নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকে আমি- www.facebook.com/jupitermuhaimin

জুপিটার মুহাইমিন

একদিন কথা হবে, মনখুলে..।

জুপিটার মুহাইমিন › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ

১০ ই জুলাই, ২০১৫ রাত ১:২০

ফাইট ক্লাব (Fifgt club)



১৯৯৯ সালে সবচেয়ে আলোচিত এবং বিতর্ক হয় এই ছবিটিকে নিয়ে। Fight Club মুভিটি মুক্তি পাওয়ার পর নির্মাতা প্রযোজকদের কারোই পছন্দ হল না। বক্স অফিসে আশানুরুপ সাফল্য থেকে বঞ্চিত হয়। সমালোচকদের মধ্যেও চলে মিশ্র প্রতিক্রিয়া।

...... অথচ এই ছবিটাকেই ২০০৮ সালে ব্রিটিশ চলচ্চিত্র সাময়িকী এম্পেরর তাদের সর্বকালের সেরা ৫০০ মুভির মধ্যে দশ নাম্বারে স্থান পেয়েছে।
কি অবাক লাগছে? লাগারই কথা।

Fight Club মুভিটি তৈরী করা হয়েছিল ১৯৯৬ সালে প্রকাশিত চাক পালেকিনের Fight Club নামের উপন্যাস থেকে। পরিচালনা করেছেন ডেভিড ফিঞ্চার। অভিনয়ে ছিলেন, ব্রাড পিট, এডওয়ার্ড নর্টন এবং হেলেনা বোনহ্যাম কার্টার।
এটা আসলে একটা সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। মূল চরিত্র এডওয়ার্ড নর্টন একজন ইনসোমনীয়া রোগী। ইনসোমনীয়া থেকে মুক্তি লাভ এবং মানসিক উন্নতি সাধনের জন্য ডাক্তাদের পরামর্শে বিভিন্ন সাপোর্ট গ্রুপে জয়েন করে। সেখানে মার্লা নামের এক রোগীর সাথে তার পরিচয় হয়।



একদিন টাইলার ডার্ডনের (ব্রাট পিট) সাথে এক ফ্লাইটে নর্টনের পরিচয় হয়। পরিচিত হবার পর থেকে ধীরে ধীরে নর্টনের জীবন পাল্টে যেতে থাকে। ডার্ডন ও নর্টন মিলে একটা ফাইট ক্লাব গঠন করে। এই ফাইট ক্লাবের কারনে শহরের অবস্থাও পাল্টে যেতে থাকে।

দূর্বলরা, যারা ফাইট ক্লাবের সদস্য তারাও ধীরে ধীরে সাহসিকতার পরিচয় রেখে চলছে। কেউ কেউ ইচ্ছা করেই গোলমাল সৃষ্টি করছে।
অসাধারন একটা মুভি। ছবির লাস্ট পর্যন্ত না দেখলে আসল মজা পাবেন না। প্রথম দিকে অসহ্য লাগতে পারে। একটু কষ্ট করে দেখা শুরু করলে আস্তে আস্তে এডজাস্ট হয়ে যাবেন। যেসব সিনেমাখোররা মুভিটা এখনও দেখেননি তারা দেখে ফেলবেন। আশা করি খারাপ লাগবে না... বরং আপনার দেখা সেরা সিনেমার স্থানটি দখল করে ফেলতে পারে।

এই পোষ্টটিতে মুভির রিভিউ দেয়ার চেষ্টা করা হয় নাই। একটা ভাল মানের মুভির সাথে পরিচয় করিয়ে দেয়ার চেষ্টা করেছি।

আজকে একটা মাত্র মুভি সম্পর্কেই বললাম। আগামী পোষ্টে চেষ্টা করব একাধিক মুভি নিয়ে আলোচনা করতে। ভাল থাকবেন।

ফেসবুকে আমি-
জুপিটার মুহাইমিন

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৫ ভোর ৪:২৭

ডেড ম্যান ওয়াকিং বলেছেন: ধন্যবাদ আপনাকে!

এই মুভির ডাউনলোড লিংকটা দিলে অনেক খুশি হতাম।

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০২

জুপিটার মুহাইমিন বলেছেন: :(

২| ১০ ই জুলাই, ২০১৫ ভোর ৪:৪২

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: আমার কাসে ভাল্লাগসে। কিন্তু এই মুভির হেটারের সংখ্যাও কম না। সিরিজটি চালিয়ে যান। ধন্যবাদ।

১০ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২০

জুপিটার মুহাইমিন বলেছেন: ধন্যবাদ!!!

৩| ১০ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১৮

সুমন কর বলেছেন: মাত্র ১টি দিলেন !!!

১০ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২২

জুপিটার মুহাইমিন বলেছেন: একাধিক মুভি বিষয়ে পোষ্ট দেয়ার ইচ্ছা ছিল। কিন্তু সময় এবং সুযোগের অভাবে সম্ভব হয় নি।।
ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য.।

৪| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর উপস্থাপন ! +++++++++++++

ছবিটা আংশিক দেখেছিলাম , ভাল লাগেনি । আপনার বর্ণনা পড়ে মনে হচ্ছে ভুল করেছি ---- :P

১১ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

জুপিটার মুহাইমিন বলেছেন: ধন্যবাদ.।

আশা করি সময় করে দেখে ফেলবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.