নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কি দোষ,আমি তো মানুষ !!

যুলকারনাইন

পাঠ্যবই ভাল লাগেনা,তবে প্রচুর বই পড়ি নিজের পছন্দমত

যুলকারনাইন › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ: Flypaper(2011)

১৪ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:১৮

অনেক দিন পর মুভি রিভিউ লিখছি।

কারণ যে মুভিটির

ব্যাপারে লিখছি তার কাহিনীই

এমন। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত এই

মুভির নাম “Flypaper”।

পরিচালনা করেছেন বহুল পরিচিত

মুভি “দ্য ফরবিড্যান কিংডম” এর

পরিচালক রব মিনকফ। একটি ব্যাংক

ডাকাতির ঘটনাকে কেন্দ্র

করে আবর্তিত এর কাহিনী।

চরিত্রগুলোতে অভিনয় করেছেন

“ম্যালেনা” খ্যাত

এশলে জুড,প্যাট্রিক ড্যাম্পসেই,টিম

ব্লেক নেলসন,ম্যাখি ফিফার,ম্যাট

রায়ান,জেফরি ট্যাম্বর ও

নাটালিয়া সাফরেনসহ প্রমুখ।

এর চিত্রনাট্য লিখেছেন জন লুকাস

এবং স্কট মোর;যারা “দ্য

হ্যাংওভার” মুভির চিত্রনাট্য

লিখেছিলেন। লুসিয়ানায় ২০১০

সালে এর চিত্রায়ন হয়।

একদিন ট্রিপ কিছু খুচরোর জন্য

ব্যাংকে যান এবং ব্যাংকের

সুন্দরী কর্মকর্তাকে পটানোর

ধান্দায় থাকেন। কিন্তু নিজের

কাজ

সেরে বেরুতে গিয়ে নিজেকে আবিষ্কার

করেন ব্যাংক লুট করতে আসা দু’দল

ডাকাতের মাঝে। একদল

প্রোফেশনাল আর অন্যদল ডাকাতির

খাতায় চুনোপুটি। দুই ডাকাতদলের

ঝগড়ার মাঝখানে নিহত হয় এক

অজ্ঞাত ব্যক্তি। পরে যার পরিচয়

পাওয়া যায় এফবিআই এজেন্ট

হিসেবে। এই নানান ঘটনার ঘনঘটায়

ট্রিপ আবিষ্কার করেন এটা কোন

সাধারণ ব্যাংক ডাকাতির

ঘটনা না বরং নাম্বার ওয়ান মোস্ট

ওয়ান্টেড ক্রিমিনাল ভাইসেলাস

ড্রাম কর্তৃক পূর্বপরিকল্পিত।

কি করছে একই ব্যাংকে এফবিআই’র

মোস্ট ওয়ান্টেড লিস্টের

প্রথম,দ্বিতীয়,তৃতীয় ব্যক্তিগুলো ??

কি হতে চলেছে এই ব্যাংকে ??

এমনই হাজারও প্রশ্নের উত্তর

পাওয়া যাবে এই মুভিতে।

কাহিনীতে যেমন অনেক টুইস্ট

আছে তেমনি আছে প্রচুর হিউমার।

পুরো ইনডোরে শুটিং হওয়া এই

মুভিকে চাইলে মঞ্চস্থ

করা যাবে ছোটখাট কিছু পরিবর্তন

করে। IMDb রেটিং এ এর

রেটিং ৬.৩।

IMDb link: http://www.imdb.com/title/tt1541160/

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪১

ম.র.নি বলেছেন: আপনার পোস্ট পড়ে নগদে দেখতে শুরু করলাম,৩৪ মিনিটস দেখছি অনেক কষ্টে।পুরা চুকা ছবি ;)

২| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২৬

যুলকারনাইন বলেছেন: হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.