নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কি দোষ,আমি তো মানুষ !!

যুলকারনাইন

পাঠ্যবই ভাল লাগেনা,তবে প্রচুর বই পড়ি নিজের পছন্দমত

যুলকারনাইন › বিস্তারিত পোস্টঃ

ফরহাদ মজহার এর আজকের কলাম এবং প্রাসঙ্গিক ভাবনা

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৭

নয়াদিগন্ত পত্রিকায় Farhad Mazhar এর

কলাম "এখন কি করবেন

খালেদা জিয়া" পড়লাম।

মজহার সাহেব জোর দিয়েছেন

চলমান আন্দোলনে গণমানুষের

দাবি-দাওয়াকে সম্পৃক্ত

করে আন্দোলনকে বেগবান করার

প্রতি। এক্ষেত্রে তিনি মনে করেন

জেলায় জেলায় আঠারো দলীয়

জোটের সংগ্রাম

কমিটিগুলোকে আরো শক্তিশালী করে জনগণের

দুয়ারে তাদের দাবি আদায়ের

প্রতিশ্রুতি নিয়ে যাওয়া প্রয়োজন..

আমার প্রশ্ন হল,বিগত নির্বাচনের

প্রাক্কালে বিএনপিসহ

আঠারো দলীয় জোটের যে "দেশ

বাঁচাও,মানুষ বাঁচাও" কর্মসূচি ছিল

তাতে কি সাধারণ জনগণকে সম্পৃক্ত

করতে পেরেছিল তারা?? দু'বছরের

সেনাসমর্থিত শাসনামলের পরও

কি জনগণ ভুলতে পেরেছিল

বিএনপির আমলের দূর্নীতির কথা??

আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে কি বর্তমান

সরকারের বিরুদ্ধে জনগণের

যে অবস্থানে গিয়ে ক্ষোভ

রয়েছে সে অবস্থানে যাওয়া দরকার

নয়??

বিএনপি বা আঠারো দলীয় জোট

কি সে অবস্থানে বিগত

বছরগুলোতে কখনো গিয়েছিল??

# Mazhar সাহেব মনে করেন

বিএনপিসহ ১৮ দলীয় জোটের দীর্ঘ

আন্দোলনের প্রস্তুতি নেয়া উচিত।

কিন্তু প্রশ্ন হল,সে দীর্ঘ আন্দোলনের

সময়সীমা কি আগামী বছরের মধ্য

জানুয়ারির মধ্যেই সীমাবদ্ধ??

মনোনয়ন পত্র বিক্রি শুরু

করা আওয়ামী লীগ কি মধ্য

জানুয়ারীর নির্বাচন

পিছিয়ে দিবে?? নাকি নির্বাচন

কমিশনের সেটি করার সামর্থ্য

আছে??

দেশের সংখ্যাগরিষ্ঠ ইসলামপ্রিয়

জনগণ যারা কোন দলেরই

পতাকা তলে নেই তাদের

আন্দোলনে সম্পৃক্ত

করতে যে পরিমাণ সততা ও

ন্যায়পরায়নতা প্রয়োজন,তার

ছিটেফোঁটাও কি আছে বিএনপির

মাঠপর্যায়ের নেতাদের??

সুতরাং আমার

উপলব্ধি হচ্ছে সামনে সত্যিই দীর্ঘ

আন্দোলন,তবে যার

সময়সীমা জানুয়ারী পেরিয়ে যাবে।

আর সেই আন্দোলনকে বেগবান

করতে বিএনপির নেতাদের ক্ষমতার

ব্যাপারে অনেক নির্লিপ্ত

এবং ধৈর্য্যের পরিচয় দিতে হবে।

তবেই সত্যিকারার্থে দেশ

বাঁচবে গণতন্ত্র বাঁচবে..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.