নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা অামার তৃষ্ণার জল

কয়েস সামী

i m nothing in this huge world...

কয়েস সামী › বিস্তারিত পোস্টঃ

একটি প্রেমের মিনি উপন্যাস: একগুচ্ছ প্রেমপত্র এবং অতঃপর ...

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৬



১.
হে আগন্তুক,
আমি সবসময় তোমাকে ভালবেসেছি।
হয়তোবা এ বিষয়টা এখনও তোমার অজানা।
সবারই অজানা।
কেউ জানে না, কেবল আমি ছাড়া।
তাই আমি এখন আমার এতোদিনের লজ্জার মাথা খেয়ে এ কথাটি তোমাকে বলতে চাই।
আমি তোমাকে ভালবাসি।
সবসময়।
কিন্তু তুমি আমাকে কখনো খেয়ালই কর না।
২.
আমি দূর থেকে তোমাকে দেখছি। লুকিয়ে লুকিয়ে।
কারণ, তোমার চারপাশে তোমার বন্ধুরা।
কারণ, আমি একটা ভীতুর ডিম।
তোমার কাছে গিয়ে মনের কথা বলার মতো ওতো সাহস আমার নাই।
কারণ আমি জানি,
তোমার দ্বারা আমাকে ভালবাসা প্রায় অসম্ভব।
৩.
আমি তোমার পাশ দিয়ে বাড়ি যাচ্ছি।
তুমি তোমার বন্ধুদের নিয়ে মাঠে খেলছ।
তোমাকে কি যে ভয়ানক হ্যান্ডসাম লাগছে।
এটাই তোমার সাথে আমার পার্থক্য।
আমি মোটেও রূপবতী না, আর তুমি ভয়াবহ হ্যান্ডসাম।
তুমি কি আর আমাকে ভালবাসবে?
৪.
আজ আমার মন ভীষণ খারাপ।
দুদিন ধরে তুমি স্কুলে আসছো না।
আমি নিশ্চিত তুমি আমাকে পছন্দ কর না।
করলে কখনো স্কুল মিস দিতে না।
আমাকে দেখার জন্য হলেও স্কুলে আসতে।
আমি যেমন করে প্রতিদিন স্কুলে আসি। পড়ার জন্য না। তোমাকে দেখার জন্য।
তুমুল জ্বর থাকলেও আসি।
৫.
ভালবাসা নাকি খোলা দরজা।
এটা কি সত্যি?
সত্যি কি ভালবাসা একটা খোলা দরজা? যে কেউ তাতে প্রবেশ করতে পারে?
নাহ! আমার বিশ্বাস হয় না।
৬.
কাল রাতে তোমাকে স্বপ্নে দেখলাম।
তোমার পরনে ছিল একটা কাল টি-শার্ট আর ব্লু জিনস।
আমি একটা সাদা জামা পরেছিলাম।
তুমি আমার দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়েছিলে।
আমি হাসিমুখে এগিয়ে যাচ্ছিলাম।
কিন্তু, না। আমি তোমার কাছে কিছুতেই পৌছাতে পারছিলাম না।
আমি হাটছিলাম আর হাটছিলাম।
তুমি এতো দূরে দাঁড়িয়েছিলে!
রাস্তা ফুরোবার আগেই আমার ঘুম ভেঙে গিয়েছিল।
এটা কি তবে ইশ্বরের পক্ষ থেকে কোন সতর্কবার্তা ছিল?
ইশ্বর কি আমাকে জানিয়ে গেলেন আমার এই প্রাপ্তিহীন ভালবাসা থেকে যেন আমি পিছু হটে যাই?
কী জানি!
৭.
আমার বন্ধুরা বলতো, তোমার প্রতি আমার ভালবাসা আসলে নাকি সত্যিকারের ভালবাসা নয়!
একে নাকি মোহ বলা হয়।
আমিও নিজেকে অনেকবার প্রশ্ন করেছি।
মন প্রতিবারই উত্তর দিয়েছে-
না মেয়ে, তুমি তাকে আসলেই ভালবাস।
৮.
আমি একটা প্রেমের গল্প পড়েছি।
প্রেম বুঝি কেবল বেদনাময়?
গল্পটা কেন যে পড়লাম!
এখন আমি বুঝতে পারছি, আমার এ ভালবাসা কখনোই সত্যি হবে না।
হায় প্রেম! ভাংচুর প্রেম!
আমি তো তোমার চোখে কখনোই পড়ব না!
না এখন, না ভবিষ্যতে।
কখনোই না।
৯.
আমার বাবা আমাকে আর মাকে নিয়ে গেলেন একটা বাড়ী দেখাতে। উনি সেটা কিনতে চান।
ঘরটা দেখলাম।
গোলাপি রঙের সেই ঘর।
ভ্যালেন্টাইনের মতো গোলাপি রং।
গোলাপি রঙটা আমাকে তোমার কথা মনে করিয়ে দিল।
আমি বাবাকে নিষেধ করলাম বাড়িটা কিনতে।
উনার পছন্দ হলেও যেন না কিনে বাড়িটা।
গোলাপি যার রঙ।
গোলাপি বাড়িটা আমাকে যে তোমাকে পাওয়ার সম্ভাবনাহীনতার কথা মনে করিয়ে দিল।
১০.
বিষয়টা নিয়ে আমি অনেক ভেবেছি।
যেহেত বাবা বাড়িটা পছšদ করেছিলেন আমার নিষেধ করাটা উচিত হয় নি।
হয়তোবা আমার উচিত ছিল বাড়িটাতে থাকার আর যতোবার ওটা তোমার কথা আমাকে মনে করিয়ে দিত ততোবার আমার সেই না পাওয়ার কষ্টটা অনুভব করার।
এভাবে কষ্ট সইতে সইতে হয়তো বা তোমাকে আমার সেই গোলাপি বাড়িতে নিয়ে আসতে পারতাম।
তারপর হয়তোবা গোলাপি ভালবাসায় আমরা দুজনে দিন কাটাতে পারতাম।
হয়তো বা!
১১.
হাতাশা আমাকে চারদিক থেকে ঘিরে ধরেছিল।
তাই আমি গুগল এর দ্বারস্থ হলাম। ভালবাসার কিছু পঙক্তি খুঁজে পড়ার জন্য।
ভেবেছিলাম পংক্তিগুলা আমার হাতাশা কটিয়ে দিবে।
কিন্তু সেটা ঘটল না।
আমি কয়েক ঘন্টা ধরে কাঁদলাম।
কারণ হয়তোবা আমার প্রিয় নাক ফুলটা খুঁজে পাচ্ছিলাম না।
হয়তোবা তোমার কথা ভাবতে ভাবতে আমার হাতের আইসক্রিমটা গলে পড়েছিল বলে।
হয়তোবা কেঁদেছিলাম এই জন্য..
এই জন্য যে ভালবাসার সকল পঙক্তিই শুধু বিষাদের কথা বলে, বিরহের কথা বলে।
এই জন্য যে গুগল করে বের করা সকল কথামালাই কেবল তোমাকে না পাওয়ার কথাই মনে করিয়ে দিচ্ছিল।
ভালবাসা কেন এতো কাঁটাময়?
স্কুলে যদি ভালবাসা নামের কোন বিষয় থাকতো তবে আমি কখনোই তাতে পাশ করতে পারতাম না।
কারণ আমি ভালবাসতে জানি না। ভালবাসা প্রকাশ করতে জানি না।
কারণ আমিই সেই মেয়ে যার ভালবাসার মানুষটা আমার অস্তিত্ব সম্পর্কেই জানে না।
চলবে...

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৯

বিজন রয় বলেছেন: ভালবাসা কেন এতো কাঁটাময়? আসলেই কি??
++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৭

কয়েস সামী বলেছেন: কি জানি রে ভাই। দেখা যাক কি হয়!

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৭

আরজু পনি বলেছেন:
পড়ার জন্যে না...শুধু মাত্র প্রিয় মানুষটিকে দেখার জন্যে স্কুলে যাতায়াত ! হায় হায়রে
ভবিষ্যত তো দেখি অন্ধকার !

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২০

কয়েস সামী বলেছেন: আরে! আপু যে! ভাল আছেন!

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৯

উদ্ধাস্ত৬১ বলেছেন: ভাল লেগেছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২০

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

অলওয়েজ ড্রিম বলেছেন: চলুক।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২১

কয়েস সামী বলেছেন: চলবে!

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০

তানজির খান বলেছেন: দারুণ লিখেছেন। ভাল লেগেছে। ভালবাসা দিবসের শুভেচ্ছা রইল

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২১

কয়েস সামী বলেছেন: আপনাকেও শুভেচ্ছা!

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

উল্টা দূরবীন বলেছেন: ভালো লেগেছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২১

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২০

প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহা, কাঁচা বয়েসের অসোয়াস্তি!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২১

কয়েস সামী বলেছেন: অনেক দিন পর দেখা! কেমন আছেন প্রিয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.