নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো প্রেমকাব্য-২

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫১



কবিতা,
তোমার স্পর্শে জেগে উঠে ঘুমন্ত
ঝাউবন, কাঁচা কল্লোলে মূল সড়কের পাশের অরণ্য
কিংবা চোখেরতারা উজাড় করে
নৈঃশব্দে উড়ে যায় গুটি কয়েক সফেদবক, সাথে ব্যতিব্যস্ত
দিবসের সব অবসাদ...

০৬/১০/১৬,রাত।

----------------------------------------------
তুমি: তোমার ঘুমন্ত অবয়ব; আমার থেকে শতসহস্র মাইল দূরে
তবুও কতো কাছে, ভাবনার সবটা জুড়ে
শুধু তুমি তুমি এবং তুমি....
যেনো রক্তের অণুতে-অণুতে তোমার উপস্থিতি।
জানো? তুমি যখন নিশ্চুপ থাকো
তখন আমার দম বন্ধ হয়ে আসে, চোখ ঝাপসা হয়, হার্টবিট দ্রুত থেকে দ্রুততর হয়...
কমে যায় রক্তের হিমোগ্লাবিনের কার্যক্ষমতা।
কবিতা, তুমি কখনো নিশ্চুপ থেকো না।
আমি সুস্থ থাকতে চাই, চাই ভালভাবে বাঁচতে।
০২.১০.১৬
----------------------------------------------

তোমার অভ্যাগমনে--
স্বেচ্ছায় পালিয়ে যায় কালো মেঘের দল
সানন্দে জ্বলে ওঠে মনকাশের ম্রিয়মাণ সমস্ত নক্ষত্র
মুহূর্তেই রক্তে, শিরায় উপশিরায় ছড়িয়ে পড়ে
নন্দিত হাসির দ্রুতি।
কবিতা, তুমি আমার ভালো থাকার মূলমন্ত্র!!

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৮

ওমেরা বলেছেন: প্রেম কাব্য ভাল লাগল।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

২| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৫৫

কাওসার চৌধুরী বলেছেন:



এ তো প্রেমের মহাকাব্য। ভাল লাগলো পাঠে।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা...
আন্তরিক ধন্যবাদ ভাই।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৩৩

মাহমুদুর রহমান বলেছেন: বাহ!

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

রাজীব নুর বলেছেন: কবিতা লিখে আর কি হয়- বাজারে দ্রব্যমূল্যের দাম কি কমে?

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: মনের ভাব প্রকাশ করতে পারলে শান্তি মেলে। কবিতা ভাব প্রকাশের একটা মাধ্যম।

বাজারদর রিলেটেড বক্তব্য থাকলে এবং সংশ্লিষ্ট গুষ্ঠির অন্তঃচোখ খুললে কমলে কমতেও পারে।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

রাকু হাসান বলেছেন:


ভালো লেগেছে ।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ রাকু ভাই।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভালোলাগা প্লাস!

প্রথমটা একটু বেশিই লেগেছে!

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: জেনে ভালো লাগছে। ধন্যবাদ।

৭| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: তারপর আপনি কেমন আছেন জুনায়েদ ভাই?

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: আলহামদুলিল্লাহ! ভালো আছি। আপনি?

৮| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ আমি ভালই আছি ভাই।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: শুকরিয়া।

৯| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩০

নীল আকাশ বলেছেন: কেমন আছেন জুনায়েদ ভাই?
নারীর প্রেম ছেড়ে শেষ পর্যন্ত কবিতার প্রেমে পরলেন?
কবিদের আসল প্রেমিকা হলো কবিতা। প্রেমিকার রতিকলা হতে মোলায়েম কবিতার সান্নিধ্য আর কয়জন কে ছুঁয়ে গেছে বলুন?

শুভ কামনা রইল!

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১২

জুনায়েদ বি রাহমান বলেছেন: আলহামদুলিল্লাহ। ভালো আছি। আপনি?

কবিদের আসল প্রেমিকা হলো কবিতা। [sb] - সুন্দর বলেছেন। কবিতার প্রেমে যারা পড়েছেন একমাত্র তারাই জানেন একেকটা কবিতা কতটা মজাদার, কতটা সুন্দর!

১০| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:১৯

জাহিদ অনিক বলেছেন: বাহ তুমি কবিতা- তুমি কাব্যময়,
কবি তুমিময়।
ভালো লাগলো।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবি, আপনার মন্তব্যে অনেক অনেক অনুপ্রাণিত হলো। আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.