নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

ছোটগল্পঃ মুখোশ

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৯

১.
রাতের দ্বিপ্রহর। মজনু হাটছে- ধীরস্থির, স্বাভাবিক গতিতে। গন্তব্য বিরাবাজার। তার হাটাচলার ভঙ্গি দেখলে কেউ কল্পনাও করতে পারবে না, সে মাত্র একটা তরতাজা মানুষ খুন করে জলে ভাসিয়ে ফিরছে। আঙ্গুলের ফাকে জ্বলন্ত সিগারেট, কানে মোবাইল- আশপাশ থেকে ফিসফাস, হ্যা, না, উ, আ... শুনা যাচ্ছে। যেনো কোনো প্রেমিক তার প্রেমিকার সাথে কথা বলতে বলতে হাটছে.....
বাতাসে শীতের আমেজ। আইয়ুব আলীর টং দোকানে মুরব্বী গোছের দু'চারজল লোক বসে চা খেতে খেতে গল্প করছে। প্রসঙ্গঃ ইউনিয়ন নির্বাচন।
''আমরার মেম্বার ইবার মেলা ভোটে চেয়ারম্যান অইবা। তিন গ্রাম'র মানুষে তানরে মানে। আর বড়কথা অইলো- ইবার আমরার চেয়ারম্যান সা'বে নির্বাচন করতা না খইরা। চেয়ারম্যানে নির্বাচন না করলে ত ফারুক মেম্বার'উ ফাইনাল- কইলাম। লেখিয়া রাখো।''
আইয়ুব আলীর কথায় উপস্থিত সবাই সহমত প্রকাশ করলো। কয়েক সেকেন্ড পর ডানপাশের একজন, "আমরার বর্তমান চেয়ারম্যান গনু মিয়া ও মানুষ ভালা রেবা। বেটায় গাউত (গ্রামে) বহুত উন্নয়ন করছইন।" আইয়ুব আলীসহ অন্যান্যরা এবারও সহমত প্রাকাশ করলো।

মোবাইলে কথা বলতে বলতে চা' শেষ করে ৮-১০ হাত দূর থেকে হাত উচিয়ে মজনু বললো, 'আয়ুব ভাই লিখিয়া রাখিও নে, পরে নিবায়।' আইয়ুব আলী বিরক্ত হয়ে বললো, তোমরার জ্বালায় ব্যবসা বাদ দিলাইমু বলে ঝাড়ি দিতে দিতে বললেন কাপ ওটা দিয়া যা তে। মজনু বরাবরের মতো আইয়ুব আলীর কথায় কর্ণপাত না করে বাসার পথে হাটতে লাগলো। আইয়ুব আলীর মতো মানুষদের কথাটথা সে খুবএকটা কানে তুলে না। এসব মানুষদের কথার চাইতে মুন্নি, শিলা,মিলার বা রাতের রজনীগন্ধাদের ফাও-কথার মূল্য তার কাছে অনেক বেশি।
মধ্যরাত। মজনু কথা বলছে: ফিসফিস, হা, উ, না..... রাত বাড়ছে। বাড়ছে তরতাজা একজন মানুষ খুনের সাক্ষী হওয়া দুঃখী, নিস্তব্ধ রাত।

২.
পুবের আকাশ জয় করে রোদ এখন মাথার উপরে। ঘাসের ডগায় কুয়াশা নেই, বাতাসে নেই শীতের আমেজ। তবুও অনেকের শরীর ভয়ে হুহু করে কাপছে।
ষাটমা গাঙ্গের জলস্রোত যেখানে শান্ত হয়েছে, তার ২ কি.মি পূর্বে, কিরিমনের সরিষাখেতের মাঠে- নরেশনগর থানার গাড়িতে পড়ে আছে ফারুক মেম্বারের লাশ! লাশের গাড়ি ঘিরে উৎসুক মানুষের ভীড়। দায়িত্বশীল পুলিশের একজন সদস্য নোটবুকে উপস্তিত দু'চারজনের স্বাক্ষরসহ কিছু বক্তব্য নোট করছেন।
ভোরে বাগমারার মাঠে লাশ ভেসে থাকতে যে দেখেছে তার নাম মতিন। মতিন মহকুন্দা গ্রামের কৃষক। লাশ ভেসে থাকতে দেখে হাক-ডাকে মানুষ জড়ো করেছে মতিন। তারপর....

ফারুক মেম্বারের ফ্যামিলির সদস্যারা হাউমাউ করে কাদছে। গনু চেয়ারম্যান কাঁদো কাঁদো চোখে তাদের শান্তনা দিচ্ছেন। দূর থেকে দৃশ্যটা মুখস্ত করার চেস্টা করছে মজনু। একজন প্রফেশনাল, সফল সিরিয়াল কিলার হতে হলে এক্টিং শেখাটা যে অনেক অনেক ইম্পর্টেন্ট!

(ক্রমশঃ)



মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১:২০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একজন প্রফেশনাল, সফল সিরিয়াল কিলার হতে হলে
এক্টিং শেখাটা যে অনেক অনেক ইম্পর্টেন্ট!

.......................................................................
জীবন যাপনের ক্ষেত্রে আরও কিছু শিখতে হবে ।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: শেখার শেষ বলে কিছু নেই।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৪৪

চাঁদগাজী বলেছেন:


"বাগমারা", রাজশাহী, যশোরের দিকে হবে বোধ হয়; ওদিকের মানুষ ভয়ানক।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫২

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমাদের ওদিকেও একটা আছে। ওখানকার মানুষও ভয়ংকর।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫৮

সৈয়দ তাজুল বলেছেন: আহ! জানা নেই কী হবে! মানুষের কথাবার্তায় বুঝা যাচ্ছে ভদ্রলোক ভাল ছিলেন। দেখা যাক কেন হত্যা করা হল!

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম। অপেক্ষা করুন।

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

আখেনাটেন বলেছেন: ভালো লিখেছেন। সমাজ ব্যবস্থার একটি অামূল পরিবর্তন দরকার।


বিরাবাজারটি কোথায়?


২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: জ্বী ভাই, সমাজব্যবস্থার পরিবর্তন অপরিহার্য।

বিরাবাজার আমাদের মৌলভীবাজারের ওদিকে- ছোট্ট একটা বাজার।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

রাজীব নুর বলেছেন: মতিন, ফারুক মেম্বার, গনু মিয়া, আইয়ুব আর মজনু।
খুব অল্প সময়ে অনেক চরিত্রের আগমন।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০০

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমি গল্প কবিতা বড় করতে পারি না। শর্টকাটে শেষ করার চেস্টা করি।

ধন্যবাদ।

৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

হাবিব বলেছেন: ভালো লিখেছেন................

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০১

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ।

৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২০

অপু দ্যা গ্রেট বলেছেন:





আমরা সবাই তো অভিনয় করি । তবে যে বিষয় তুলে এনেছেন সেটা এখানকার জন্য বাস্তব ।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা, আমরা সবাই'ই অভিনেতা- অভিনেত্রী।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাস্তব চিত্র। ভালো হয়েছে।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ।

৯| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৩

ফেইরি টেলার বলেছেন: এদের হাতে দেশ আজ জিম্মি । পুলিশ, পলিটিকাল লিডার , রাষ্ট্রযন্ত্রের ছত্রছায়ায় টিকে থাকে যুগের পর যুগ

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক বলেছেন।

আন্তরিক ধন্যবাদ।

১০| ২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

অপু তানভীর বলেছেন: চমৎকার !

২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

মাহের ইসলাম বলেছেন: এত তাড়াতাড়ি শেষ করে দিলেন !!
পরের কাহিনি জানার অপেক্ষায় রইলাম।

ভালো লাগল, শুভ কামনা রইল।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ। আমি টেনেটুনেও লম্বা করতে পারি না।

পরের কাহিনী, নির্বাচনের পরে।

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

কালীদাস বলেছেন: ভাল লিখেছেন তো! মোটিভটা খানিকটা গনু চেয়ারম্যানের দিকেই যায়, ঠিক কিনা?
বাইদ্যাওয়ে, ক্রমশ টা কি দরকার ছিল ছোটগল্পে?!
চালিয়ে যান :)

০২ রা আগস্ট, ২০১৯ ভোর ৪:০৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: কালীদাস বলেছেন: ভাল লিখেছেন তো! মোটিভটা খানিকটা গনু চেয়ারম্যানের দিকেই যায়, ঠিক কিনা? - আপনি ঠিক ধরেছেন।
বাইদ্যাওয়ে, ক্রমশ টা কি দরকার ছিল ছোটগল্পে?!
চালিয়ে যান :)
আসলে এই চরিত্রগুলোর মাধ্যমে, কাহিনীর ধারাবাহিতা রেখে আরো কয়েকটা ছোটগল্প লিখবার ইচ্ছে ছিলো। তাই....]

মন্তব্যটা খেয়াল করিনি। তাই প্রতিমন্তব্য দিতে দেরী হয়ে গেলো। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.