নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা অামার তৃষ্ণার জল

কয়েস সামী

i m nothing in this huge world...

কয়েস সামী › বিস্তারিত পোস্টঃ

মিনি গল্পসমগ্র-১০

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৩

১. সত্য কথন!

ঘুমে চোখ জড়িয়ে আসছে মেয়েটির। তবু শেষ কথাটা লিখে তবেই ঘুমাবে বলে ঠিক করল সে। তাকে বিরাট অপবাদ দেয়া হচ্ছে। এর প্রতিবাদ তাকে এখনই করতে হবে। তাই সে লিখল-

বিশ্বাস কর, তুমি ছাড়া আমি অন্য আর কারো সাথে চ্যাট করি না।

যত্ন করে লেখা ট্যাক্সটটি অবশেষে পাঠিয়ে দিল পরপর দুজনের কাছেই!

২. অপেক্ষায় নাই

মাঝেমাঝেই ছেলেটির মরে যেতে ইচ্ছে করে। কিন্তু পরক্ষনেই আবার ভাবে, ওপারে গিয়ে যদি দেখে নীলা তখন আর তার অপেক্ষায় নাই!

৩. স্বর্গ!

আপনার কেমন লাগবে, মৃত্যুর পরে ইশ্বর যদি জিজ্ঞেস করেন- স্বর্গটা কেমন ছিল?

৪. সোজা আঙুলে ঘি না উঠলে...

হঠাৎ একদিন সকালে জেগে দেখি, আমাদের বাসার নীল ফটকে সাদা কাগজে লেখা, খবরদার তুই আর ছাত্রী পড়াবি না, পড়ালে তোর কপালে শনি আছে। আমি বাবা নির্ঝঞ্ঝাট মাস্টার মানুষ। গায়ে পড়ে ঝামেলায় জড়িয়ে লাভ নেই- এ ভেবে ছাত্রী পড়ানো বাদ দিয়ে কেবল ছাত্র পড়ানো শুরু করলাম। অতঃপর একদিন জানতে পারলাম, সাদা কাগজে লেখা হুমকিটি দিয়েছিলেন যিনি তিনি অনেক আগে থেকেই আমাকে ছাত্রী না পড়াতে বলছিলেন।
তিনি আর কেউ নন, আমার সহধর্মিনী!

৫. ফ্র্যান্ড রিকোয়্যাস্ট!

নাতাশার সাথে মাত্র গতকাল দেখা হল। এখনই কি তাকে ফ্র্যান্ড রিকোয়্যাস্ট পাঠানো ঠিক হবে? কি হবে নাতাশা যদি রিকোয়েস্ট এক্সেপ্ট না করে! সে হয়তো সে তার বন্ধুদের সাথে সারাক্ষণ এ নিয়ে ঠাট্টা করবে। মনে হয় এটা ঠিক হবে না।
তখনই ফেসবুকে একটা নোটিফিকেশন এল।

-নাতাশা ওয়ান্টস টু বি ইউর ফ্র্যান্ড!

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪

চাঁদগাজী বলেছেন:



এগুলো কিছু বাক্য মাত্র, মিনি মুনি কোন কিছুই মনে হয়নি

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫১

কয়েস সামী বলেছেন: আসলে নিজের লেখাকে নিজে বিচার করা যায় না। তাই পোস্ট করা। আপনার গঠনমূলক মতামতের জন্য অনেক ধন্যবাদ।
তবে এ বাক্যগুলোর গুরুত্বও কিন্তু কম না। আমার অনেক বড় গল্পও যেখানে আপনার মন্তব্য টানতে পারে নি, এ বাক্যগুলো পেরেছে!! হাহাহা। ভাল থাকুন।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৭

জাহিদ অনিক বলেছেন: আপনার কেমন লাগবে, মৃত্যুর পরে ইশ্বর যদি জিজ্ঞেস করেন- স্বর্গটা কেমন ছিল?


এটা ভাল ছিল ।

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫২

কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫০

সুমন কর বলেছেন: ৩ ভালো লাগল।

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২১

চাঁদগাজী বলেছেন:



সময়ের সাথে আপনার অন্য গল্পগুলো পড়ার চেস্টা করবো।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

হাতুড়ে লেখক বলেছেন: ৩ নং টা ভাল্লাগসে বেসম্ভব।

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯

কয়েস সামী বলেছেন: আপনারেও বেসম্ভব ধন্যবাদ।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল।

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০০

কয়েস সামী বলেছেন: আবার অাসবেন।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৮

ইমরান নিলয় বলেছেন: ১, ৩ ইন্টারনেটে পড়েছিলাম। বাকীগুলো কেন যেন আপনার মতো হয়নি। শুভকামনা।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০১

কয়েস সামী বলেছেন: ১ টা একটা সত্যি ঘটনা। আমার বন্ধুর প্রেমিকা এই কাজটা করে ধরা খাইসিল। ৩ মিলল কিভাবে বুঝতেসি না। তবে ঠিকই বলেছেন। আমি নিজেও এ পোস্ট লিখে আনন্দ পাইনি। তবু দেখুন না, এ পোস্টেই আমার অন্য পোস্টগুলোর থেকে পাঠক বেশি!! মন্তব্যও!

৯| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০২

আমি তুমি আমরা বলেছেন: তিন নম্বরটা অসাধারন ছিল। অনেকদিন পর আপনার মিনিগল্প সিরিজটা পেলাম। আশা করি এখন থেকে নিয়মিত চালিয়ে নেবেন। :)

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০১

কয়েস সামী বলেছেন: আশা করি পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.