নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

ইদানীং দিনরাত

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ২:০২

রাতের দ্বিপ্রহরে নৈশভোজ সেরে স্বপ্নের সন্ধ্যানে
চোখের পাপড়ি আঁটালে দেখি-
আলো ও অন্ধকারের অবশিষ্ট বিচ্ছেদ দৃশ্য
তামসাচ্ছন্ন; চাঁদ তারাহীন মলিন আকাশ
এবং অন্ধকার বিভীষিকাদের উল্লাসী মিছিল।
বাইরের বেদুঈন বৃক্ষের ডাঁটা-বোঁটা কাঁপিয়ে,
উত্তুরের রাগিণী বাতাসে ভেসে, কানেআসে--
জনমদুঃখী রাতপ্রহরী ঝিঝিপোকাদের কান্নার সাথে মিশে
বিরহী ক্লেশে, স্বপ্নালু মেঘ স্তাবকদের ভাঙ্গনের সুর।

তবুও রাতভর
কাঁচের সারু পিদিমে সম্ভাবনার অকটেন ঢেলে,
আঁকি এক টুকরো সরেস স্বর্ণালি সকালের প্রতিচিত্র।
ভোর হলে দু'কয়েনের বিনিময়ে কেনা রুটিতে
আগুনের কারসাজিতে নির্মিত অমলেট কিম্বা মাখন মেখে
গলাধঃকরণ করে বেরিয়ে পড়ি ব্যস্ততার শহরে
অতঃপর, দিনভর কলাকৌশল,ছল,বল বিক্রি করে
ফিরি দুপুর গড়ালে--
কখনো কখনো মধ্যাহ্নভোজে
ক্লান্তদেহে, ধ্যানস্থ চিত্ত পাশের কেদারায় আবিষ্কার করে
তোমার কাব্যিক কারুকার্যখচিত মায়াবী অবয়ব এবং
মুহূর্তে সব ক্লান্তি, গ্লানি ভুলে মত্ত হয় প্রেমের মালা পাঠে।

তারপর, বিকেল সন্ধ্যা শেষে আবারো সেই
ঘুমহীন রাত, আধখানা স্বপ্ন, ব্যস্তসমস্ত ভোর-দুপুর, ক্লান্ত বিকেল
ভাঙা ঠুঁটা আমি এবং মেঘের ওপারে অস্পষ্ট তুমি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২৮

কেন্দ্রবিমুখ সঞ্জয় বলেছেন: মেঘের উপরে অস্পষ্ট তুমি

অনেক ভালো লিখছেন

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১:১৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ দাদা। অনুপ্রাণিত হলাম।

২| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.