নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো

২৩ শে জুন, ২০১৮ রাত ২:০৭


জীবনে বহু গান শুনেছি তবে এসব গান যেন বার বার শুনলেও তৃপ্ত মেটেনা।
আমি বুঝিনা আমি প্রেম হারানো হিট খেয়েছি বলে কি শুধু আমার একাই এসব
গান ভালো লাগে নাকি অন্য কারো কাছেও ভালো লাগে।কে জানে ?

একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো
এ জীবন তবু কিছু না কিছু পেত।।

যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ ভেঙে দিত
সব নীরবতা
এ জীবন তবু কিছু না কিছু পেত।।

যদি এমন হতো একটি শ্রাবণ
আমায় কাঁদিয়ে বলে যেত সে
এইতো মরণ এ জীবন তবু কিছু না কিছু পেত


যাদের মন চাইছে তারা এই নীরব রাতে আমার সাথে সাথে নিচে ক্লিক
করে গানটি শুনতে পারেন।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৮ রাত ২:২৫

চাঁদগাজী বলেছেন:


আপনি গান শুনছেন, পার্থিব বিষয়ে জড়িয়ে পড়ছেন?

২৫ শে জুন, ২০১৮ সকাল ১০:২৬

ব্লগ মাস্টার বলেছেন: নীরবে না কেঁদে বিরহে মাঝে মাঝে গান শুনলে মন চাঙ্গা থাকে।

২| ২৩ শে জুন, ২০১৮ ভোর ৫:৪৪

জাতির বোঝা বলেছেন:
গান শুন প্রাণ ভরে গান বল কে না চায়?
জি ইউ এন গান হলে প্রাণ নিয়ে বাঁচা দায়।

২৫ শে জুন, ২০১৮ সকাল ১০:২৭

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ, এভাবে আর কতদিন জাতির বোঝা টাণবেন ? ;)

৩| ২৩ শে জুন, ২০১৮ ভোর ৬:২০

অক্পটে বলেছেন: এসব গান কখনো পুরনো হয়না। কিন্তু এখনকার গানগুলো ১ মিঃ পরই হৃদয় থেকে মুছে যায়।

২৫ শে জুন, ২০১৮ সকাল ১০:২৮

ব্লগ মাস্টার বলেছেন: কেন জানিনা আগের গানগুলোতে মনে হয় প্রাণ আছে।

৪| ২৩ শে জুন, ২০১৮ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: সুন্দর গান।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪২

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

৫| ২৩ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! গানটি বেশ সুন্দর। আমার বেশ লাগলো।

শুভ কামনা জানবেন ।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪২

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ চৌধুরি ভাই।

৬| ২৩ শে জুন, ২০১৮ সকাল ১১:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: চির সবুজ গান :)

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৩

ব্লগ মাস্টার বলেছেন: আমার সব সময় এসব গান খুব ফেবারেট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.