নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

সাকিবের ধারালো প্রতিবাদ এবং আমাদের মাত্রাতিরিক্ত ভদ্র দর্শকমহলের সমালোচনা।

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১:৪৬


সাকিবের প্রতিবাদ করা'টা আমাদের মাত্রাতিরিক্ত ভদ্র-দর্শকদের চোখে বেয়াদবি হলেও আমার মতো সাধারণ অনেকের চোখে বীরত্ব। অন্যায়ের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করার ক্ষমতা সবার থাকেনা। সাকিবের আছে। বাংলাদেশি হিসেবে এটা আমাদের জন্য গৌরবের।

ম্যাচের তখনকার পরিস্থিতিতে তাঁর এমন প্রতিক্রিয়া দেখানো'টা মোটেও অস্বাভাবিক ছিলো না। বরং যথোপযুক্ত ছিলো। আর আম্পায়ারের বাজে সিদ্ধান্তে অতীতে অনেক টিমই এমন প্রতিক্রিয়া দেখিয়েছে। ২০০৬ ওভাল টেস্টে অধিনায়কে না জানিয়ে বল বদলানোর প্রতিবাদে প্রায় ১ ঘন্টা মাঠেই নামেনি ইনজামাম-উল-হকের নেতৃত্বাধীন পাকিস্তান। অবশ্যই এজন্য তাঁদের ম্যাচ হারতে হয়েছিলো। ইণ্ডিয়া একবার হরভাজন সিংএর জরিমানার প্রতিবাদে সিরিজ শেষ না করে দেশে ফেরার হুমকি দিয়েছিলো। ক্রিকেট ইতিহাস ঘাটলে এমন আরো অনেক ঘটনা পাওয়া যাবে। সুতরাং সাকিবের এটা নিয়ে এতো নেতিবাচক কথাবার্তা বলাবলির কিছু নেই।

সাকিবের রেগে যাওয়ার কারণঃ
শেষ ওভার। জিততে ১২ রান প্রয়োজন। পরপর দুটি বল মাথার উপরে বাউন্স হলেও 'নো-বল' না ডাকায় শুরু হয় কথা কাটাকাটি। নিশ্চিত 'নো-বল' না ডাকায় সাকিব আল হাসান রেগে মেগে মাঠে নেমে আসেন। মাঠে তখন রিয়াদের সাথে রুবেল। রান আউটে ক্রসিং নিয়েও শুরু হয় স্ট্রাইক বিপত্তি। তখনই উত্তেজিত সাকিব মাঠ থেকে চলে আসার সিদ্ধান্ত দিয়েছিলেন। অবশ্য পরবর্তীতে আম্পায়ারের সিদ্ধান্তে স্ট্রাইকে যান মাহমুদুল্লাহ।

আমাদের ভদ্র দর্শক এবং সাকিব হেটার্সদের এসব চোখে পড়িনি। তিনাদের চোখ.... থাক! তিনাদের কথা আর না বলি।
সাকিবের আজকের ভাবভঙ্গি ভাল্লাগছে। রিয়াদের বিচক্ষণতাও তৃপ্তি দিয়েছে। লংকানরা জবাব পেয়েছে। বাংলার ক্রিকেট প্রেমীরা পেয়েছে নাগিন ডেন্স করার সুযোগ! অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে।
আগামী ম্যাচের জন্য অগ্রিম শুভকামনা।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১:৫০

জুনায়েদ বি রাহমান বলেছেন: Click This Link

২| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৩:৪৫

মা হা মু দু ল হা সা ন বলেছেন: তোমারে থাবানো উচিৎ । নো বল চুরি করল ।আমাদের ন্যায্য পাওনা জোর পূর্বক ছিনিয়ে নিল তার বেলা কিছু নেই? নাগিন ড্যান্স কারা আগে শুরু করছে ভাল করে দেখ।

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ৮:০৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো কিছু খাইছিলেন মনে হচ্ছে!

৩| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কাল তো জিতলাম, সামনের ম্যাচে ফল কী হবে ভাই।:(:(
ভারতের সামনে তো আমাদের বাঘেরা বিড়াল হয়ে যায়।:P

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১২

জুনায়েদ বি রাহমান বলেছেন: আশাকরি আগামীকালও ভালো খেলবে।

৪| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: ফাইনালেও জিতব।

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ইনশাআল্লাহ।

৫| ১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৫

জাহিদ হাসান বলেছেন: আমার পোস্টে আমি কাউকে কমেন্ট করার সুযেগ দেই না । আমার সকল পোষ্টে কমেন্ট অপসন বন্ধ কেন জানেন ?
কারনটা উপরে মাহমুদুল হাসান নামের এক মাতাল ব্লগারের কমেন্ট দেখেন। ২নং কমেন্ট। এই কারনেই আমার পোস্টে কমেন্ট অপসন বন্ধ। হ B-)

১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: উনি ব্লগে নতুন। কপি করে কিংবা না বুজে মন্তব্য'টা করেছেন।

৬| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৬

হাঙ্গামা বলেছেন: এই সমস্ত সুশীল আর ভদ্রচো*** গুলারে জুতাইয়া চাপার দাঁত ভাইঙ্গা দেয়া উচিত। (ইনক্লুডিং মা হ মু দু ল হা সা ন )

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১২

জুনায়েদ বি রাহমান বলেছেন: একদম। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.