নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা অামার তৃষ্ণার জল

কয়েস সামী

i m nothing in this huge world...

কয়েস সামী › বিস্তারিত পোস্টঃ

মিনি গল্পসমগ্র- ২

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩১

প্রকাশক

খুব ইচ্ছা, আসছে বই মেলায় বড় একটা প্রকাশনা প্রতিষ্ঠান থেকে আমার একটা বই বের করব। তাই উপন্যাসের পান্ডুলিপি নিয়ে গেলাম বিখ্যাত সেই প্রকাশকের কাছে।
এটা কী?
একটা পান্ডুলিপি।
পান্ডুলিপি তো বুঝছি, কিসের পান্ডুলিপি?
একটা উপন্যাসের।
ঠিক আছে। রেখে যান। পড়ে দেখব।
আমি রেখে এসেছিলাম। এক সপ্তাহ পর প্রকাশকের সাথে দেখা করলাম।
প্রকাশক বললেন, কী লিখসেন এইসব? হাতি ঘোড়া কিছুই হয় নাই। আবার লিখেন।

এতো দরদ দিয়ে লেখাটা লিখলাম, অথচ কিছুই হয়নি! এতোদিন লেখক হিসেবে নিজের সম্পর্কে বেশ ভাল ধারনা রাখতাম। তাই প্রকাশকের কথায় মনটা খারাপ হয়ে গেল।

তবু,
আবার লিখলাম।
প্রকাশক পান্ডুলিপি রেখে দিলেন।
এক সপ্তাহ পর ফলাফল জানতে গেলে জানালেন, এইটা তো আরো অখাদ্য লিখসেন। আবার চেষ্টা করেন।

পান্ডুলিপি নিয়ে ফিরে আসার সময় মহামান্য প্রকাশককে মন খুলে জানাতে পারলাম না, লেখাটা ছিল নোবেল জয়ী দ্যা ওল্ড ম্যান ইন দ্যা সী উপন্যাসের বাংলা রূপান্তর।

তবু মনটা ভাল হয়ে গেল।


২৫ তারিখ

আমরা একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমাদের অফিসে সকালবেলা প্রবেশের নির্দিষ্ট সময় থাকলেও বেরুবার সময় নির্দিষ্ট না। দিনের কাজ শেষ করে বের হতে হতে রাত হয়ে যায়। তাই কর্তৃপক্ষের উপর সারাক্ষণ বিরক্ত থাকি। নানা রকম গালমন্দ করি। মনে মনে ভাবি, এখানে আর কাজ করব না। আজই হবে এ অফিসে আমার শেষ দিন। শুধু ২৫ তারিখে এ ঘটনার উল্টোটা ঘটে। আমরা সবাই হাসিমুখে কাজ করি। এ অফিসে কাজ করি বলে গর্বিত বোধ করি।

কারন,

২৫ তারিখ আমাদের বেতন দেয়া হয়।


১০ হাজার + ৭ বছর = ৭০ হাজার

২০০৭ সালে রাজিক ১০ হাজার টাকা বেতনের চাকরিতে ঢুকে। তার পরিবারের সদস্য সংখ্যা তখন ৭। পরিবারের খরচ যোগাতে তার আয়ের সাথে বাবার আয়টাও যোগ করতে হত। সিনিয়রদের দেখে তাই সে ভাবত কবে যে তার বেতন ওদের সমান হবে।

আজ ৭ বছর পর ২০১৪ সালে এসে তার বেতন হয়েছে ৭০ হাজার। এখনও সেই সাত সদস্যের পরিবার চালাতে তাকে তার বাবার পেনশনের টাকার আয়ের সাহায্য নিতে হয়।

তাছাড়া, এখন স্বপ্ন দেখানোর মতো কোন সিনিয়রও এই অফিসে নেই।


নিখোঁজ সংবাদ

তাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না কোথাও। হঠাৎ এমন করে কেন যে সে উধাও হল! তাও কাউকে না জানিয়ে! তন্ন তন্ন করে খুঁজেও তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। না ফেসবুকে, না হোয়াট্সঅ্যাপে, না ভাইবারে, না ট্যাঙ্গােতে! তাকে আমরা, তার বন্ধুরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না।
পরদিন জানতে পারলাম, তার মোবাইলটা চুরি হয়ে গিয়েছিল গতকাল!


ব্যক্তিগত গল্প-৪

মেয়েটি আমাদের অফিসে নতুন জয়েন করেছিল। একদিন বিকাল চারটায় আমার কাছে এসে জানাল তার বড় বোনের এনগেজমেন্ট সন্ধ্যেবেলা। বাড়ি যেতে এক ঘন্টা লাগবে। তাই একটু আগেভাগে ছুটি চায়।

আমি দেয়াল ঘড়িটার দিকে তাকালাম। অফিস শেষ হতে তখনো দু ঘন্টা বাকি। বললাম, আপনার নিজের কাজ শেষ করে চলে যান। আমার আপত্তি নেই। আমি জানতাম নিজের কাজ শেষ করতে করতে সন্ধ্যা ছয়টা বেজে যাবে।

মেয়েটি মাথা নীচু করে ডেস্কে চলে গেল। কাজ শেষে সাড়ে পাঁচটায় যাবার অনুমতি নিতে আসলে দেখলাম, চোখ বেয়ে টল টল করে জল বেয়ে পড়ছে। মেয়েটি চলে গেলে পাশের ডেস্কের সহকর্মীকে হেসে বললাম, এই মেয়ে তো এখনও বুঝে নাই কর্পোরেট জগতটা কেমন। বলতে বলতে নিজের ক্ষমতার প্রদর্শনে কিছুটা আরামও বোধ করলাম।

কয়েক বছর পরের ঘটনা।

আমার স্ত্রী তার ল্যাপটপে রাখা ছবিগুলা দেখাচ্ছে। হঠাৎ একটা ছবিতে আমার দৃষ্টি আটকে গেল। তাকে জিজ্ঞেস করলাম, এই ছবিতে তোমাকে এমন মনমরা লাগছে কেন।
সে বলল, ওটা আমার বোনের এনগেজমেন্টের ছবি।
আমি বললাম, তাহলেতো তোমার হাসিখুশি থাকার কথা!
সে রেগে গিয়ে বলল, তোমার বুঝি মনে নাই? আামাকে তুমি কয়টায় ছুটি দিয়েছিলে?

ছুটির ঘটনাটা আমি ভুলেই গিয়েছিলাম। ওর কথায় মনে পড়ল। আহারে! বউটা আমার কতটাই না কষ্ট পেয়েছিল সেদিন! মনটা তখন ডুকরে কেঁদে উঠল।



মন্তব্য ৩১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৭

অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা ++++++++

দারুন সব মিনি গল্প , সিরিজ চলুক ।

ভালো থাকবেন :)

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১২

কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়। সিরিজ চলবে আশা করি।

২| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২৯

আমিনুর রহমান বলেছেন:




দারুন +

প্রতিটি গল্পেই চমৎকার কিছু বক্তব্য ছিলো

২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৩

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্য।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩০

কলমের কালি শেষ বলেছেন: সেইরাম হয়েছে মিনি গল্প সিরিজ । চলুক ।

শুভ কামনা । :)

২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৩

কয়েস সামী বলেছেন: চলবে আশা করি। ধন্যবাদ।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ২:০০

আমি তুমি আমরা বলেছেন: প্রকাশক আর ব্যক্তিগত গল্প ভাল লেগেছে। নিখোজ সংবাদ অসাধারন ছিল।

চমতকার সিরিজ। আশা করি চালিয়ে যাবেন :)

২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৪

কয়েস সামী বলেছেন: অনেক অনেক উৎসাহ পেলাম ভাই। সিরিজ চলবে।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার অনুগল্প ।
আমি এরকম লিখতে পারলে একটা দিয়েই একটা পোস্ট ঝেঁড়ে দিতাম ।

২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫২

কয়েস সামী বলেছেন: আপনার মন্তব্যে অনেক উৎসাহ পেলাম ভাই। অাপনাদের মন্তব্য না পেলে হয়তো এভাবে লিখতাম না আর।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৩

সুমন কর বলেছেন: অসাধারণ !!!!! অসাধারণ !!!!! অসাধারণ !!!!!

৩য় ভাল লাগা।

২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৩

কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ ছোট্ট অথচ হার্ট টেকিং মন্তব্যের জন্য।

৭| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৯

আবু শাকিল বলেছেন: পড়ে আরাম পাইলাম :)

২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৩

কয়েস সামী বলেছেন: মন্তব্যে আমারও আরাম বোধ হল।

৮| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৭

ইমরান নিলয় বলেছেন: বি ফ্র্যাঙ্ক- শেষেরটা ছাড়া বাকীগুলা ভাল্লাগে নাই তেমন একটা।
পরেরবার আশা করি মুগ্ধ হব।

২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৫

কয়েস সামী বলেছেন: গল্পগুলা লেখার পর এমনই মন্তব্য আশা করেছিলাম। আপনার মন্তব্যে অাশা পূর্ণ হল। এসন ফ্র্যাংক মন্তব্য কেউ করে না ভাই। অনেক ধন্যবাদ। পরের পর্বে নিমন্ত্রণ থাকল।

৯| ২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

মামুন রশিদ বলেছেন: বেশ বেশ! প্রথমটা ফাটাফাটি ।

২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

কয়েস সামী বলেছেন: অ-নে-ক ধন্যবাদ।

১০| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪১

সকাল রয় বলেছেন:
আহা!

যেন শেষ হইয়া্ও হইলনা শেষ-----

_____________ভালো লাগলো

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৯

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ রয়।

১১| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৬

মন ময়ূরী বলেছেন: খুব ভাল লিখেছেন।

২৬ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

কয়েস সামী বলেছেন: মন ময়ূরীকে ধন্যবাদ অনেক। পাশে থাকবেন।

১২| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৯

হাসান মাহবুব বলেছেন: +++

২৬ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ ডিয়ার!

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৭

আমি ইহতিব বলেছেন: ছোট ছোট অভিজ্ঞতার সুন্দর সুন্দর গল্প। গল্পের টাইটেলগুলো বোল্ড করে দিতে পারেন বোঝার সুবিধার জন্য।

২৬ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

কয়েস সামী বলেছেন: পরামর্শ মেনে চলার চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনাকে।

১৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মিনি গল্পগুলো সব ভালই ছিল, সামনের পর্বের আশায় রইলাম।

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৩:৫২

আজমান আন্দালিব বলেছেন: বেশ ভালো লাগা।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৮:০৭

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ

১৬| ০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

সকাল হাসান বলেছেন: ব্যক্তিগত গল্পটা সেই ছিল!

চমৎকার লেখনী ভাই! ছোট আকারে লিখেও কিভাবে সম্পূর্নতা দেন গল্পের সেইটার একটা টিপস চাচ্ছিলাম! যদি দিতেন? :)

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৭

কয়েস সামী বলেছেন: এ আবার এমন কি। আর্নেস্ট হেমিংওয়ে ৬ শব্দের যে গল্প লিখেছেন তার ধারে কাছেও তো কখনো যেতে পারব না। তবু চেষ্টা করি্ যদি কিছু একটা হয়। অাপনার মন্তব্যে ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.