নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

সূরাহ আল-মা\'ঊন (ধ্বংস যাদের জন্য সব সময় অপেক্ষা করছে )

০৩ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৪


সূরাহ আল-মা'ঊন
আয়াতঃ ৭, রুকূঃ ১, মাক্কী
বিসমিল্লহির রাহমানের রাহিম!
অতি দয়ালু এবং পরম করুণাময় আল্লাহ্‌র নামে শুরু করছি ।


১। তুমি কি দেখেছ তাকে, যে পরকালকে মিথ্যাপ্রতিপন্ন করে?
২। সে তো ঐ ব্যক্তি, যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়।
৩।এবং সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ প্রদান করে না।
৪। সুতরাং ধ্বংস সেই সালাত আদায়কারীদের জন্যে,
৫। যারা তাদের সালাতে অমনোযোগী।
৬। যারা লোক দেখানোর জন্যে তা করে,
৭। এবং তারা প্রয়োজনীয় ছোটখাট জিনিস সাহায্য দানে বিরত থাকে।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু আমাদের সহজ পথে চলার তৌফিক দিক।

০৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:১০

ব্লগ মাস্টার বলেছেন: আমীন ।

২| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৮

সোহাগ তানভীর সাকিব বলেছেন: হে আল্লাহ! এতিমদের সাথে কখনও যেন খারাপ ব্যবহার না করি। আর সেই সব হতভাগা সালাত আদায়কারীদের দলভুক্ত আমাদের কোরো না-আমীন।

০৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:১১

ব্লগ মাস্টার বলেছেন: আমীন ।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫১

ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আল্লাহু আমাদের সহজ ও সঠিক পথে চলার তৌফিক দিক।

০৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:১১

ব্লগ মাস্টার বলেছেন: আমীন ।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ছুম্মা আমিন

০৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:১২

ব্লগ মাস্টার বলেছেন: আমীন ।
যুক্তিও আলা ভাই কেমন আছেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.