নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

জীবন : স্বপ্ন

২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৪

শান্তির সন্ধানে কিংবা স্বপ্নের গন্তব্যে পৌছুতে
প্রতিনিয়ত দিকবিদিক ছুটাছুটি, দৌড়ঝাঁপ কতো জল্পনা- কল্পনা...
আমাদের জীবন: ঠিক ঐসব জলসমুদ্র'দের মতো-
উত্তাল, অস্থির কখনো কখনো অপ্রতিরোধ্য!
অথচ এক একটি স্বপ্ন প্রচণ্ড ঢেউতুলে নাচতে নাচতে
একটাসময় এসে ঠেকে কিনারে
মুহূর্তেই বালুকণা শুষে নেয় সবটুকো জল-বল-সম্ভাবনা
অবশিষ্ট পড়ে থাকে জলছাপ: স্মৃতি!

তবুও স্বপ্ন জুড়তে ভুলে না জীবন।
কেননা স্বয়ং জীবনই তো জগৎসংসারের এক বিস্ময়কর ঢেউ!
দেখতে দেখতে নেচে খেলে পৌঁছে যায় কিনারে...
অতঃপর, অজ্ঞাত বংশবদে মাটিতেই খুঁজে নেয় প্রশান্তি।

নভেম্বর ২০১৭....

(ছবিঃ গুগোল)

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৬

স্রাঞ্জি সে বলেছেন:



কবিতায়+++

২৪ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা

২| ২৪ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৮

সিগন্যাস বলেছেন: কবিতা পড়ে তো আমার গরম লাগছে

২৪ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১০

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার গরম লাগতেছে?

ভুতুড়ে গল্পে পাঠকদের ১০০ ডিগ্রী জ্বরের কারিশমা দেখাতে দেখাতে ছাইড়া দেন। আর জলের মতো ঠাণ্ডা কবিতা পড়ে...

যাইহোক, অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।

৩| ২৪ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো অনুভূতি। স্মৃতিরা বেঁচে থাক মনের আনাচে। কখনওবা ঢেউ হয়ে, কখনওবা ধুসর পান্ডুলিপিকারে। ++


শুভকামনা প্রিয় জুনায়েদভাইকে।

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪০

জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্য এবং লাইকের জন্য আন্তরিক ধন্যবাদ দাদা।

ভালো থাকবেন সতত।

৪| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৪

বিজন রয় বলেছেন: একজন মানুষের জন্য সর্বশেষ সংবাদ হলো তার মৃত্যু। যেটা সে নিজে জানতে পারে না।

অনেক ভাল কবিতা। জীবনবোধের।

২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪২

জুনায়েদ বি রাহমান বলেছেন: সেটাই। শেষ পরিণতি মৃত্যু।

মন্তব্য এবং লাইকের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্বয়ং জীবনই তো জগৎসংসারের এক বিস্ময়কর ঢেউ- এ লাইনটা খুব ভালো লাগলো। পুরো কবিতাটা যেভাবে সাজানো হয়েছে এবং উপমার ব্যবহার, সব মিলিয়ে ভালো লেগেছে।

শুভেচ্ছা রইল।

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম কবি। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ভালো থাকবেন।

৬| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ রাজীব ভাই। মন্তব্যে অনুপ্রাণিত।

৭| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৮

রাকু হাসান বলেছেন:

শেষ স্তবক বেশি ভাল লাগলো । ভাই! হ্যা জীবনের নিয়মটাই এমন ,যেমন টা বলেছেন,কবিতায় । স্বপ্ন না থাকলে হয়তো আমরা বাঁচতে পারতাম না ।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ রাকু ভাই। সাবলীল মন্তব্যে অনুপ্রাণিত।

৮| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৭

বলেছেন: শেষের লাইনটি দারুন হয়েছে কবি

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রিয় ল। মন্তব্যে অনুপ্রাণিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.