নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

ব্লগে যদি ব্লগার কাল্পনিক_ভালোবাসা র স্থানে চাঁদগাজী থাকতেন তাহলে যা করতেন

১৮ ই জুন, ২০১৮ রাত ১০:০০


মাঝে মাঝে আমার খুব টেনশন হয় ওই বুড়া লোকটার ওপরে,হ্যা আপনাদের অনুয় ঠিক আছে আমি ব্লগার চাঁদগাজী আঙ্কেলের কথাই বলছি! এমনেই চোখে সমস্যা তার ওপরে মনে হয় মাঝে মাঝে উনি বা উনার ব্লগে ব্লগারদের সাথে ব্যবহারে মনে হয় উনি ওনার চোখের সামনে বড় মোটা কাঠের চশমা লাগান । এই ব্লগ জরিপ করলে দেখা যাবে দেশের রাজনীতি সম্পকে সব থেকে বেশি বুঝেন চাঁদগাজী আঙ্কেল।আর কোনো ব্লগাররা রাজনীতি বিষয় তেমন জানেন
বুঝেননা। তার মধ্যে আবার পথে ঘাটে রেললাইন ও বন জঙ্গল জোড়ঝাপে মেয়ে মানুষ তার পিঁছু লেগেই আছে ।ওফু তার এত সমস্যা যা
বলে লিখে ব্লগ শেষ করা যাবেনা। মাঝে মাঝে ব্লগে দেখি কেউ একজন ব্লগার একটা গল্প বা কবিতা লিখছে আর সেটা তার ভালো লাগল
তাহলেই হয়েছে, ব্লগাররে ওমনেই জ্ঞান দিতে শুরু করেদেন। কেন এসব গল্প,কবিতা লেখেন ?এসব না লিখে দেশ সম্পর্কে লিখেন
দেশের রাজনীতি সম্পর্কে লিখেন। তার এসব কমেন্টে আমার মনে হয় উনি যদি ব্লগের অ্যাডমীন হইতেন মানে সাধারন ব্লগার না হয়ে
যদি ব্লগ অ্যাডমিন কাল্পনিক_ভালোবাসা র স্থানে চাঁদগাজী থাকতেন তাহলে কবিতা গল্প লেখা আর ধার্মিক লেখা ব্লগারদের লেখা প্লাস বাটনে চাপার পরিবর্তে মাইনেসে চেপে চেপে সব সেফ ব্লগারদের জেনারেল নয়ত ব্লক ওয়াসে পাঠিয়ে দিতেন।কেউ
যদি ব্লগার চাঁদগাজী আঙ্কেলের স্ত্রী মানে আঙ্কটির ফোন নাম্বার জানেন দয়া করে কমেন্ট বক্সে জানাবেন,দেখি তার এসব বিষয়
নিয়ে আঙ্কটির সাথে আলোচনা করে বা বিচার দিয়ে আঙ্কটির হাতে কিছু সাইজ দেয়া যায় কিনা। /:)

মন্তব্য ৭৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৮ রাত ১০:১৩

সনেট কবি বলেছেন: চাঁদগাজী আমার একজন প্রিয় ব্লগার। ফুলের সুবাস পেতে হলে কাঁটার আঘাততো সইতেই হবে। তিনি এডমিনের দায়িত্ব নেবেন না বলেই মনে হয়। কারণ তাঁর বয়স হয়েছে। তিনি ব্লগে অবসর সময় কাটান।

১৮ ই জুন, ২০১৮ রাত ১০:১৭

ব্লগ মাস্টার বলেছেন: ঠিক কইছেন তিনি ব্লগে অবসর সময় কাটান আর ব্লগারদের সাথে লড়াই করেন ।

২| ১৮ ই জুন, ২০১৮ রাত ১০:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: পড়লাম। যে যেমন দৃষ্টিতে দেখে আরকি । দেখা যাক শ্রদ্ধেয় কীভাবে দেখেন। তবে আমার মনে হচ্ছে আপনি বোধহয় রসিকতা করেই কয়েকটি স্থানে ইচ্ছা করে টাইপো করেছেন।

শুভ কামনা রইল।

১৮ ই জুন, ২০১৮ রাত ১০:১৯

ব্লগ মাস্টার বলেছেন: টাইপো না থাকলে ব্লগ জমে না। ঈদ মোবারক । বিশেষ করে ভাইরাপুর জন্য ওই টাইপো গুলো।

৩| ১৮ ই জুন, ২০১৮ রাত ১০:১৯

সনেট কবি বলেছেন: একটু আধটু লড়াই না হলে ব্লগ ঠিক জমেনা। বীর কখনো লড়াইকে ভয় পায় না।

১৮ ই জুন, ২০১৮ রাত ১০:২৩

ব্লগ মাস্টার বলেছেন: সেটাও ঠিক ।তবে অনেক ক্ষেত্রেই বেশি বীরত্ব ভালো নয়। তাতে অযথা ঝামেলা বাদে সুপ্রিয় সনেট আঙ্কেল।

৪| ১৮ ই জুন, ২০১৮ রাত ১০:২৯

সনেট কবি বলেছেন: ঝামেলা এড়িয়ে গেলেই হতো। তিনি আমাকে একদা কোরবানির ছাগল বলে ছিলেন। আমি সেটা ইতিবাচক দিক থেকে নিয়েছিলাম। এরপর তাঁর উৎসাহ আমার বেশ কাজে লেগেছে। আমি তাঁকে নিয়ে অনেক সনেট লিখে ছিলাম। আরো লিখার ইচ্ছা আছে। আপনাকে নিয়েও সনেট লিখেছি। আপনার মনে আছে কিনা কে জানে?

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩০

ব্লগ মাস্টার বলেছেন: ঠিক কইছেন আঙ্কেল ।

৫| ১৮ ই জুন, ২০১৮ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


সবাই ঈদ ও ফুটবল নিয়ে ব্যস্ত, আপনি কাজ খুঁজে পাচ্ছেন না?

ব্লগের এডমিনকে নিয়ে কিছু লেখা মানে বাঘের লেজ ধরে মশকারা করার প্রচেষ্টা!

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৫

ব্লগ মাস্টার বলেছেন: ফুটবলে আমাদের বাংলাদেশ এখনো প্রায় ১০০০ বছর পিছিয়ে আছে।যদি ১০০০ বছরের মধ্যে পৃথিবী ধ্বংশ না হয় তাহলে হয়ত
বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে।
ব্লগের মডুদের লিয়ে লেখলে বাঘের লেজ মানে ব্লগের মডুরা সবই বুঝি বাঘ মামা। ;)

৬| ১৮ ই জুন, ২০১৮ রাত ১১:০০

নীলপরি বলেছেন: যাই হোক উনি যে পপুলার লেখক একথা মানতেই হবে ।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৪

ব্লগ মাস্টার বলেছেন: পরি আপু উনি পপুলার লেখক তবে মেয়েদের সাথে ঝগড়ায়ও পপুলা :P

৭| ১৮ ই জুন, ২০১৮ রাত ১১:১২

পবন সরকার বলেছেন: হে হে হে আপনি দেখি বাঘের লেজ ধরে নাড়া দিছেন। উনার রান্না ঘরের ফোন নাম্বার পেতে হলে উনার দোস্ত নুরু ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে হবে। তবে চাঁদগাজী ভাই না থাকলে কিন্তু ব্লগ জমে না এটাও মনে রাইখেন। ধন্যবাদ

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৯

ব্লগ মাস্টার বলেছেন: ওই মিয়া আপনি উনার রান্না ঘরের খবর জানেন কেমনে ? নাহ! আপনি লোক ভালো না। B-)

৮| ১৯ শে জুন, ২০১৮ রাত ১২:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গাজী ভাই আমাদের ব্লগের হিরো! তাৎক্ষণিক প্রতিউত্তরে/সহ্য ক্ষমতায় সে বস!;) তবে বেশী হিরোগিরি দেখাতে গিয়ে ইদানিং তিনি ধরা খাচ্ছেন!:P

আর বাস্তব জীবনে মেয়েদের সাথে খালি কাইজা করছেন! হয়তো কোনদিন ধোলায় খেলেও খেতে পারেন! সবাই তো আর আমাদের মত নয়!!:P

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৩

ব্লগ মাস্টার বলেছেন: :P

৯| ১৯ শে জুন, ২০১৮ ভোর ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


আসলে, আমি কবিতা খুঐ ভালোবাসি; আমি অনেকটা চ্যালেন্জ দিয়ে বলতে পারবে যে, ব্লগে আমার চেয়ে কবিতারবেশী লাইন, হয়তো কোন ব্লগারের নেই।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৮

ব্লগ মাস্টার বলেছেন: তাই নাকি আঙ্কেল । তা যাইহোক সহজে আপনাকে ছাড়া যাচ্ছে না,আঙ্কটির ফোন নাম্বারটা দেন,যা বিচার দেয়ার তা আঙ্কটি
কাছেই দিবো,তখন বুঝবেননি মজা কত ধানে কত চাউল। /:)

১০| ১৯ শে জুন, ২০১৮ ভোর ৪:১৭

চাঁদগাজী বলেছেন:



ধর্ম নিয়ে লেখাগুলো আমি মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করি; কিন্তু ধর্ম নিয়ে যারা লেখেন, তারা প্রায়ই তাদের 'কমন সেন্স' খাটায় না; তখন আমি ২/১টা শব্দ কমেন্ট করতে বাধ্য হই; লেখা সঠিক হলে, আমি কিছু বলি না।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৪

ব্লগ মাস্টার বলেছেন: ফালতু প্যাচাল পাইরা আঙ্কেল পার পাইবেন না ।আঙ্কটির কাছে বিচার দিমুই এই কইয়া দিলাম। ;)

১১| ১৯ শে জুন, ২০১৮ ভোর ৫:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চাঁদগাজী স্যার এক জন শিক্ষিত মানুষ। এক জন মুক্তিযোদ্ধা। তার লেখা পড়লে চিন্তার খোরাক আসে।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:২০

ব্লগ মাস্টার বলেছেন: সাজ্জাদ ভাই এত চিন্তা কইরা আমরা কিছু করবার পারমু। এসব চিন্তার জন্য দেশে আমলা কামলারাইতো আছেন।হ্যাগো চেহারা
দেখার জন্যতো আর সরকারি বেতন দেয়া হয় না। /:)

১২| ১৯ শে জুন, ২০১৮ ভোর ৬:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:

এক প্রকার ভাল লাগলো লেখাটি।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:২২

ব্লগ মাস্টার বলেছেন: যাক একজন তবু আমার পক্ষে পেলাম।

১৩| ১৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৩২

তারেক_মাহমুদ বলেছেন: এটা আপনার নিজস্ব মত আমার মনে হয় চাঁদগাজী ভাই মডারেটর হলে নতুন ব্লগারদের সেফ হওয়ার জন্য কান্নাকাটি করতে হতো না খুব সহজেই সেফ হতো।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩১

ব্লগ মাস্টার বলেছেন: তাই বুঝি।আমার মনে হয় না।

১৪| ১৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৪

সিগন্যাস বলেছেন: হে হে =p~

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৯

ব্লগ মাস্টার বলেছেন: মুরব্বিদের নিয়ে এই ভাবে দন্ত কিলিয়ে হাসতে নেই তাতে দন্তে পোকা হয়:P

১৫| ১৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৬

কামরুননাহার কলি বলেছেন: “চাঁদগাজী” এই ব্যক্তিকে নিয়ে ব্লগের অনেকেই অনেক লেখা পোস্ট করছে, এই ক’মাস যাবত। কিন্তু কেনো সেটা জানিনা। আসলে পোস্ট গুলো কি তাকে অপমানসহকারে লিখছেন নাকি ভালোবেসে লিখছেন তা আমার মাথায় ঠেকছেনা। যদিও “চাঁদগাজী ” আঙ্কেলের সব পোস্ট আমার ভালো লাগেনা। বিশেষ করে রাজনীতি বিষয় পোস্টগুলো। অনেক সময় তিনি পক্ষে-বিপক্ষে কথা বলেন। আমার পক্ষে-বিপক্ষে কথা শুনতে ভালো লাগেনা। আমার ভালো লাগে একাধিকপক্ষের কথা শুনতে। কিন্তু এটা তার হয়তো ব্যক্তিগত ব্যপার। আর তার ব্যক্তিগত ব্যপারে নাগ না গলানোই ভালো।

কিন্তু সবাই তাকে নিয়ে এতো আলোচনা-সমালোচনা করছে কেনো এটা আমার মাথায় আসছে না!!!! যদি কোন হৃদয়বান ব্যক্তি বলতেন।

যদি কেউ অপমানসহকারে বলে বা পোস্ট করে তাহলে আমি মনে করি একজন বয়জ্যেষ্ঠ, সম্মানীতি মানুষের সাথে এই রকম ব্যবহার না করাই ভালো। আর যদি কেউ দুষ্টামি করে বলে থাকে তাহলে আমি বলবো এটাও উচিত না। কারণ তিনি একজন সিনিয়র।

যদি বলেন আমি কেনো তার হয়ে কথা বলছি? তাহলে আমি বলবো, মানুষ কখনো কারো হয়ে বা সহযোগি হয়ে কথা বলে না। কথা বলায় মানুষের বিবেক।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৩

ব্লগ মাস্টার বলেছেন: আপনি বেশ বুদ্ধিমতি :)

১৬| ১৯ শে জুন, ২০১৮ সকাল ১০:০৭

শায়মা বলেছেন: চাঁদগাজীভাইয়া মডারেটর হলে কি কি হত -

১। আমরা ২৪ ঘন্টা ব্লগে একজন অতন্দ্র প্রহরী মডারেটর পেতাম

২। ব্লগে প্রতি মিনিটে সবাই সেইফ হত

৩। কেউ কখনই জেনারেল বা ব্যান হতেন না

৪। কেউ কোনো উল্টা পাল্টা কিছু লিখলে ততোধিক উলটা পালটা বাক্যবাণে সেই ব্যক্তি ধরাশায়ী হইতো।

৫। চাঁদগাজীভাইয়ার বর্শা বাক্যবানে কিছু কিছু ব্লগার আত্মহত্যাও করতো আর তার জন্য দায়ী থাকতো ভাইয়া.... :)

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৭

ব্লগ মাস্টার বলেছেন: হু শুনলাম শায়মাপু এই ঈদে মোটা অংকের সালামি পাইছেন চাঁদগাজী আঙ্কেলের কাছ থেকে :)

১৭| ১৯ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: তিনি ব্লগ অভিজ্ঞতায় কাল্পনিক ভালোবাসার তুলনায় অনেক পিছিয়ে থাকলেও অনেক বেশি একটিভ। প্রতিদিন সময় করে পোস্ট নির্বাচনি পাতায় স্থান পেত। কাল্পনিক ভালোবাসা সেটি পারেন না। চাদগাজী সবাইকে কমেন্ট করেন। এটা তার প্লাস পয়েন্ট। রাজনীতিতে দলকানা এই যা। ব্লগে সবচেয়ে বেশি সময় দেন তিনি। এটা অতীব গুরুত্বপূর্ণ। তবে যে যায় লঙ্কায় সেই হয় রাবন। অন্যমনষ্ক শরৎ আমার বিবেচনায় শ্রেয়তর মডারেটর ছিলেন।কবিতা লিখতেন।বিতা বুঝতেন। কাল্পনিক ভালোবাসা তা কতটুকু বুঝেন আমার সংশয় আছে ।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৭

ব্লগ মাস্টার বলেছেন: তাই বলে এভাবে ডাইরেক একশেন। :P

১৮| ১৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: চাঁদগাজী সাহেবকে নিয়ে পোস্ট দিলে পোস্টে হিট যে বাড়ে এটা এখন মোটামুটি সবারই জানা। উনার লেভেলের চিন্তার সক্ষমতা বর্তমানে ব্লগে নেইই বলা যায়।

কা.ভা. নিজের জায়গায় যথেষ্ট পরিমানে যোগ্য। আর চাঁদগাজী মডারেটর হতে যাবেন কেনো ? আজব প্রস্তাবনা।

বাঙ্গালীর ভদ্রতা ও কমনসেন্স জিনিষটার যথেষ্ট অভাব সবখানেই দেখি ("বুড়োলোক" এই টার্ম ইস্যুতে বললাম) ।

২৩ শে জুন, ২০১৮ রাত ২:১৭

ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর কথা।

১৯| ১৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৮

টারজান০০০০৭ বলেছেন: খারাপ হইতো না ! ব্লগ আরো প্রাণবন্ত হইতো বোধহয় ! তবে আজাইরা উস্কানিমূলক পোস্টগুলারে উনি কি করিতেন কে জানে ! ব্লগের প্রাণ ফিরাইতে হইলে ব্লগারদের মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকা উচিত তেমনি স্পর্শকাতর বিষয় বিশেষ করিয়া ধর্মীয় বিষয়ে জিরো টলারেন্স থাকা উচিত। সামনে ব্লগিং আরো ঝুঁকিপূর্ণ হয় কিনা এই আশংকা জাগিতেছে ! মডারেশন প্যানেল আরো সক্রিয় হওয়া উচিত ! ব্লগের নিরাপত্তা ব্যাবস্থাও আরো সংহত করা উচিত ! যেন কেহ কোন ঝুঁকিপূর্ণ পোস্ট দিয়া ব্লগের ক্ষতি করিতে না পারে ! :(

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৬

ব্লগ মাস্টার বলেছেন: আপনার মুখের কথা আর মনের ভাবনা দুইটা দুই জিনিস।

২০| ১৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: শুধু একটাই কথা বলব-
চাঁদগাজী সামু ব্লগের প্রান।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৭

ব্লগ মাস্টার বলেছেন: হতে পারে আপনি ঠিক বলেছেন।

২১| ১৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৭

নতুন নকিব বলেছেন:



প্রায়শই দেখেছি, চাঁদগাজী ভাইয়ের নেগেটিভ মন্তব্য লেখক ব্লগারদের আত্মোন্নয়নে সাহায্য করে। তার খটমট টাইপের নিরস কিছু মন্তব্য লেখার মানোন্নয়নে মনযোগ বৃদ্ধির সুযোগ ঘটায় ব্লগারদের। তিনি ধন্যবাদার্হ।

২৩ শে জুন, ২০১৮ রাত ২:১৬

ব্লগ মাস্টার বলেছেন: কি বলছেন। তাহলেতো ভালো কথা।

২২| ১৯ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার এই পোস্ট না হয়েছে রম্য না হয়েছে কোন কিছু। ঈদের সময় এমন ম্যাড়ম্যাড়ে লেখা কি আমরা চেয়েছি? ব্লগার চাঁদগাজী আমার অন্যতম প্রিয় লেখক। উনার একটি গুন আছে। যে গুনটি অনেকের সহ্য হয় না। তা হচ্ছে উনার অসাধারন রসবোধ। উনার মত ব্লগার না থাকলে পিঠচাপড়াচাপড়ি টাইপ কমেন্টের জন্য বহু আগে আমাদের অনেকেই ডায়াবেটিস হতো। চাঁদগাজী ভাই মডারেটর হলে নিঃসন্দেহে আমার চেয়ে ভালো করতেন, তবে বিভিন্ন পোস্টে আমরা হয়ত তার তীর্যক বা রসাত্বক মন্তব্য থেকে কিছুটা বঞ্চিত হ্তাম। যতযাই বলেন না কেন, দায়িত্বের একটা প্রভাব আছে।


একটি বিষয় জানিয়ে রাখতে চাই, অনেকেই সমালোচনার নামে ব্যক্তি আক্রমন করেন। এই ব্যক্তি আক্রমন কোনভাবেই গ্রহনযোগ্য নয়।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৭

ব্লগ মাস্টার বলেছেন: আসসালামুয়ালাইকুম,ঈদ মোবারক।[একটি বিষয় জানিয়ে রাখতে চাই, অনেকেই সমালোচনার নামে ব্যক্তি আক্রমন করেন। এই ব্যক্তি আক্রমন কোনভাবেই গ্রহনযোগ্য নয়।/sb] সত্যি বলছি আমি কোনো ব্যক্তিমূলক আক্রমন চাঁদগাজী আঙ্কেলকে করিনি।
পোস্টটি যাষ্ট ফান কোয়ালিটি তবে পোস্টে প্রকাশ করিনি এটার কারন হল আগেই যদি বলে দেই যে এটা ফান তাহলে পোস্টের
মজাই নষ্ট হয়ে গেল তাই।

আমি অতন্ত দুঃখীত এই ঈদের ছুটিতে আপনাদের কাচা ঘুমের ভিতর ব্যঘাত ঘটানোর জন্য। |-)

২৩| ১৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪৩

আকবার বলেছেন: লেখকের লেখার মান বুঝতে ভাল বাস্তবধর্মী সমালোচক দরকার। সেই দিক দিয়ে চাঁদগাজী ভাইয়ের বিকল্প কমই দেখা যায়।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:১০

ব্লগ মাস্টার বলেছেন: আপনার কথা বিবেয্য।

২৪| ১৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৩

জাহিদ অনিক বলেছেন:

চাঁদগাজী সাহেবের একটা মারাত্মক সেন্স অফ হিউমার আছে, আমরা সেগুলো ধরতে পারি না অনেক সময়। ধরতে না পেরেই কষ্ট পাই। ওনার ব্লগিং স্টাইল আমার ভালো লাগে।

শায়মা আপু ও কাভা ভাইএর মন্তব্য ভালো লাগলো।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৯

ব্লগ মাস্টার বলেছেন: থ্যাঙ্কু অনিক ভাইয়া।

২৫| ১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ কাল্পনিক_ভালোবাসা -- কে বলছি আপনি তথা আপনার কেন আমাকে পোস্ট ব্লক করে রেখেছেন? যদি আমার ব্লক অবমুক্ত করা সম্ভব না হয় তা এখানেই বলেদিন। তাহলে আমি আর কোনদিন ব্লগে আসবোনা এবং আপনাদেরকেও জালাতন করবোনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৬

ব্লগ মাস্টার বলেছেন: ভাই আপনি উনাদের সাথে মেলে যোগাোগ করুন তাহলেইতো সমস্যা সমাধান হয়ে যায়।

২৬| ১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৮

তারেক ফাহিম বলেছেন: গাজী ভাই নিক দেখে মন্তব্য করেন না।
আমার প্রিয় ব্লগারের মাঝে একজন।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৪

ব্লগ মাস্টার বলেছেন: বাহ!

২৭| ১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মেইল করেছি কোন কাজ হয়না।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৯

ব্লগ মাস্টার বলেছেন: সময় হলে সব ঠিক হয়ে যাবে একটু ধৈয্য ধারণ করুন ।প্লীজ রগ করে ব্লগ ছেড়ে যাবেন না।

২৮| ১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:২২

কাছের-মানুষ বলেছেন: চাঁদগাজী সাহেব মুক্তিযোদ্ধা, আগে অস্ত্র ধরেছে আর এখন কলম ধরেছে।
একসময়য় হানাদার বাহিনীকে ধরাশায়ি করেছেন আর এখন সমালোচনারবানে অনেক ব্লগার তার হাতে কুংফু খেয়ে মুখ থুবরে পড়ছে !

তিনি কিছু কিছু লেখা ভাল লিখেন, তার কলমে বরকত দিন ওপরওয়ালা। তারমত দূর্বার যদ্ধা দরকার ব্লগে।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৪

ব্লগ মাস্টার বলেছেন: তবে আঙ্কেলে সেই খেলা ঘর থেকে খেলা শুরু করেছে আজঅবধি টিকে আছেন সেই জন্য তাকে গুরু মানতে পারেন।

২৯| ১৯ শে জুন, ২০১৮ রাত ৯:০০

সৈয়দ তাজুল বলেছেন: চাঁদগাজী ভাই আমার সব সময় প্রিয়।
যে আপনার ভুল ধরে দেয় সেই আপনার সবচেয়ে কাছের বন্ধু

বেশি কিছু কমু না! :)

২১ শে জুন, ২০১৮ রাত ১১:০৩

ব্লগ মাস্টার বলেছেন: =p~

৩০| ১৯ শে জুন, ২০১৮ রাত ৯:১০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: একটি কথা আছেনি উচিৎ বললে মূখ কাল হয়ে যায়। তাই সবার সয়না। তবে ব্লগে চাঁদগাজী একজনই।

২৬ শে জুন, ২০১৮ সকাল ১০:১১

ব্লগ মাস্টার বলেছেন: ভালো ।

৩১| ১৯ শে জুন, ২০১৮ রাত ১০:৪০

আল ইফরান বলেছেন: আপনার এই পোস্ট এখনো টিকে আছে ! B-))
আমি তো ভেবেছিলাম এতক্ষণে আপনার এই লেখা মডু ভাই কাবাব বানায়ে ফেলবে। :P
এনিওয়ে, চাঁদগাজী ভাই (যদিও বয়সে আমার বাবার সমান) এই ব্লগের নিউক্লিয়াসের মতন।
অমি পিয়াল, এ-টিম, আসিফ মহিউদ্দিন আর তাদের এন্টি-গ্রুপিং এর কারনে বাংলা ব্লগের যে ক্ষতি হয়েছে সেইটা সারানোর জন্য আমাদের এই ব্লগে চাঁদগাজীর মতন ফুল টাইম দশ জন ব্লগার প্রয়োজন।
উনি একাই যেভাবে ব্লগকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তা অত্যন্ত মূল্যবান।

২৬ শে জুন, ২০১৮ সকাল ১০:১৩

ব্লগ মাস্টার বলেছেন: আপনার ভাবনায় মরিচা ধরুক।

৩২| ১৯ শে জুন, ২০১৮ রাত ১১:০৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: শায়মা আপুর সাথে আমি একমতঃ শ্রদ্ধেয় চাঁদ্গাজী সাহেব এডমিন হলে-

১। আমরা ২৪ ঘন্টা ব্লগে একজন অতন্দ্র প্রহরী মডারেটর পেতাম

২। ব্লগে প্রতি মিনিটে সবাই সেইফ হত

৩। কেউ কখনই জেনারেল বা ব্যান হতেন না

৪। কেউ কোনো উল্টা পাল্টা কিছু লিখলে ততোধিক উলটা পালটা বাক্যবাণে সেই ব্যক্তি ধরাশায়ী হইতো।

৫। চাঁদগাজীভাইয়ার বর্শা বাক্যবানে কিছু কিছু ব্লগার আত্মহত্যাও করতো আর তার জন্য দায়ী থাকতো ভাইয়া.... :)

২৬ শে জুন, ২০১৮ সকাল ১০:১৪

ব্লগ মাস্টার বলেছেন: #:-S

৩৩| ১৯ শে জুন, ২০১৮ রাত ১১:৫৬

তার ছিড়া আমি বলেছেন: যে যাই বলুক, ব্লগে চাঁদগাজীর তুলনা হয় না। যদিও ধর্মীও বিষয়টা উনি কম বুঝেন আর উল্টা পাল্টা মন্তব্য করেন।

২৬ শে জুন, ২০১৮ সকাল ১০:১৫

ব্লগ মাস্টার বলেছেন: ঠিক ধরেছেন।

৩৪| ২০ শে জুন, ২০১৮ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


শায়মা বলেছেন, "৫। চাঁদগাজীভাইয়ার বর্শা বাক্যবানে কিছু কিছু ব্লগার আত্মহত্যাও করতো আর তার জন্য দায়ী থাকতো ভাইয়া.... "

-সেইজন্য কাল্পনিক ভালোবসা আমাকে এতবড় দায়িত্ব থেকে মুক্তি দিয়েছেন

২৬ শে জুন, ২০১৮ সকাল ১০:১০

ব্লগ মাস্টার বলেছেন: তখন কাঠ আর টিনের চশমা পড়বেন আপনি । ;)

৩৫| ২১ শে জুন, ২০১৮ রাত ১১:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটা কি লেখা না আর কিছু। /:)

২৩ শে জুন, ২০১৮ রাত ২:১৫

ব্লগ মাস্টার বলেছেন: অনেক কষ্টের লেখা।

৩৬| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:০১

জেন রসি বলেছেন: ভাবতেছি। আপনাকে মডুর দায়িত্ব দিলে কি হইতে পারে! ;)

২৬ শে জুন, ২০১৮ সকাল ১০:০৮

ব্লগ মাস্টার বলেছেন: উপরিজুপরি নিয়ম ভাঙার কারনে আপনাকে নজরে রাখা হলো। ;)

৩৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: B-)) B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.