নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

রড টাকার (থার্ড আম্পায়ার, এশিয়া কাপ ফাইনাল)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫


(সমসাময়িক ছড়া)


টাইগারদের ক্ষোভের কথা বলবো কি রে ভাই!
আশার মাঝে 'টাকার বাবু' ছুড়ে দিলেন ছাই।
বাংলাদেশের খেলা হলেই 'রড টাকারে' এসে,
পিছন থেকে লাথি মারেন খেলায় অবশেষে।
সৌম্য এবং লিটন দাসে যখন জুটি গড়ে,
প্রতিপক্ষের কলজাখানি কাঁপে থরে থরে।
তখন 'টাকার' টাকার তরে বাড়ায় কি দুহাত?
বিতর্কিত সিদ্ধান্তে লিটন কুপোকাত।


'টাকার' শুধুই এ বছরই এমনটি করেনি
পনেরো ও ষোল সালে করতেও ছাড়েনি।
পনেরোর ঐ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে,
বিতর্কিত রায় দেয় সে কুমন্ত্রণার তালে।
ষোলতে তার চাতুরিতে তাসকিন হয় বাদ,
বাংলাদেশের বেলাতেই সে করে যে পরমাদ।
'টাকার' কি রে টাকার জন্য লোভী বিশ্বময়?
আমরা সবাই খেলার মাঝে চাই ক্রিকেটের জয়।
'রড় টাকারের' অসাধুতায় ক্রিকেট হলো নাশ,
আইসিসি যে দেখছে শুধু, কাটছে ঘোড়ার ঘাস!


'বাঁচাও ক্রিকেট'! টাকারকে আজ পাঠাও নির্বাসনে,
'টাকার বাবু' পক্ষপাতি জানলো বিশ্বজনে।
বাংলাদেশের টাইগারেরা জয় বাংলা বলো,
সত্য এবং সুন্দরতায় লক্ষ্য পথে চলো।


২৯/০৯/২০১৮
মিরপুর, ঢাকা।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

সাগর শরীফ বলেছেন: টাকার টাকাটাই দেখল ! বাঙালীর আবেগ তার চোখে পড়ল না ।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লিটন ছাড়া তো আরা ব্যাটসম্যান ছিল, ওদেরও কি অামপিয়ার ইচ্ছে করে আওট করেচে????

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এক লিটন আউট হওয়ার কারণে বাংলাদেশ কাপ জিততে পারলো না !!!

ভারতের এতোগুলো উইকেট পড়ে যাওয়ার পরও টেইলএন্ডাররা শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারলো, আমাদের মিডলঅর্ডাররা একদুই রান করেও ইনিংস শেষ করতে পারলেন না ?

ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ক্রমোন্নতি করুক টিম বাংলাদেশ এই কামনাই করি |

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

কবীর হুমায়ূন বলেছেন: রড টাকারের ভুল সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যায়, তা বলতে চেয়েছি ছড়ায়। তবে, এ কথা মানতেই হয়, ক্রিকেটে একটি ভুল সিদ্ধান্ত একটি ম্যাচের ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে।

ভুল থেকে শিক্ষা হোক। ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.