নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা অামার তৃষ্ণার জল

কয়েস সামী

i m nothing in this huge world...

কয়েস সামী › বিস্তারিত পোস্টঃ

মিনি গল্পসমগ্র- ৩

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৬

শাস্তি!

খুব কাছের বন্ধু আমিন এস আই পদে সদ্য নিয়োগ পেয়েছে। যোগদানের আগের দিন আমার সাথে দেখা। বলল, দোস্ত দোয়া করিস, যাতে সৎ থাকতে পারি।
ছেলেবেলা থেকে আমিনকে দেখছি। তার সততা নিয়ে প্রশ্ন করার অবকাশ কখনো আমরা পাই নি। তার কথা শুনে গর্বে বুকটা ভরে উঠল। বললাম,
তুই পারবি। তোর মতো ছেলেদেরই উচিত পুলিশে যোগ দেয়া।
উভয়ের ব্যস্ততার কারনে তারপর অনেক দিন আমাদের আর দেখা হল না। দেখা হল প্রায় এক বছর পর।
গল্পের এক পর্য়ায়ে তার মোবাইলের রিং টোন বেজে উঠল। শুনতে পেলাম,
হ্যা, বস। ৫০০ টাকার ফ্লেক্সি পেয়েছি। থ্যাংকু।
ফোন রেখে দিলে তাকে প্রশ্ন করলাম, কে রে? কে তোকে ৫০০ টাকা ফ্লেক্সি দিল?
আরে বলিস না। এক ইয়াবা স্মাগলার। প্রতি সপ্তায় ৫০০ টাকা করে ফ্লেক্সি দেয়।
ঘুষ বুঝি?
প্রশ্ন শুনে সে কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকল। তারপর রেগে গিয়ে বলল,
ঘুষ হতে যাবে কেন? এটা তাকে দেয়া আমার একটা শাস্তি। তাকে ধরে জেল হাজতে ঢুকালে কাউকে না কাউকে টাকা দিয়ে অথবা উপরের ফোনে এমনিতেই বের হয়ে যাবে। তাই এটা আমার নিজের করা বিচার। কঠিন শাস্তি।

প্রতিজ্ঞা!

টেবিলে রাখা ফুলদানিটা গায়ে লেগেই পড়ে গেল!
কে? কে? কে...রে?
গৃহকর্ত্রী চিৎকার দিয়ে উঠলেন!
মতিও চট করে পাশের বিছানার নিচে লুকিয়ে গেল। তার বুক ঢিপ ঢিপ করছে। চুরি করতে এসে এমন ভুল কখনো হয় না তার। কেন যে টেবিলের পাশে গিয়েছিল! তার আরো সাবধান হওয়া উচিত ছিল। এখন কী হবে তার? গৃহকর্তা কেরামত আলি সাহেবও উঠে গেছেন এতোক্ষণে! কেরামত আলি ভয়াবহ লোক। মতিকে ধরতে পারলে জানে মেরে ফেলবেন। এখন কী করা! দুইজন মিলে আশপাশের লোকজনকেও ডাকা শুরু করেছে! হায় আল্লাহ! মতি আল্লাহকে ডাকা শুরু করল। এবারের মতো রক্ষা কর মালিক। আর জীবনেও এমন খারাপ কাজ করব না।
আল্লাহ্ তার ডাক শুনলেন। তাকে এ যাত্রা রক্ষা করলেন। একটা বিড়াল ডেকে উঠায় গৃহকর্তা আর কর্ত্রী নিজেদের ভুল বুঝতে পেরে বিছানায় ফিরে গেলেন। মতি চোরাও তড়িঘড়ি বের হয়ে বেঁচে গেল।
পরদিন রাতে আবার নতুন প্রত্যয় বুকে নিয়ে চুরি করতে বের হল মতি। এবার আর গত রাতের মতো ভুল যাতে না হয় তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা শুরু করল।
উপর থেকে আল্লাহ্ কেবল মুচকি হাসলেন।


শাড়ি

অত:পর এই মর্মে ডিক্রি জারি করা হল যে এখন হইতে শ্রীমতি নিভা রানি দত্ত কখনো সালোয়ার কামিজ পড়তে পারবে না। সবসময় শাড়ি পরে থাকতে হবে।

শ্রীমতি নিভা রানি এহেন বিদঘুটে আইন করার কারন জানতে চাচ্ছে মহামান্য পতিদেবের কাছে।

কেননা শাড়িতে নিভা রানি দত্তকে এই মর্ত্য জগতের কেউ বলে মনে হয় না। চোখের আরাম হয়। মনেরও।

নিভা রানি কি তবে বাইরে গেলেও শাড়ি পড়বে?

না!


কিক
আসলে কী সুমিতা এইসব টাকা পয়সাকে সবসময় কিক মারতে হয়, কিক। যতো বেশি কিক মারবা ততো বেশি কাছে আসবে।

ঠিক তোমার মতো, তাই না?

আমার মতো? কিভাবে?

এই যে তোমাকে যতবার কিক মারি ততবার ফিরে আসো।

তবে তুমি কি আমাকে চাও না?

না।

ঠিক আছে। তবে চললাম।

ওকে। টা টা।

গেলাম। আর জীবনে যদি ফিরে আসি!

চিন্ময় গটগট করে হেটে চলে গেল।

দু ঘন্টা পর সুমিতার মোবাইলের মেসেজ টোন বেজে উঠল।
চিন্ময় লিখেছে, কী করছ স্যুইট ডার্লিং?


ব্যক্তিগত গল্প-৫

তখন আমি ক্লাস এইটে। পরীক্ষায় ফার্স্ট হবার তুমুল ইচ্ছে নিয়ে মাথায় গামছা বেঁধে পড়াশুনা করলাম। পরীক্ষার হলে ঢুকে দেখি বন্ধু শোয়েব আমার পাশের সিটে। সে মন খারাপ করে বসে আছে চুপচাপ। থাকুক। চুপচাপ বসে থাকুক। আমার কী? পরীক্ষার প্রশ্নপত্র হাতে আসার পর শোয়েব কথা বলে উঠল, দোস্ত, আমাকে একটু হেল্প করিস দোস্ত। পড়াশুনা কিচ্ছু করিনি। অথচ বাসা থেকে বলেছে পরীক্ষা ভাল না হলে বাসা থেকে বের করে দেবে।
স্ট্রেট বাসা থেকে বের করে দেবে?
হু।
কী বলিস! আচ্ছা ঠিক আছে। আমার কোন ডিসটার্ব না করে লিখতে পারলে দেখিস। আমার আপত্তি নাই।
শোয়েব খুব খুশি হয়ে লেখা শুরু করল।
এভাবে সবগুলো পরীক্ষাতেই সে আমার লেখা কপি করল। করুক। আমার তো কোন সমস্যা হচ্ছে না। আমার লেখা দেখে যদি সে এ যাত্রা রক্ষা পায় তাতে তো আমারই খুশি হবার কথা। হাজার হোক বন্ধুতো।

পরীক্ষা শেষ হলে রেজাল্টের দিন আসল। আমদের স্কুলে প্রথম তিনজনের রেজাল্ট হেড স্যার নিজে এসে ঘোষনা করতেন। তিনি আসলেন। নাম ঘোষনা শুরু হল। আমি বেশ কনফিডেন্ট। এবার ফার্স্ট হবই হব।

রোল নং- ৩। না আমার নাম না। আমি তবে প্রথম!
রোল নং- ২। আমার নাম! আমি দ্বিতীয় স্থানে! থাক, দ্বিতীয়ই থাক। পাঁচ থেকে দুইয়ে উঠে এসেছি- এটাই বা কম কিসের? নিজেকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করলাম।
রোল নং- ১। শোয়েব আক্তার নিজাম! আমার চোখ বড় হয়ে গেল! আমি শোয়েবের দিকে তাকালাম! সে মিটিমিটি হাসছে!

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৫

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫১

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ।

২| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৮

মামুন ইসলাম বলেছেন: চমৎকার গল্প ভালো হয়েছে।

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫১

কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৮

মামুন রশিদ বলেছেন: প্রতিজ্ঞা বেশি ভাল লেগেছে ।

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৩

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৯

অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা +++++++++++

অসাধারণ :)

শুভ রাত্রি ভ্রাতা ।

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৪

কয়েস সামী বলেছেন: শুভ রাত্রি!

৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪১

আজমান আন্দালিব বলেছেন: ভালোলাগা।

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৩

কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৩

আমি তুমি আমরা বলেছেন: এই পর্বের প্রত্যেকটা গল্প চমতকার হয়েছে। ভাল লাগল :)

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৫

কয়েস সামী বলেছেন: আহ! মন ভরে গেল ভ্রাতা!

৭| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১০

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ধারাবাহিক । চালিয়ে যান । :)

২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০২

কয়েস সামী বলেছেন: চালাচ্ছি তো আপনার কথাতেই!

৮| ২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১১

হাসান মাহবুব বলেছেন: পুলিসের এস আই ড্রাগডিলারকে বস বলবে কেনো?

ভালো লাগেছে বরাবরের মতই।

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪২

কয়েস সামী বলেছেন: খেয়াল করি নাই, হামা। ভাল হয়েছে জেনে খুশি হলাম।

৯| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩০

আবু শাকিল বলেছেন: ভাল্লাগছে ভাইয়া :)

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪২

কয়েস সামী বলেছেন: খুশি হলাম।

১০| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৮

তুষার কাব্য বলেছেন: ভাল লাগল ...

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৪

কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ।

১১| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৪

সুমন কর বলেছেন: চলতে থাকুক মজার মিনি সিরিজ। সাথে অাছি।

৫+।

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৮

কয়েস সামী বলেছেন: সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

১২| ২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৯

সোহানী বলেছেন: দারুনতো............ পড়তে না পড়তেই ফুড়িয়ে গেছে কিন্তু পরিপূর্ন ইতি ও টেনেছে........ অসাধারন !!!!!!! ++++++++

২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

কয়েস সামী বলেছেন: অনেক উৎসাহ পেলাম সোহানী। চালিয়ে যাবার ইচ্ছে আছে। ভাল থাকুন।

১৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: যথারীতি ভালো লেগেছে, বিশেষ করে শাস্তি। আর ব্যাক্তিগত গল্প - ৫ আমার জীবনে বেশ কয়েকবার হয়েছে।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

কয়েস সামী বলেছেন: আপনার জীবনেও! আমার হাতের লেখা খারাপ থাকায় এমন ঘটেছিল সেবার। তবে পরে আর এমন বোকামী করিনি।

১৪| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১:০৬

শান্তির দেবদূত বলেছেন: দারুন লেগেছে সবগুলোই, তবে বেশি ভালো লেগেছে "শাস্তি"। সবাই আসলে নিজের কৃতকর্মকে কোন না কোন ভাবে যাস্টিফাই করতে চাই। শুভেচ্ছা রইল।

০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৫

কয়েস সামী বলেছেন: শাস্তি গল্পটি ভাল লেগেছে জেনে ভাল্লাগছে। প্রিয় লেখককে অনেক ধন্যবাদ।

১৫| ০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

সকাল হাসান বলেছেন: শাস্তি, প্রতিজ্ঞা, কিক - তিনটাই ভাল লাগল! বাকি দুটোও ভাল লেগেছে! তবে শাড়িটা ঠিক বুঝি নাই!

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

কয়েস সামী বলেছেন: শাড়িতে তেমন কিছু বুঝানো হয় নাই। শুধু ইর্ষা নামক ব্যাপারটাকে ফোকাস করতে চেয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.