নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা অামার তৃষ্ণার জল

কয়েস সামী

i m nothing in this huge world...

কয়েস সামী › বিস্তারিত পোস্টঃ

মিনি গল্পসমগ্র- ৭

০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১০

ব্লগ ও ব্লগারদের গল্প



বাংলা ব্লগগুলো যখন অস্তিত্ব সংকটে ভুগছিল, তখন লেখালেখি নামের বাংলা ব্লগটা খুব জনপ্রিয় হয়ে উঠল। লেখক পাঠকদের মুখে মুখে কেবল লেখালেখি ব্লগের নাম। এই ব্লগে লিখে অনেক লেখক বাংলা সাহিত্যে প্রতিষ্ঠা পেয়ে আজ নিজেদের রবি ঠাকুর, শরৎচন্দ্র বা হুমায়ূন আহমেদ ভাবা শুরু করেছেন। এ দেখে বিলুপ্ত প্রায় ব্লগগুলোর কর্তৃপক্ষ সকলে লেখালেখি ব্লগের কর্তাব্যক্তি জনাব আক্তার হুসেনের সাথে বৈঠকে বসল। তার কাছে সবার এক জিজ্ঞাসা, ব্লগের জনপ্রিয়তা আজো ধরে রাখা হয়েছে কিভাবে। তারা তাদের নিজস্ব অভিজ্ঞতা জানালেন। তারা জানালেন, ব্লগগুলো টেকানোর জন্য তারা নাানা রকমের কাজ করছেন। মাসিক ব্লগ সংকলন করা হচ্ছে। পিডিএফ বই করা হচ্ছে। সেরা লেখকদের ভাল লেখাগুলো স্টিকি করে রাখা হচ্ছে। এমনকি বইমেলাতে নিয়মিত ভিত্তিতে বাছাই লেখা নিয়ে বই বের করা হচ্ছে। তবুও কিছুই হচ্ছে না।সবাই ব্লগ থেকে দূরে সরে যাচ্ছে। লেখালেখি ব্লগ কী এমন আলাদ্দীনের চেরাগ পেল যে তার জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে?



আক্তার সাহেব সবার কথা ধৈর্য্য ধরে শুনলেন। তারপর বললেন, আমরা প্রতি মাসে সেরা পাঠক নির্বাচিত করে তাকে পুরুস্কৃত করি।





ট্রান্সফার অর্ডার



অন্যায়টা অতো গুরুতর কিছু ছিল না। তাও বাস্তব জীবনে করা কোনো অন্যায়ের জন্য এমন শাস্তি পেলে একটা কথা ছিল। ভার্চুয়াল জগতকেও এতো গুরুত্বপূর্ণ ভাবা হয় এটা ওহীর একেবারেই জানা ছিল না। তাই গতকাল ফেসবুক আইডি ক্রিয়েট করার সময় নিজের রিলেশনশীপ স্ট্যাটাসে ম্যারিডের বদলে সে সিঙ্গল কথাটা লিখেছিল। তার ধারনা, মেয়েরা বিবাহিত কোন লোকের ফেসবুক ফ্রেন্ড হতে চায় না। তাই সে মিথ্যা কথাটা লিখেছিল। যদি জানত এ কাজের কারনেই তার ট্রন্সফার অর্ডার জারি হয়ে যাবে তবে কখনোই এটা করত না। ট্রান্সফার অর্ডারে অবশ্য লেখা আছে, ভার্চুয়াল জগতে হোক আর বাস্তবে, সকল অপরাধই সমান। সকল অপরাধই মানব মন থেকে সৃষ্ট। যেখানে ওহীকে ট্রান্সফার করা হয়েছে সেখান থেকে আবার এখানে ফিরে আসতে তার অনেক পরীক্ষার সম্মখীন হতে হবে,অনেক যন্ত্রনা সহ্য করতে হবে। ভাবতেই গা শিউরে উঠছে।



ওহীকে নরকে ট্রান্সফার করা হয়েছে।





মেয়ে পটানোর উপায়!



নাজিম অনেক অনেক মেয়েদের পেছনে দিন রাত ঘুরেও যখন তাদেরকে পটাতে ব্যর্থ হল তখন ঠিক করল মেয়েদের পেছন আর ঘুরবে না। মেয়েরা যত নষ্টের মূল। ধনুক ভাঙা পণ করল সে, মেয়েদের পেছনে আর কখনো কোন টাকা-পয়সাও খরচ করবে না। অনেক হয়েছে। এনাফ ইজ এনাফ!



তখন থেকেই মেয়েরা তার পেছন ঘুরা শুরু করেছিল!





ঢাকা মেডিকেল



রুবেল তাকে বলেছিল সিলেট মেডিকেলে ভর্তি হতে। মেয়েটি বলেছিল, ঢাকা মেডিকেলে ভর্তি হওয়া তার ছেলেবেলার স্বপ্ন। রুবেল বলেছিল, দেখো, সিলেট মেডিকেলে ভর্তি হলে তুমি সিলেটে থাকতে পারবে। আমিও যেহেতু এখানেই পড়াশুনা করছি, দুজনের কাছাকাছি থাকা হবে। মেয়েটি উত্তরে বলেছিল, ঢাকা মেডিকেলে চান্স পেয়েও সেখানে ভর্তি না হওয়ার মতো বোকা আমি না।



রুবেল তখন বুঝে নিয়েছিল, মেয়েটি তাকে ভালবাসে না. ভালবাসে ঢাকা মেডিকেলকে।





সুখে শান্তিতে বসবাস



অতঃপর কবির ও তানিয়া সুখে শান্তিতে বসবাস করতে থাকল। তাদের সেপারেশনের পর।

মন্তব্য ৬০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: রসাত্মক ব্লগ গল্প ,ভাল লাগল ।

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৯

কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ, জনপ্রিয় পরিবেশ বন্ধু।

২| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৪

মামুন রশিদ বলেছেন: দারুণ! ভাললেগেছে সবগুলোই ।

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০০

কয়েস সামী বলেছেন: সবগুলো ভাল লেগেছে জেনে ভাল লাগল, সবার প্রিয় মামুন ভাই।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগলো

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০১

কয়েস সামী বলেছেন: আমারো ভাল লাগল অাপনার মন্তব্যে।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০২

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ, বিখ্যাত গল্পকার।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

ডি মুন বলেছেন: আক্তার সাহেব সবার কথা ধৈর্য্য ধরে শুনলেন। তারপর বললেন, আমরা প্রতি মাসে সেরা পাঠক নির্বাচিত করে তাকে পুরুস্কৃত করি। ---- দারুণ।

সবগুলোই ভালো লেগেছে; তবে শেষেরটাও খুব ভালো লেগেছে।

শুভকামনা সবসময় :)

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০২

কয়েস সামী বলেছেন: আগামীর সফল সংকলকের মন্তব্য পেয়ে খুব ভাল্লাগছে!!

৬| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮

সুলতানা সাদিয়া বলেছেন: তুমুল ভাল।

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৩

কয়েস সামী বলেছেন: তুমুল ধন্যবাদ।

৭| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২০

সুমন কর বলেছেন: এবার প্রতিটি সুন্দর হয়েছে। ;)

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৩

কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা।

৮| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভালো লাগল।+++

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৪

কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ। আবার যেন পাই।

৯| ০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

সকাল হাসান বলেছেন: আপনার মিনি গল্পসমগ্রের বেশ বড়সড় ভক্ত আমি! অপেক্ষায় ছিলাম কখন আবার লিখবেন!

এইবারের গুলো বেশ লেগেছে!

অতঃপর কবির ও তানিয়া সুখে শান্তিতে বসবাস করতে থাকল। তাদের সেপারেশনের পর।
- এইটা এপিক লেভেলের! B-)


রুবেল তখন বুঝে নিয়েছিল, মেয়েটি তাকে ভালবাসে না. ভালবাসে ঢাকা মেডিকেলকে। - বেচারার দুঃখে হাসতে হাসতে চোখে জলধারা বয়ে উঠলো!


আক্তার সাহেব সবার কথা ধৈর্য্য ধরে শুনলেন। তারপর বললেন, আমরা প্রতি মাসে সেরা পাঠক নির্বাচিত করে তাকে পুরুস্কৃত করি। - পুরষ্কার পাওয়ার অপেক্ষায় রইলাম! :P

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৬

কয়েস সামী বলেছেন: আপনার মন্তব্যেই বুঝা যাচ্ছে সেই পুরস্কারটি আপনিই পাবেন ভ্রাতা।

১০| ০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

অশ্রুত প্রহর বলেছেন: খুবই ভাল লাগল . ..

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৭

কয়েস সামী বলেছেন: আমারও খুব ভাল লাগল।

১১| ০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

আমি তুমি আমরা বলেছেন: প্রত্যেকটা গল্পই ভাল হয়েছে। তবে সেরা ছিল ব্লগ ও ব্লগারদের গল্প।

পোস্টে চতুর্থ ভাল লাগা :)

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৭

কয়েস সামী বলেছেন: নিয়মিত পাঠকটিকে অনেক ধন্যবাদ।

১২| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৯

ফা হিম বলেছেন: শেষেরটা সবচেয়ে মারাত্মক লাগছে। ছোট মরিচের আবার ঝাল বেশি।

"ব্লগ আর ব্লগারদের গল্প"-এর আইডিয়াটা কিন্ত ব্যবহার করা যায় (আমিও যদি একটা পুরস্কার পাই আর কি, হেহ্‌ হে!! :) )

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৯

কয়েস সামী বলেছেন: গল্পটা আসলে আইডিয়াটা দেয়ার জন্যই। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

১৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৩

সপ্নডানা বলেছেন: ধন্যবাদ,
ভাল লাগলো।

http://tech-tips99.blogspot.com

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৯

কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ।

১৪| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

আবু শাকিল বলেছেন: ব্লগে লিখে অনেক লেখক বাংলা সাহিত্যে প্রতিষ্ঠা পেয়ে আজ নিজেদের রবি ঠাকুর, শরৎচন্দ্র বা হুমায়ূন আহমেদ ভাবা শুরু করেছেন

=p~ =p~ =p~

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১১

কয়েস সামী বলেছেন: আশা করি সেই দিন বেশি দূরে না।

১৫| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০০

কলমের কালি শেষ বলেছেন: বরাবরের মতই চমৎকার । সবগুলোই ভালো লেগেছে ।+++

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১১

কয়েস সামী বলেছেন: নিয়মিতভাবে উৎসাহ জোগানোর জন্য অনেক ধন্যবাদ।

১৬| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৩

ডি মুন বলেছেন: কায়েস ভাই, আমি সঙ্কলনের মতো বিতর্কিত বিষয়ে থাকার পক্ষপাতী নই। যোগ্যও নই। বলতে পারেন এই মুহূর্তে প্রচণ্ডরকম বিব্রত। আশাকরী শীঘ্রই কোনো সিনিয়র গুণী ব্লগারের কাছে এ দায়িত্ব দিয়ে দিতে পারব।

শুভেচ্ছা সতত।

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৪

কয়েস সামী বলেছেন: আপনি বিব্রত হলেও আমরা অনেক খুশি। সেইসাথে আমরা অনেক আশাবাদীও যে, আপনি ঠিক ঠিক ভাবে এ সংকলনটিকে অনেক এগিয়ে নেবেন। অামার যদি একটু সময় থাকতো তবে কিছুটা হজলেও আপনার কাজে আসতাম। তবু চেষ্টা করব কথা দিচ্ছি।

১৭| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: দারুণ লাগলো কয়েস ভাই ।
বিশেষ করে প্রথম টা ।
ভাল থাকবেন ।

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৯

কয়েস সামী বলেছেন: মাহমুদ ০০৭ কে অশেষ ধন্যবাদ। ভাল থাকবেন।

১৮| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫১

হামিদ আহসান বলেছেন: সবগুলোই ভাল লেগেছে। তবে বেশি ভাল লেগেছে মেয়ে পটানোর উপায় ...........

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১০

কয়েস সামী বলেছেন: শিখে নিয়েছেন নিশ্চয়ই। এবারে কাজে নেমে পড়ুন।

১৯| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৫

মৃত মানব বলেছেন: মজা পেলাম

১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩০

কয়েস সামী বলেছেন: মৃত মানব মজা পাওয়ায় ভয় পেলাম।

২০| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৭

নাসরিন চৌধুরী বলেছেন: বেশ লিখেছেনত!!!
ভাল লেগেছে সবগুলোই

১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩১

কয়েস সামী বলেছেন: অনুপ্রানিত হলাম।

২১| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৩

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: দারুণ লেখা !! আপনার লেখার পাঠক হয়ে গেলাম ।

১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩১

কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ।

২২| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৫

অপূর্ণ রায়হান বলেছেন: ৭ম ভালোলাগা ভ্রাতা +

চমৎকার হয়েছে লেখাগুলো ।

ভালো থাকবেন :)

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৭

কয়েস সামী বলেছেন: অাপনাকেও অনেক ধন্যবাদ। অনেক।

২৩| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২২

মনিরা সুলতানা বলেছেন: অতঃপর তাহারা সুখে শান্তি তে বসবাস করিতে লাগিল

=p~ =p~ =p~ =p~ =p~

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৮

কয়েস সামী বলেছেন: বুঝলেনতো, কখন সুখ আসে? আমাদের রূপকথাগুলো খুব অবাস্তব কথা বলে!!

২৪| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪২

ডি মুন বলেছেন: অনেক ধন্যবাদ কয়েস ভাই
আপনাকে পাশে পেলে ভীষণ আনন্দিত হব।

https://www.facebook.com/de.moon.9028

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৯

কয়েস সামী বলেছেন: থ্যাংকস্। যোগাযোগ করব। এবারের প্রোপিকটাতো দুর্দান্ত হইসে!!

২৫| ১১ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন:




অতঃপর কবির ও তানিয়া সুখে শান্তিতে বসবাস করতে থাকল। তাদের সেপারেশনের পর।

বেশি ভালো লাগলো।
অন্যগুলোও ভালো হয়েছে।

১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩২

কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন।

২৬| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


সবগুলোই সুন্দর এবং মজার। শেষেরটি অউসাম!

১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪১

কয়েস সামী বলেছেন: অনেক উৎসাহ পেলাম। ভাল থাকুন প্রিয়।

২৭| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:২০

শান্তির দেবদূত বলেছেন: সবগুলোই বেশ ভালো লেগেছে। তবে ব্লগারদেরটা বেশি ভালো। চালিয়ে যান, শুভেচ্ছা রইল।

১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৩

কয়েস সামী বলেছেন: আহ! সাত সকালে উঠে আপনার মন্তব্যে মনটা ভরে গেল। অনেক ধন্যবাদ।

২৮| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৪

আরজু পনি বলেছেন:

গল্পগুলো পড়তে ভাল লাগছিল ।
শুভেচ্ছা রইল কয়েস সামী ।।

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

কয়েস সামী বলেছেন: আহ! অনেক দিন পর আপনাকে পেলাম। অনেক অনেক ভাল লাগছে।

২৯| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

জাফরুল মবীন বলেছেন: অতঃপর কবির ও তানিয়া সুখে শান্তিতে বসবাস করতে থাকল। তাদের সেপারেশনের পর। -অসাধারণ সেন্স অব হিউমার!

সবগুলো গল্পই ভাল লেগেছে :)

ধন্যবাদ ভাই আপনাকে।

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৩

কয়েস সামী বলেছেন: প্রিয় ডাক্তারকে অনেক ধন্যবাদ।

৩০| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২

রিফাত ২০১০ বলেছেন: ভালো লাগলো ।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১০

কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.