নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

পাঁচ\'টি অণুকাব্য (পুরানো ডায়েরী থেকে)

১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৯

১।
প্রেমী মন সারাক্ষণ
প্রেম আতসে পুড়ে যায়।
দগ্ধ ভবিষ্যৎ,
অদূরে কাতরায়।
০৮/ ১১/১৫, সন্ধ্যা।

২।
তুমিময় মুহূর্তের
সেইসব স্মৃতির ছাপ
সময়ের বিবর্তনে
আজ কেবলই বিলাপ।
০২/০১/১৬, সন্ধ্যা।

৩।
মনঃ মন্দিরে তব আগমন
জাগরিত রাত
স্মৃতি বিস্মৃতির বিচরণ
অতঃপর অশ্রুপাত
০৫/০২/১৫, রাত।

৪।
তারপর বাস্তবতার ছাঁচে পড়ে
বদ্ধ ঘরে প্রেম রেখে
ছেলেটা পালালো অন্যদিকে;
হলো দলছুট!
০৪/০৪/২০১৫, সন্ধ্যা।

৫।
মহানিশা; বিনিদ্র গৃহস্থ,
নাগর-নাগরী! আতঙ্কগ্রস্ত
১৪/০১/১৬,মধ্যরাত।

মন্তব্য ২৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:

বাহ! চমৎকার!

১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

২| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৩

সনেট কবি বলেছেন: অনুকাব্য ভাল হয়েছে।

১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধেয়।

৩| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল লাগলো।

১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রিয়

৪| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৭

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু।

মনোমুগ্ধকর অণুকাব্য।

১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত।

আন্তরিক ধন্যবাদ প্রিয়।

৫| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! ছোটো কথায় যেন অনেক বলা আরকি। ++

শুভেচ্ছা নিয়েন প্রিয় জুনায়েদভাই।

১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত।

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় ভাইয়া

৬| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৫

শাহারিয়ার ইমন বলেছেন: আরো চাই

১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ইনশাআল্লাহ

প্রেরণাদায়ক মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২২

বাকপ্রবাস বলেছেন: দারুণ

১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই।

৮| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৪

এ.এস বাশার বলেছেন: দারুন হয়েছে........
শুভেচ্ছা নিয়েন প্রিয় জুনায়েদভাই...
আপনার পোষ্টে প্রথম মন্তব্য........লাইকও দিলাম.........

১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ভাই।

মন্তব্য পেয়ে খুশি....

৯| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০০

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই

১০| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৭

এস.এম এরফান বলেছেন: খুব ভাল লাগলো। অল্প কথায় অনেক কিছু....... প্রিয়তে নিলাম।

১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০০

জুনায়েদ বি রাহমান বলেছেন: জেনে খুশি হলাম। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

১১| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: উরিব ব্বাবা!

জুনিভাই হাইকু লেখা শিখে গেছে দেখছি...:P

১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভাইয়্যু, এগুলা ত হাইকু না। তবে নেক্সট পোস্ট অবশ্যই হাইকু নিয়ে হবে।

১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্যের জন্য ভালোবাসা ও ধন্যবাদ।

১২| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


অণুকাব্য, বা ২/৪ লাইনের পদ্য এখন জয়প্রিয় কিনা আমার জানা নেই; বিশ্বব্যাপি রুবাইয়াৎ জনপ্রিয়তা পেয়েছিল, কারণ ওমর খাইয়ামের ৪ লাইনের ভেতর কিছু ফিলোসফিক্যাল বার্তা ছিলো

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: আকারে ছোট হওয়ায় এমন ছোট ছোট পদ্য অনেকেই পছন্দ করেন।

অনেকের মতে, এখন এইসব ২/৪ লাইনের ছোটছোট ছড়া/কবিতার পাঠক বেশি। পাঠক অল্প সময়ে বেশি স্বাদ নিতে চায়।

রুবাইয়াৎ এখনো জনপ্রিয়। তবে আজকাল বাংলায় রচিত হওয়া অধিকাংশ রুবাইয়াৎ'ই পদ্যের মতো। বার্তা টার্তা তেমন থাকে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.