুন করে সাজানো হয়েছে। আরো দ্রুত আর নিখুঁত প্রোগ্রাম জুড়ে দেওয়া হয়েছে।

সেলফি, হ্যশট্যাগ আর কুল ড্যুড দের ভিড়ে আমাদের কিছু কাজ হয়তো হারিয়ে যায়, যেতে চায়...
তাও সামনে নিয়ে আসি। সবার দৃষ্টিতে আনার ট্রাই করি। কে জানে হয়তো এভাবেই বেরিয়ে আসবে অনেক ভালো কোন সল্যুশন যেটা বদলে দেবে দেশ ^_^

অ্যাপটি পাবেন নিচের লিংক থেকে অথবা এখান থেকে
https://play.google.com/store/apps/details?id=dseapp.dse.alarm


কোন প্রশ্ন থাকলে ডেভলপারকে সরাসরি জানাতে পারেন ফেইসবুকে,
জুবায়ের হোসেন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.