নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

ডিসি মনিরুলকে নোবেল দেওয়া হোক

২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪২

নিউ জিএমবি মহিলা জেবুন্নাহার শীলাকে গ্রেপ্তার করার পর পর ই দুই-তিনটা পোস্ট আসে যে এটা সরকারের একটা নাটক এর অংশ কেননা জেএমবি কর্মী জেবুন্নাহার শীলাকে নাকি তিন মাস আগেই পুলিশ গ্রেপ্তার করেছিল। আমি তন্ন তন্ন করে খুজে দেখলাম তখনকার পত্রিকা গুলি..... কোথায় দেখলাম না যে বলা হয়েছে যে যাকে গ্রেপ্তার করা হয়েছে উনি জেবুন্নাহার শীলা। ভীষন নাটকীয় পোস্ট দিলেন সম্ভবত আকিলিকস ভাই...এই নাটকের জন্য ডিসি মনিরুলকে নোবেল প্রাইজ দেওয়ার জন্য...উনি কিছু অখ্যাত পত্রিকার কাটিং ও নিয়ে আসলেন 'প্রমান' হিসাবে...আমরা বিশ্বাস করলাম ...চুপচাপ রইলাম...ভাবলাম এটা নিয়ে সকল পত্র-পত্রিকা সরব হবে সরকার কে ফাদে ফালানোর মওকা হিসাবে। আজ তিন দিন হয়ে গেল...কোন পত্রিকায় কোন রিপোর্ট দেখলাম না এটা নিয়ে। তাহলে কে ভুল??? আকিলিকস ভাইয়ের পোস্টে ও সেই নোবেল দেওয়ার পোস্ট ও খুজে পেলাম না???

সবচেয়ে আশ্চর্য্য হয়েছে আমাদের শ্রদ্ধেয় ব্লগার ঢাকাবাসীর কমেন্ট গুলি দেখে ঔ পোস্ট গুলিতে....উনি ও সাপোর্ট দিয়ে গেলেন সরকার নাটক করছে। উনাদের কে জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে যে মহিলা সবার চোখের সামনে সুইসাইড ভেস্ট দিয়ে মারা গেলেন..লাইভ.. সেটাও সরকার 'নাটক' করে করেছে??????

আপনাদের পোস্ট/কমেন্ট প্রকারন্তরে জংগীপনা কে সাপোর্ট করা কে ই বুঝায়।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১০

বন্দী কন্ঠস্বর। বলেছেন: বাংলাদেশ প্রতিদিন পত্রিকা কি অখ্যাত পত্রিকা?

'মেজর জাহিদের স্ত্রী : আজিমপুরে জঙ্গি আস্তানায় অভিযানে ‘মেজর’ জাহিদের স্ত্রীসহ তিন নারী জঙ্গিকে আটক করেছে পুলিশ। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের গুলিতে আহত এই তিন নারী জঙ্গির মধ্যে একজন হলেন মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শিলা। ওই বাসা থেকে মেজর জাহিদের দুই শিশু সন্তান জুনায়েরা (৬) ও মারিয়াম (১)-কেও উদ্ধার করেছে পুলিশ। তাদের একজনকে নারী পুলিশ কর্মকর্তার তত্ত্বাবধানে রাখা হয়েছে। '

জঙ্গি করিম নিহত, জাহিদের স্ত্রীসহ তিন নারী গ্রেফতার লালবাগ আস্তানায় পুলিশের অভিযান

২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪০

কলাবাগান১ বলেছেন: আন্দাজের উপর রিপোর্ট কি নিয়ে ভজগট না পাকালে ই কি নয়? ধারনা করা হচ্ছিল যে যে তিনজন কে গ্রেপ্তার করা হয়েছিল তার মাঝে জেবুন্নাহার শীলা ছিলেন কিন্তু পরে র রিপোর্ট টা কি আপনার চোখে পড়ে নাই???

প্রথম আলোর রিপোর্ট টা ই পড়ুন

here

আর উনাকে কে জীবন্ত ই ধরা হয়েছে..।উনি কোর্টে সেটা বলতে ই পারেন.. উনার মা ই উনাকে মাইকে আত্মসর্মপন করতে বলেছিলেন...আপানদের মতে তাহলে উনাকে পুলিশই সেই বাসাতে রেখেছিলেন বোমা বা্নাতে??? উনি বাচ্চা নিয়ে সবার সামনে দিয়ে বের হয়ে আসলেন সেই বাসা থেকে আর সেই বাচচাকে তার নানী বলছেন যে শুকিয়ে গেছে...তারমানে বাচ্চা টাকে কোলে নিয়ে জেবুন্নাহার শীলাই ঔ বাসা থেকে বের হয়ে আসেন..।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০২

আহা রুবন বলেছেন: এরা থাকবেই, এমন কথা বলবেই! এরা প্রতিবন্ধী! ঘৃণায় বাবা-মা জঙ্গি সন্তানের লাশ নিতে চায় না, আর খালেদা জিয়া তারা জঙ্গি কি না সন্দেহ(!) প্রকাশ করেন।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৭

কলাবাগান১ বলেছেন: ফকরুল সাহেব ও সন্দেহ প্রকাশ করেন...ব্যাপার টাকে ডাইলুইট করার জন্য ই কি???

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৪

এই আমি রবীন বলেছেন: আহ্হা, কি হুনাইলেন।
সুখী নীলগঞ্জ ভাইয়ের পুষ্টখানা দেইখা তো আমার চোখের পানি বাইরাম, বাইরাম করছিল। (একই জিনিস তিনি কমেন্টেসও কপি পেষ্ট মারছে!)
আমি সুলতান সুলেমান দেখিনা, জি বাংলা দেখিনা। ওনাদের (মনে লয় ওনাদের মাল্টি/সিন্ডিকেট আছে, ঢাকা/আকিলিস/....) পুষ্টের জন্য মনিটর পানে চাইয়া রই, নিরন্তর . . .!

২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩০

কলাবাগান১ বলেছেন: আমি ঢাকাবাসী সাহেবের কমেন্ট দেখে বড়ই লজ্জিত

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৪

বন্দী কন্ঠস্বর। বলেছেন: তর্ক বিতর্ক নয়,এইসব সেন্সিটিভ বিষয় নিয়ে যেহেতু প্রশ্ন আসছে,তাই সংশ্লিষ্টদের ব্যাখ্যা দেয়া উচিত।তবে আপনার কথার প্রেক্ষিতে ২/১ টা কথা বলতে চাই।

ধারনা করা হচ্ছিল যে যে তিনজন কে গ্রেপ্তার করা হয়েছিল তার মাঝে জেবুন্নাহার শীলা ছিলেন কিন্তু বাংলাদেশ প্রতিদিনে স্পষ্ট ভাষায় রিপোর্ট করা হয়েছিলো ওই বাসা থেকে মেজর জাহিদের জেবুন্নাহার শিলা এবং দুই শিশু সন্তান জুনায়েরা (৬) ও মারিয়াম (১)-কেও উদ্ধার করেছে পুলিশ।

আর কোর্টে কি কারনে আসল তথ্য আসামীরা বলে না,সেটা আপনিও জানেন,সবাই জানে।
তবে ২/৪ জন বলার চেষ্টা করছে,লাভ কি হয়েছে?

' ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শেখ ইফতিশাম আহমেদ আজ আদালতকে বলেন, গত ২৯ এপ্রিল রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে রাজশাহী নগরের মোন্নাফের মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। অন্ধকার একটি কক্ষে (হাজতখানার মতো) তাঁকে আটকে রাখা হয়। হাতে হাতকড়া ও চোখ সব সময় বাঁধা থাকত। গত ২৯ নভেম্বর মাইক্রোবাসে করে তাঁকে চট্টগ্রামে র‍্যাব-৭ কার্যালয়ে আনা হয়। সেখান থেকে চোখ বাঁধা অবস্থায় গত বৃহস্পতিবার ভোরে উত্তর কাট্টলীর একটি বাসায় নিয়ে যাওয়া হয়। র‍্যাব সদস্যরাই ওই বাসার ভেতর আগুন ধরিয়ে দেন। পরে চোখ খুললে তিনি ঘরের ভেতর অস্ত্র দেখতে পান। মিডিয়ার সামনে হাজির করার পর মাইক্রোবাসে তুলে র‍্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ওই দিন রাত তিনটার দিকে আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়। থানায় প্রথম এই পাঁচজনের সঙ্গে দেখা হয়। এর আগে কেউ কাউকে চিনতেন না।'

আগেই তাঁদের তুলে নেওয়া হয়, পরস্পরকে চেনেনও না তাঁরা

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩১

কলাবাগান১ বলেছেন: ধারনা করা হচ্ছিল"
এখন ধারনা কে সত্য বলে পত্রিকা প্রকাশ করলে সেটা সরকারের নাটক হবে কেন??? জংগি নাটক করে সরকারের কি অনেক লাভ???

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩

রেজা এম বলেছেন: আলবাত .

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জঙি সমস্যা সমাধানে কেউ আন্তরিক নয়। সবাই রাজনৈতিক ফায়দা লুটতে চায়। এর থেকে বের হয়ে আসতে হবে।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০২

কলাবাগান১ বলেছেন: জঙি সমস্যা সমাধান না করে কে চায় দেশটাকে আফগানিস্হান/পাকিস্হান বানাতে???

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

শূণ্য পুরাণ বলেছেন: সরকার জনসম্পৃক্ত হয়ে সাধারণভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় অাসলে এসব প্রশ্ন অন্তত সাধারণ মানুষের মধ্যে অাসত না, যেহুতু সরকার ফাকিঝুকির মাধ্যমে মসনদ দখল করেছে তাই এসব কাজকেও মানুষ ফাঁকিঝুকি মনে করে। একবার অাস্থা উঠে গেলে অাস্থা ফিরিয়ে অানা খুব কঠিন।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০২

বন্দী কন্ঠস্বর। বলেছেন: মানুষের বিশ্বাস ও আস্থা উঠে গেলে,এভাবে ট্রল করে!!!

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৬

কলাবাগান১ বলেছেন: আরো ক্ষয়খতি না হওয়াতে আপনাকে বিষন্ন মনে হচ্ছে

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

সাদা মনের মানুষ বলেছেন: মিথ্যা বলে যারা এই জঙ্গীদের পক্ষ নিচ্ছে তাদের জন্য ঘৃণা.....আমরা চাই সরকারে এমন অভিযান অব্যাহত থাকুক।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০১

কলাবাগান১ বলেছেন: ব্লগারদের মত শিক্ষিত লোকদের কাছ থেকে এটা আশা করি নাই.. দেশটা আফগানিস্হান/পাকিস্হান হোক সেটা কারোই এর কাম্য নয়

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৬

এডওয়ার্ড মায়া বলেছেন: view this link

view this link

view this link[link||view this link][link||view this link][link||view this link][link||view this link][link||view this link][link||view this link][link||view this link][link||view this link][link||view this link]

view this link

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০০

কলাবাগান১ বলেছেন: আপনার মতে তাহলে এগুলি নাটক??? আপনি দেখিয়েছেন সেপ্টম্বর ১০ এর প্রথম আলোর খবর যেখানে ধারনা করা হয়েছিল যে মেজর জাহিদের স্ত্রী গ্রেপ্তার কৃত নারীদের একজন হতে পারেন। কিন্তু আমি যে সেপ্টম্বর ১১ এর খবর যেখানে বলা হল যে মেজর জাহিদের স্ত্রী গ্রেপ্তার কৃত নারীদের মধ্যে ছিলেন না সেটা আপনার চোখে পড়ল না???

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:০২

এডওয়ার্ড মায়া বলেছেন: মতি আলুর চোখে ফারাজ ই বাংলাদেশ !
view this link

আমার মত ছিল -কারে বিশ্বাস করমু ? বিশ্বাসের যায়গাটা প্রতিদিন দূর্বল হয়ে পড়ছে ।
আপনার পোষ্টের প্রতি বিশ্বাস রাখলাম ।

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৩

রাসেল ফেরদৌস নূর বলেছেন: কিছু কিছু মানুষের কাছে , তার বাচ্চার কান্নাও নাটক মনে হয় ।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ছাগু ও ছাগুমনষ্কদের বুঝানো আমাদের কর্ম নয়। ওরা দিন দিন বুদ্ধির দীনতাহেতু বিলীনতার দিকে এগিয়ে যাবে। এটাই তাদের ভবিতব্য। যতই তাদেরকে বুঝাবেন তারা ততই প্যাঁচাবে............

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ২:০১

ডঃ এম এ আলী বলেছেন: একটি পোস্টের বিষয়কে খুঁটিয়ে দেখে বিশ্লষন করাই একজন ব্লগারের প্রথম কাজ হ ওয়া উচিত । বিশ্লেষনে সঠীক কোন তথ্য উঠে অআসলে পাঠক নীজের বিবেচনা করে নিবে কোনটা সঠিক ।
নববর্ষে লিলি ফুলের শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.