নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

দলমত নির্বিশেষে প্রত্যেকের খুশি হওয়ার মতো একটি সংবাদ : আ.লীগের মনোনয়ন ফরম নিয়েছেন ম্যাশ!

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬



"মাশরাফি আসন্ন সাংসদ নির্বাচনে আওয়ামীলীগের হয়ে অংশগ্রহণ করেছেন" নিউজ'টা শুনে মাশরাফি ভক্তদের মনখারাপ করার কিছু নেই। এটা অত্যন্ত ভালো একটা নিউজ। দেশের উন্নয়নে রাজনীতিতে মাশরাফির মতো মানুষদের অংশগ্রহণ জরুরী। আমাদের প্রত্যেকের উচিত দলমত নির্বিশেষে মাশরাফিকে স্বাগত জানানো। আওয়ামীলীগ বা এন্টি আওয়ামীলীগে মাশরাফির মতো সুস্থ চিন্তাচেতনার দেশপ্রেমিক মানুষদের সংখ্যা যতো বাড়বে, নোংরা রাজনীতি ততো কমবে। অন্ধ রাজনীতির কালো থাবা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সুতরাং, বিষয়টি আমাদের ইতিবাচকভাবে নেওয়া উচিত।

যারা আওয়ামীলীগকে পছন্দ করেন না নিউজটা শুনার পর তাদেরও মিস্টি বিতরণ করার কথা। কারণ, দেশের ৩০০ আসনের অন্তত একটা আসন আওয়ামীলীগ-অসাধু চোরদের কবল থেকে মুক্ত হলো। স্বতন্ত্র বা এন্টি আওয়ামীলীগ থেকে নিরবাচন করলে এই সম্ভাবনা তৈরি হওয়ার তো সুযোগ ছিলো না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আশেপাশের অধিকাংশ এন্টি আওয়ামীলীগার কেনো যেনো বিষয়টি কিছুতেই ভালোভাবে নিতে পারছেন না। বাই দ্যা ওয়ে, আমাদের প্রত্যেকের সঠিক বোধ জাগ্রত হোক। অন্ধ দলপ্রেম নিপাত যাক।

শুভকামনা প্রিয় ম্যাশের জন্য।

মন্তব্য ৫৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: না জুনায়েদ ভাই , সহমত হতে পারলাম না। ভারতে তেন্ডুলকর বা সৌরভ গাঙ্গুলি যদি বিজেপি বা কোন রাজনৈতিক দলের প্রার্থী হয়, তাহলে সংশ্লিষ্ট দলের কাছে এটা সুখবর হলেও বাকি দেশবাসীর কাছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হবে। এক্ষেত্রে মাশরাফির অবস্থাতেও তাই হবে বলেই আমাদের বিশ্বাস।যদিও গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকের পছন্দমত রাজনীতিক দলের প্রচার ও ভোটে অংশ নেয়ার অধিকার আছে। ।

শুভকামনা রইল।

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: পদাতিক ভাই, দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ম্যাসের স্বীদ্ধান্ত আমার খুব পছন্দ হয়েছে।
ম্যাশ অবশ্য স্বতন্ত্র থেকে নির্বাচন করতে পারতেন। তবে স্বতন্ত্র থেকে নির্বাচন করে জিতার সম্ভাবনা কম ছিলো।
কারণ, দেশে বর্তমানে ভোটচুরি খুব সিম্পল একটা ব্যাপার। তাছাড়া আওয়ামীলীগের একটি আসনে অন্তত একজন ভালো মানুষ পাওয়া গেলো।
আওয়ামীলীগে ভালো মানুষদের যোগদান নিসন্দেহে দেশ ও জাতির জন্য মঙ্গলকর।

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ পদাতিক ভাই।

২| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭

বিবেক চক্রবর্তী বলেছেন: সবাইকে ধন্যবাদ ।

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: জুনায়েদ ভাই, আমি যেন কেন এটাকে সঠিক বলে মেনে নিতে পারছি না!

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: তাজুল ভাই ঠাণ্ডা মাথায় ভাবুন। আশাকরি ম্যাশের সিদ্ধান্তে স্বস্তি পাবেন।

৪| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

আরমান শুভ বলেছেন: মাশরাফি আর জাতীয় দলে না খেললে ভালো করবেন। তার কারনে বিশ্বকাপে দলে বাজে প্রভাব পড়তে পারে।

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমার সেটা মনে হচ্ছে না। বর্তমান পরিচালক পাপন সাহেব ও আওয়াম্লীগের এমপি। দলীয় প্রভাব নতুন করে পড়ার কিছু আছে বলে মনে হয় না।

আর সামনের বিশ্বকাপ পরে তো ম্যাশ এমনিতেই অবসরে যাচ্ছে।

৫| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই একটি কারণে অনেকের মন থেকে মাশরাফি মুছে যাবেন।

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

জুনায়েদ বি রাহমান বলেছেন: সহমত। দেশ এখন দুভাগে বিভক্ত।

৬| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: আমি নড়াইলের মানুষ হিসাবে খুবই খুশি, অবহেলিত নড়াইলের উন্নায়নে মাশরাফিকে বড় প্রয়োজন, আম্লীগ বিম্পির বাইরে গিয়ে এদেশে নির্বাচন করা ঝুঁকিপুর্ণ তাছাড়া নড়াইল২ আসনটি আম্লিগের ঘাটি তাই এলাকার উন্নয়নের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ম্যাশ।

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: দেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপট বা অতীত ইতিহাস সম্পর্কে যাদের মোটামুটি ধারণা আছে তাদের প্রত্যেকেরই খুশি হওয়ার কথা।।

ম্যাশের জন্য শুভকামনা ।

৭| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

বাকপ্রবাস বলেছেন: ২০০ ভাগ দ্বিমত পোষণ করছি। চরম দলীয় স্বৈরতন্ত্রের পালে হাওয়া দেয়া আর গণমানুষের রাজনীতি এক বিষয় নয়। স্বতন্ত্র হতে পারতো। মাশরাফি নৌকায় বলে বলছিনা, ধানে হলেও আমার একই মত। ওনি গণ মানুষের ভালবাসা বিক্রি করে দিয়েছেন। ওনি নিজের মূল্যটা বুঝতে ভুল করেছেন। নিজেকে সংক্ষিপ্ত করেছেন। আপনার মতের সাথে সহমত হবার বিন্দু পরিমাণ যুক্তি পাচ্ছিনা।

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভাইজান, ম্যাশ একজন মানুষ। তাঁর ভালোলাগা মন্দ লাগা, পছন্দের দল থাকতেই পারে। এটা আমাদের মাথায় রাখতে হবে।

আওয়ামীলীগের একটি আসন একজন ভালো মানুষ পেয়েছে, এটাই তো অনেক। আ.লীগ থেকে আ.লীগকে সংস্কার করতে হবে। বাইরে থেকে সেটা সম্ভব না।

৮| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

মাহমুদুর রহমান বলেছেন: এটা একান্ত তার ব্যাক্তিগত ইচ্ছা যদিও তারপরও রাজনীতিতে প্রবেশ করে তিনি অনেক মানুষের হৃদয় জয় করেছেন,করেছেন অনেকের স্বপ্ন ভাংচুর,হারালেন ২.৫ তৃতীয়াংশ ভালোবাসা।

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

জুনায়েদ বি রাহমান বলেছেন: সহমত। আর সবাইকে খুশি রাখতে চাইলে রাজনীতি করা হবে না।

মাশরাফির মতো মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন।

৯| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

বাকপ্রবাস বলেছেন: লেখক বলেছেন: ভাইজান, ম্যাশ একজন মানুষ। তাঁর ভালোলাগা মন্দ লাগা, পছন্দের দল থাকতেই পারে। এটা আমাদের মাথায় রাখতে হবে।

আওয়ামীলীগের একটি আসন একজন ভালো মানুষ পেয়েছে, এটাই তো অনেক। আ.লীগ থেকে আ.লীগকে সংস্কার করতে হবে। বাইরে থেকে সেটা সম্ভব না।


আপনার শিরোনাম সার্বজনীন কিন্তু লেখা ও মাশরাফির কাজটা এক পাক্ষিক। সব মিলে আপনাদেরকে স্বৈরাচারিয় স্বাগতম জানাতেই হয়।
এখানে দলমুত নির্বিশিষে খুশি হবার কিছুই নাই, হতাশ হবার অনেক উপাদান আছে।

১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভাইজান, বক্তব্য আওয়ামীলীগের পক্ষে গেলেই আওয়ামীলীগ, বিএনপির পক্ষে গেলে বিএনপি; - এই সস্তা সুত্র থেকে আমাদের বেরুনোর চেস্টা করা উচিত।

১০| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

বাকপ্রবাস বলেছেন: সরি, দলমত এর জায়গায় দলমুত হয়ে গেছে।

১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম। বুঝেছি।
আন্তরিক ধন্যবাদ।

১১| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

হোসেন শামীম বলেছেন: সুস্থ মানুষ অসুস্থ হতে বেশী সময় লাগে না

১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: সহমত।

১২| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

ব্লগার_প্রান্ত বলেছেন: :|

১৩| ১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

নতুন বলেছেন: আমাদের প্রত্যেকের উচিত দলমত নির্বিশেষে মাশরাফিকে স্বাগত জানানো। আওয়ামীলীগ বা এন্টি আওয়ামীলীগে মাশরাফির মতো সুস্থ চিন্তাচেতনার দেশপ্রেমিক মানুষদের সংখ্যা যতো বাড়বে, নোংরা রাজনীতি ততো কমবে। অন্ধ রাজনীতির কালো থাবা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সুতরাং, বিষয়টি আমাদের ইতিবাচকভাবে নেওয়া উচিত।

এই জিনিসটা বাড়ানো দরকার। তবে নোংরা রাজনিতি কমবে।

১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ নতুন ভাই।

১৪| ১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

শাহিন-৯৯ বলেছেন:



এখন মুশফিক যদি বিএনপির নমিনেশন নেয় আপনি কি একইভাবে তাকে স্বাগত জানাবেন।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: নিশ্চয়ই জানাবো।

১৫| ১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

রাকিব আর পি এম সি বলেছেন: একটি জাতীয় দলের অধিনায়ক, বিশ্বকাপের মাত্র কয়েকমাস অাগে রাজনীতির সাথে যুক্ত হলো, বিষয়টা মোটেও গ্রহণযোগ্য নয়। তিনি নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রচারণা চালাবেন নাকি বিশ্বকাপের প্রস্তুতি নিবেন! অার যদি এমপি হয়েও যান, তখন নিজ নির্বাচনী এলাকায় দায়িত্ব ঠিকমত পালন করবেন নাকি জাতীয় দলের দায়িত্ব! তার যদি রাজনীতির প্রতি অাগ্রহই থেকে থাকে, তিনি তো বিশ্বকাপ শেষে অবসর নিয়ে একটা বড়সড় অায়োজনের মাধ্যমে অাওয়ামী লীগে যোগ দিতে পারতেন! তার এই সিদ্ধান্ত অন্য খেলোয়াড়দের দিকভ্রান্ত করতে পারে, বিশেষ করে তরুনদের।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: খেলোয়াড়দের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে বিসিবির কোনপ্রকার রোল আছে কি না জানা নেই। না থাকলে, জাতীয়দলের স্বার্থে অবশ্যই রোল করা উচিত।

ক্রিকেট এবং রাজনীতি নিয়ে মাশরাফিকে নিজের অবস্থান আরো পরিস্কার করা উচিত। বলা উচিত, কবে নাগাদ জাতীয় দল থেকে অবসরে যাচ্ছেন।

১৬| ১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

ঢাবিয়ান বলেছেন: দেশের উন্নয়ন করার জন্য কি মাশরাফি আওয়ামিলীগের মনোয়নপত্র কিনেছেন? একজন বাংলাদেশী হয়ে আপনি এটা বিশ্বাস করেন এটা কোনভাবেই ভাবতে পারছি না।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: কেনো? ব্যক্তি মাশরাফি কি খারাপ? সে নিশ্চয়ই চুরি, ডাকাতি করার জন্য নির্বাচনে অংশ নিচ্ছে না।

যেহেতু রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করে সেহেতু দেশের জন্য কাজ করার সেরা উপায় রাজনীতিতে অংশগ্রহণ করা।

১৭| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: মানুষ এমনই অন্ধ, এমনই নিকৃষ্ট যে, নিজের বেলা আর পরের বেলা দু রকম চোখ নিয়ে দেখে ।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম।

১৮| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি যেভাবে সরলীকরণ করলেন ততটা সরল তো আমাদের রাজনীতি নয়। মনে আছে ড. ইউনুসের মত মানুষ রাজনীতি করতে এসে কী রকম অপমানিত হয়েছিলেন? তার এক ইচ্ছাতেই তিনি একটা গ্রুপের কাছে ঘৃণিত ব্যক্তি হয়ে গেলেন। মাশরাফির কারণে একটা আসনে সৎ লোক আসবে এটা কোন যুক্তি হতে পারে না। বরং, মাশরাফির কারণে একটা অবৈধ দল, জোর করে ক্ষমতায় থাকা একটা দল বৈধতা পাবে। মাশরাফিকে এখন আওয়ামী লীগ, ছাত্রলীগের সব অপকর্মের সারথী হতে হবে...
সবচেয়ে বড় কথা, জাতীয় দলের বর্তমান অধিনায়ক কেন একটা দলের কাছে বিক্রি হবেন?

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: মাশরাফি বিক্রি হয়ে গেছে বলাটা ঠিক হবে না। সে আওয়ামীলীগের আদর্শে বিশ্বাসী তার প্রমাণ আগেও পাওয়া গেছে। তবে রাজনীতি আর খেলাধুলা একসাথে না করাই ভালো।

ইউসুন রাজনীতিতে এসে বিতর্কিত হয়েছেন, মাশরাফি ও হচ্ছেন। আমাদের আওয়ামী বিম্পি'র সমর্থক গুষ্ঠির এইসব হীনমন্যতা থেকে বেরিয়ে আসা উচিত। না হলে, আওয়ামীলীগ বিএনপিতে সংস্কার আসবে না।

১৯| ১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রিয়দল হিরো আলমকে মূল্যায়ন না করায় বড্ড ব্যথিত হয়েছি |-) /:) :(

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: :)

২০| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১০

নীল আকাশ বলেছেন: আপনার সাথে আমি একমত পোষন করতে পারছি না, দু:খিত। উনি রানিং বাসে উঠতে চাচ্ছেন কেন? উনার যদি দেশ সেবার এতই খায়েস থেকে তাহলে পৃথক একটা দল বা একক ভাবে নির্বাচন করুক। নিজের উপর আস্থা নেই কেন? নৌকায় উঠে কেন পাশ করতে হবে? জনগন কে উনি কি বিশ্বাস করতে পারছেন না যে, উনি একক ভাবে দাড়ালে উনাকে কেউ ভোট দিয়ে পাশ করিয়ে দেবে.....এত বড় বড় আবেগ মাখানো ডায়ালগ দিয়ে তো ফেসবুক ভরিয়ে ফেলতো? হাজার হাজার লাইক আর শেয়ার হতো, এখন দেখা যাবে গায়ে ছিল পড়ার পর, জনগন উনাকে কিভাবে দেখে? ভুলে যাবেন না, বর্তমান সরকার কিভাবে নির্বাচন করে জিততে চাচ্ছে........দেশের মানুষ অন্ধ বা বেকুব নয়, যেভাবে মিডিয়া বলে সেটা আসলে দেশের অবস্থা নয়।

ফুটবল মাঠে সবাই তো গোলকীপার ছাড়াই গোল দিতে চায়, এর আর দোষ কি? আর লীগের তো ফ্রি ফ্রি এড হয়ে গেল। Win win for both পার্টি। ;) মাগনা বিলবোর্ড পেলে কে ছাড়ে..........

মাশরাফি তো ২০১৩ সালে গণজাগরণ মঞ্চেও গিয়েছিল, সেদিনতো আপনার বোঝা উচিত ছিল মাশরাফির পছন্দের মতাদর্শ কোনটি, প্রত্যেক মানুষের একটা নিজস্ব পছন্দ অপছন্দ আছে।

সে রাজনৈতিক পছন্দ থেকেই এখানে দাড়িয়েছে, এটাকে ভূল করার কোন কারন নেই!

শুভ কামনা রইল!

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: মাশরাফি নতুন দল করে আরো কয়েকবছর পরে রাজনীতিতে যেতে পারতো। সেটা অবশ্যই তার জন্য বেটার ছিলো। সে অতটা বড় পরিসরে ভাবতে চাচ্ছে না। আর আমাদের অন্ধ দলপ্রেমি কর্মী সমর্থকদের দেশে নতুন দল করে সাফল্য পাওয়ার সম্ভাবনাও খুব একটা নেই।

আর এমনিতেই মাশরাফি গোল মিস হওয়ার সম্ভাবনা নেই। স্বতন্ত্র, আ.লীগ, বিএনপি যেকোনো জায়গা থেকে সে নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখে।

তার পছন্দের আদর্শ আওয়ামীলীগ হলে আমাদের ত খুশি হওয়ার কথা। আওয়ামীলীগে একজন ভালো মানুষ এড হচ্ছে।

২১| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১১

মোস্তফা সোহেল বলেছেন: মাশরাফিকে এদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই :D
মাশরাফির পাশে এতদিন শুধু ভাল মানুষেরা ছিল এখন থেকে তার পাশে চোর-বাটপার আর চামচাগিরিদের পাওয়া যাবে।

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: স্বাভাবিক! মাশরাফি জেনে বুঝেই সিদ্ধান্ত নিয়েছে। দেখা যাক-

২২| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

ওসেল মাহমুদ বলেছেন: গণতন্ত্রের ইতিহাসে আওয়ামীলীগ একটি স্বনামধন্য দল ! তবে এ দলে কিছু খারাপ লোক ঢুকে পড়েছে আর দলটির আর গণতন্ত্রের বারোটা বাজিয়েছে ! লেখকের সাথে একমত : আওয়ামীলীগের একটি আসন একজন ভালো মানুষ পেয়েছে, এটাই তো অনেক। আ.লীগে থেকেই আ.লীগকে সংস্কার করতে হবে। বাইরে থেকে সেটা সম্ভব না।
তবে ম্যাশ যেন পরে বদলে না যায় দলের সেই খারাপদের খপ্পরে পড়ে ,ভবিষ্যতে সেটাই দেখবার বিষয় ! শুভকামনা !

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমার মনে হয় না ম্যাশ বদলাবে। হ্যা, দলের চোর-ডাকাতদের চরিত্রের প্রভাব তার ওপরও কিছুটা পড়বে; তার মহৎ গুনাবলি চোর ডাকাতদের ওপরও সংক্রামিত হবে।
শুভকামনা ম্যাশের জন্য। সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

২৩| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এত তাড়াতাড়ি মাশরাফির রাজনীতিতে আসাটা পছন্দ হল না। সে যতই ক্লিন ইমেজের অধিকারী হোক না কেন, রাজনীতিতে যোগ দেয়া মানেই করাপ্টেড হওয়ার পথে প্রাথমিক পদক্ষেপ নেয়া। আমি বলছি না যে ম্যাশ করাপ্টেড হবেই, তবে পার্টি বা দলের একটা চাপ তো তার ওপর সবসময়ই থাকবে। সে চাইলেও নিজেকে ক্লিন রাখতে পারবে কিনা তাতে আমার সন্দেহ আছে। সবচেয়ে বড় কথা, তার খেলার ওপর প্রভাব পড়বে। তারপরও তার জন্য শুভকামনা রইল। আশা করি সে আর দশজন করাপ্টেড পলিটিশিয়ানের গন্ডি থেকে মুক্ত থেকে দেশ ও জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত করবে!

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার বক্তব্যের সাথে সহমত। দলের (আওয়ামীলীগের) পারফরমেন্স তার ইমেজেও পড়বে। আওয়ামীলীগে গাজাখোর রাজনীতিবিদদের সংখ্যা খুব বেড়েছে।

মাশরাফির যোগদান আমাকে আশা দেখাচ্ছে। আশাকরি দলটি আস্তে আস্তে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরবে।

২৪| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:
সবাই রাজনীতিতে চোর চোট্টাদের দেখতে অভ্যস্ত,
এখন আমাদের ভালো কেউ নির্বাচনে দাড়াঁবে শুনলেই শুশীলিও গাজালা শুরু হয়ে যায়।
ভাল হোক মন্দ হোক দেশ চালায় ও চালাবে রাজনিতিকরা। এটাই সত্য। ভাল মানুষ রাজনীতিতে আসলে তো দেশেরই মঙ্গল।

মাশরাফি সঠিক স্থানেই গেছে। হুটকরেও আসে নি।
অনেক আগ থেকেই তার আসা নিয়ে সামাজিক মাধ্যমে এমনকি এই ব্লগেই আলোচিত হচ্ছিল,

এলাকার সবাই জানতো সে আসবে নির্বাচনে ।
সে দির্ঘদিন এলাকায় জনসংযোগ করে গেছে। মুক্তিযুদ্ধ পক্ষ তথা আওয়ামীলীগের পক্ষে।
এলাকার প্রায় সবাইকে পার্সন টু পার্সন চেনে। সে স্পষ্টভাবেই মুক্তিযুদ্ধ পক্ষের বলে প্রমানিত হয়েছে।
যুদ্ধাপরাধীদের শাস্তির ব্যাপারেও তার সমর্থন ছিল।
দলছুট আদর্শবিহীন দলে না যেয়ে সে সঠিক দলে স্থান বেছে নিয়েছে।

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভাল হোক মন্দ হোক দেশ চালায় ও চালাবে রাজনিতিকরা। এটাই সত্য। ভাল মানুষ রাজনীতিতে আসলে তো দেশেরই মঙ্গল। – সুন্দর বলেছেন।

মাশরাফি বা ভালোভালো মানুষ আওয়ামীলীগ বা বিম্পিতে যোগ দিলে আমার তো খুশি হওয়ার কথা।

২৫| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

নীল আকাশ বলেছেন: তার পছন্দের আদর্শ আওয়ামীলীগ হলে আমাদের ত খুশি হওয়ার কথা। আওয়ামীলীগে একজন ভালো মানুষ এড হচ্ছে। - পুরো দল টাই নষ্ট হয়ে গেছে, একজন লোক ধুকলে / বের হলে এখানে কিছুই হবে, মাঝখান থেকে উনি উনার ইমেজ টা ১০০% নষ্ট করবেন।
আপনি আমার কথা ভূল অর্থ করেছেন। উনি ১০০ ভাগের মধ্যে প্রায় ৫০ ভাগের উপর ভোট নিজের পায়ে কুড়াল মেরে নষ্ট করেছেন। ভুলে যাবেন না, দিন শেষে জনগন যখন নৌকায় ভোট দিবে কি দিবে না ভাববে, তখন উনি একজন পার্টির ক্যানডিডেট হয়ে যাবেন...আলাদা সিমপ্যাথ আর পাবেন না.......
এটাই রাজনীতি এবং উনি নষ্ট দলে ঢুকে নিজেকে নষ্ট করছেন.........

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ @নীল আকাশ ভাই। আপনার ভাবনা বাস্তবিক। আমি আপনার পয়েন্ট বুঝতে পেরেছি।

আওয়ামীলীগ পুরাপুরি নষ্টদের দলে পরিণত হয়েছে- এটা সত্য। তাই বলে কি এই নস্ট দলটা সারাজীবন নষ্ট থাকবে?

নষ্টদের দলে ভালো মানুষ যোগ দিলে নষ্টাদেরও ভালো হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে। তাই নয় কি?

২৬| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:

পোস্টে লাইক।

জুনায়েদ ভাই লিখলে যে আমার আর পোস্ট দিতে হয় না, সেটা বলাই বাহুল্য। ;)

@নতুন বৈশাখী

সহমত।




বিরোধীতাকারীদের জন্য করুণা, যারে দেখতে নারি তার চলন বাঁকা।

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ নিজু ভাই।

২৭| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: নতুন রাজনীতিবিদের জন্য শুভকামনা।

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

জুনায়েদ বি রাহমান বলেছেন: নতুনরা নির্বাচিত হলে প্রচলিত নোংরা রাজনীতিতে কিছুটা হলেও পরিবর্তন আসবে।

২৮| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

মায়াবী ঘাতক বলেছেন: ভাই আপনাদের ভালবাসা এতো ঠুনকো কেন? যে মানুষটা ১৭ বছর পায়ে ৭/৮ বার চোট নিয়েও দেশের জন্য খেলে গেল সেই যখনই একটু নিজের জন্য চিন্তা করতে শুরু করল ওমনি আপনারা তার প্রতি তীব্র ঘৃণার তীর ছোড়া শুরু করলেন?? বিশ্বকাপের পর এমনিতেই তাকে অবসর নিতে হবে না হয় বাধ্য করা হবে যেমনটা করা হয়েছিল টি২০। তে। আমরা বাঙালি বড্ড হিপোক্রেট।আমাদের কৃতজ্ঞতাবোধ নেই এতটুকু! যাকে কাল অবধি মাথায় তুলে নাচলাম আজ তাকে ঘৃণা করি!
পোস্টে+

১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: আসলে এযুগের বাঙ্গালী অতীতকে খুব একটা মূল্যায়ন করে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.