নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা অামার তৃষ্ণার জল

কয়েস সামী

i m nothing in this huge world...

কয়েস সামী › বিস্তারিত পোস্টঃ

মিনি গল্পসমগ্র- ৫

৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

ব্যাক ডেটেড

ট্রেনের বগিটাতে যে কজন বসা ছিল,সবার হাতে ছিল এন্ড্রয়েড মোবাইল। কেউ কেউ ফেসবুকে সামাজিকতা করছিল, কেউবা গুগল করছিল, কেউ তার প্রিয় মানুষের সাথে কথা বলছিল, কেউ হেডফোন লাগিয়ে গান শুনছিল। তাই সবার কাছে ব্যাক ডেটেড হয়ে যাবার ভয়ে আমি ব্যাগে রাখা গল্পের বইটা বের করতে পারলাম না।


থিউরি অব ইভলিউশন

আমরা একসময় দু’পায়ে হাটতাম।
আমাদের মধ্যে প্রেম-ভালবাসা, মায়া-মমতা এইসব গুণাবলী ছিল।
তারপর কালের বিবর্তনে একসময় আমাদের ভেতর ঢুকে গেল হিংসা-দ্বেষ। শুরু হল খুনোখুনি, রাহাজানি আর মারামরি।
মনের ভেতর শুরু হল পচন।
তারপর পচন ধরল শরীরে। আমরা হামা দিয়ে চলাফেরা শুরু করলাম। ক্রমশ শারীরিক পরিবর্তন ঘটল সম্পূর্ণ রূপে, এখনকার মতো।

বিজ্ঞানী ইরিশা কিছুক্ষণ থামলেন। তারপর বললেন, আপনাদের সবাইকে আজ আমার এই থিউরি অব ইভলিউশন জানানোর জন্যই আসতে বলেছিলাম। সবাইকে ধন্যবাদ।

ইরিশার বক্তৃতা শেষ হলে মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা হায়েনাদল চোখ ভরা ঘৃণা নিয়ে ইরিশার উপর ঝাপিয়ে পড়ল!

ভৌতিক গল্প-১

রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে আবছা আলোয় দেখতে পেলাম পাশে আমার মতোই দেখতে আরেকজন শুয়ে আছে।

ভৌতিক গল্প- ২

পাঁচ বছরের তানজিনা বাবার মোবাইলে মাই টকিং টম খেলবে বলে ঠিক করল। মোবাইল স্ক্রীনে হাসিখুশি টমকে দেখা যাচ্ছে। তানজিনা টমকে জিজ্ঞেস করল, এই, তোর নাম কী? টম কান পেতে কথাটা শুনল। তারপর বলে উঠল, আমার নাম টম।

টাইম মেশিন

বিজ্ঞানী আশরাফ অনেক গবেষনার পর একটা টাইম মেশিন বানালেন। অনেক দিনের শখ তার, তিনি ভবিষ্যতে গিয়ে পৃথিবী দেখবেন। বিজয়ীর হাসি হেসে তিনি টাইম মেশিনে চড়ে ৩০০০ সালে রওনা দিলেন।

৩০০০ সালে পৌছে টাইম মেশিন থেকে নেমে দেখলেন, একটা লোক একটা গাড়িতে উঠছে। লোকটি তাকে দেখে হাত ইশারায় ডাকল। ডেকে বলল, উঠো, গাড়িতে উঠো গাধা। সামনে ভয়াবহ বিপদ নেমে আসছে পৃথিবীতে, জানো না বুঝি?
কী বিপদ? আশরাফ সাহেব জিজ্ঞেস করলেন।
পরিবেশ দূষিত হতে হতে এখন তা প্রায় ধ্বংসের পথে। সকল মানুষ চলে গেছে এখান থেকে। কথা না বাড়িয়ে তুমিও উঠে পড়ো।
কোথায় যাচ্ছেন?
আমি যাবো ২০১৪ সালের বাংলাদেশে। শুনেছি ঐ বছরের শেষ দিকে বাংলাদেশে সাধারন মানুষেরা রাজনীতিবীদদের বিরুদ্ধে একটা বিপ্লব ঘটিয়েছিল। ঐ বিপ্লবটাও দেখা হবে। বেঁচে থাকাও হবে।
বাকিরা কোথায়? আশরাফ সাহেব প্রশ্ন করলেন।
পৃথিবীর সবাই নিজ নিজ পছন্দ মতো পেছনের সময়ে চলে গেছে। উঠো তাড়াতাড়ি।


অধ্যবসায়

গল্প লিখে ফেসবুকে নোট আকারে প্রকাশ করি। কোন লাইক পাই না, কমেন্ট পাই না। তবু আবার লিখি। নোট আকারে ফেসবুকে প্রকাশ করি।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++

ভালো থাকবেন ভ্রাতা :)

৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

কয়েস সামী বলেছেন: আপনাকে ধন্যবাদ অপূর্ন।

২| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

সুমন কর বলেছেন: ব্যাক ডেটেড, ভৌতিক গল্প- ২ - ভাল লাগল। বাকিগুলো মোটামুটি।

৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

কয়েস সামী বলেছেন: দুটো গল্প যে ভাল লাগসে, এইটাই অনেক। ভাল থাকবেন।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

বদিউজ্জামান মিলন বলেছেন: এই যে `আউট অব দ্য বক্স' ভাবতে পেরেছেন এটাই বা কম কিসের? ভালো লাগল গল্পটা। এ পিলাচ পাইছেন..

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৮

কয়েস সামী বলেছেন: বাহ! আউট অব দ্যা বক্স ভাবতে পারছি তবে? অনেক ধন্যবাদ।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০২

বাকের ভাই রিটার্ন বলেছেন: আপনার গল্পগুলো ছোট হলেও বেশ চমৎকার
++++

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৮

কয়েস সামী বলেছেন: নির্ভয়ে ধন্যবাদ দেব, নাকি সভয়ে- বুঝতে পারছি না।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৩

মামুন রশিদ বলেছেন: গভীর । স্পেশালী 'টাইম মেশিন' ।

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৬

কয়েস সামী বলেছেন: ওয়াও। বেশ লাগছে এমন মন্তব্যে। থ্যাংক্স।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫২

জাহাঙ্গীর.আলম বলেছেন:
এবারের পর্ব বেশ ভাবনাময় ৷ অনবদ্য ৷

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৪

কয়েস সামী বলেছেন: আগের পর্বগুলো পড়েছেন জেনে ভাল লাগল। অনেক ধন্যবাদ।

৭| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


কেমন আছেন ভাই ?

০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ৮:২৯

কয়েস সামী বলেছেন: ভাল আছি ভাই। কোথায় ছিলেন এতোদিন?

৮| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ২:৩৬

প্রবাসী পাঠক বলেছেন: ব্যাক ডেটেড, ভৌতিক গল্প-১, ভৌতিক গল্প- ২ ভালো লেগেছে।

০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩০

কয়েস সামী বলেছেন: আলাদা করে বলায় বুঝতে পারছি। অনেক ধন্যবাদ।

৯| ০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫২

খান আসিফ তপু বলেছেন: ভালো লেগেছে।

০১ লা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১০

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ। আপনাকে।

১০| ০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৭

আমি তুমি আমরা বলেছেন: প্রত্যেকটা গল্পই ভাল হয়েছে। সবচেয়ে ভাল লেগেছে ব্যাকডেটেড আর অধ্যবসায় :)

০১ লা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১

কয়েস সামী বলেছেন: ব্যাকডেটেট আমারো একটা প্রিয় গল্প। অনেক ধন্যবাদ।

১১| ০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫

ভূতের কেচ্ছা বলেছেন: ব্যাক ডেটেড

ট্রেনের বগিটাতে যে কজন বসা ছিল,সবার হাতে ছিল এন্ড্রয়েড মোবাইল। কেউ কেউ ফেসবুকে সামাজিকতা করছিল, কেউবা গুগল করছিল, কেউ তার প্রিয় মানুষের সাথে কথা বলছিল, কেউ হেডফোন লাগিয়ে গান শুনছিল। তাই সবার কাছে ব্যাক ডেটেড হয়ে যাবার ভয়ে আমি ব্যাগে রাখা গল্পের বইটা বের করতে পারলাম না।.....................। :D :D :D :D :D :D :D

০১ লা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১

কয়েস সামী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২

হাসান মাহবুব বলেছেন: ভৌতিক গল্প-২ আর ব্যাকডেটেড বেশি ভালো লেগেছে।

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৩

কয়েস সামী বলেছেন: ভৌতিক গল্প- ২ লিখতে পেরে খুব মজা লাগসিল। অনেক ধন্যবাদ হামা।

১৩| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪

তুষার কাব্য বলেছেন: ভালো লেগেছে মিনি গল্প...

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৪

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। নিয়মিত আছেন দেখে ভাল্লাগছে।

১৪| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

কলমের কালি শেষ বলেছেন: আগেরগুলোর মতই ভালো লাগলো । চলুক । :)

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৪

কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ। লিখতে থাকব আশা করি।

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০২

তাসজিদ বলেছেন: টাইম মেশিন টা বেস্ট মনে হয়েছে আমার কাছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

কয়েস সামী বলেছেন: আমার কাছেও।

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

অবাধ্য সৈনিক বলেছেন: ফাটিয়ে দিয়েচেন দাদা :-B :-B

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

কয়েস সামী বলেছেন: তাই নাকি দাদা? থ্যাংকু!!!

১৭| ০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

সকাল হাসান বলেছেন: টাইম মেশিন আর থিউরি অব ইভলিউশন বেশি ভাল লাগছে!

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪১

কয়েস সামী বলেছেন: এতোগুলা মন্তব্য করেছেন ভ্রাতা! অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.