নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

প্রথম প্রাইমেট ক্লোনিং- মানুষ ক্লোনিং তাহলে দ্বারপ্রান্তে

২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৯




আজ চাইনীজ বিজ্ঞানীরা প্রথম বার বানর ক্লোনিং করতে সক্ষম হলেন...এর আগে ভেড়া, কুকুর, বিড়াল, গরু এদেরকে কোন সেক্সুয়াল প্রসেস ছাড়াই শরীরের জীবন্ত কোষ থেকেই ক্লোন করা হয়েছিল কিন্তু কোন প্রাইমেট (মানুষ ও প্রাইমেট গোত্রের) কে ক্লোনিং করা সম্ভব হচ্ছিল না এই সোমাটিক সেল ট্রান্সফার করে। তিন বছর চেস্টার পর আজ ঘোষনা দেওয়া হল যে প্রথম প্রাইমেট কে ক্লোন করা হল...প্রাইমেট ক্লোনিং এ যখন সফলতা আসল, তাহলে মানুষ ক্লোনিং ও বেশী দুরে নয় (যদি আইনের বাধা না থাকে)....যারা তাদের মৃত দেহ লিকুইড নাইট্রোজেন এ প্রিজার্ভ করে রেখেছে (আমেরিকাতে অনেকেই তা করছে-পয়সাওয়ালারা), তাদের কোষ থেকে হয়ত বা আবার তাদের কে ক্লোন করার চেস্টা হবে আজ থেকে ২০-৩০ বছর পরে (হয়ত)...

মেয়ের ডিম থেকে তার নিউক্লিয়াস সরিয়ে যার ক্লোন করা হবে তার কোষ থেকে নিউক্লিয়াস নিয়ে ডিমের মাঝে প্রতিস্হাপন করা হয়..তারপর কারেন্টের শক দিয়ে ডিম আর ডোনার নিউক্লিয়াসকে ফিউজ করা হয়...তারপর সেই ডিম কে গর্ভে স্হাপন করা হয় এবং যথা সময়ে বাচ্চা তৈরী হয়। যেহেতু বাচ্চার সব ডিএনএ আসে ডোনার কোষ থেকে, বাচ্ছা ১০০% সেইম (ক্লোন) হয় ডোনার এর মত।




মানুষকে ল্যাবে বানানো (ক্লোনিং) আরম্ভ হলে....সব কিছুই উলটপালট হয়ে যাবে..
বিস্তারিত নিচে

Monkey Cloning

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫১

নূর-ই-হাফসা বলেছেন: মানুষ কে ক্লোনিং করা হলে ব‍্যাপার টা কি সাংঘাতিক হবে । ভাবাই যাচ্ছে না ।
এমনিতেই মাথা প্রতিস্থাপনের কথা শুনা যাচ্ছে অনেক দিন থেকেই ।
মৃত্যু মানুষ জীবিত করার গবেষনাও নাকি চলছে ।

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৪

কলাবাগান১ বলেছেন: এটাই বিজ্ঞান

২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১

চাঁদগাজী বলেছেন:


মানুষ ক্লোনিং করা ঠিক হবে না, চীনাদের ক্লোনিং করা হোক।

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬

কলাবাগান১ বলেছেন: ক্লোনিং করে যেহেতু টাকা আর্ন করা যাচ্ছে..মানুষ ক্লোনিং ও ইভেনটুয়ালী হবে। এখনই পোষা কুকুর মারা যাওয়ার পর ৮০,০০০ ডলারে কমার্শিয়ালি ক্লোনিং হচ্ছে

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৯

জাহিদ হাসান বলেছেন: ক্লোনিং একটা অগ্রগতি। মানুষের।
আলেক্সান্দ্রো দো রোঁসা
বেলমোপান,বেলিজ

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৭

কলাবাগান১ বলেছেন: ক্লোনিং একটা অগ্রগতি। মানুষের।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪২

শামচুল হক বলেছেন: মানুষ ক্লোনিং করা ঠিক হবে না।

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬

কলাবাগান১ বলেছেন: কিন্তু বিজ্ঞান তো বসে থাকবে না

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
মানুষ ক্লোনিং করা ঠিক হবে না, যারা বলছেন তারা ভয়ে বলছেন-
পাছে যদি খোদার উপর খোদগারি হয়ে যায়।

বুঝতে হবে মানুষ অন্যান্ন প্রানীদের মত একটা প্রানী, আরোপিত কোন স্পেশাল প্রানী না।
কুত্তার ক্লোনি সম্ভব হলে মানুষ ক্লোনিংও সম্ভব।

কর্পোরেট যুগে সিংগেল পেরেন্ট, সিঙ্গেল মানুষের সংখা বাড়ছে। বাজারে চাহিদা থাকলে মানুষ ক্লোনিং দাবী আসবে। এর জন্য আইন তৈরি হবে।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৯

কলাবাগান১ বলেছেন: বাজারে চাহিদা থাকলে মানুষ ক্লোনিং দাবী আসবে। স হমত

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩

কালীদাস বলেছেন: কেউ কেউ দাবি করে যে অলরেডি মানব ক্লোনিং করা হয়েছে; যদিও অফিশিয়াল প্রমাণ নেই কোথাও। এরিয়া ৫১? :P

পারসোনালি আমি কিছুটা মানব ক্লোনিংএর বিরুদ্ধে, জিনিষটা প্রকৃতির উপর বেশি হস্তক্ষেপ করা মনে হয় আমার কাছে। বিজ্ঞান সাপোর্ট করা বিজ্ঞানের অপব্যবহার করা দুইটা এক না, নিউক্লিয়ার ডিজাস্টারগুলো শিক্ষা দেয় বানরের হাতে তলোয়ার দেয়ার ফল। এজন্যই মনে হয় মানব ক্লোনিং এর ইমপ্যাক্ট খারাপ হতে পারে হিউম্যান সিভিলাইজেশনে। আবার এটাও ঠিক যে জেনেটিকালি পিওর মানুষ পাওয়া নিশ্চিত করবে হয়ত এই জিনিষ কোন একদিন।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৮

কলাবাগান১ বলেছেন: কিন্তু জেনেটিক ডাইভার্সিটি যেটা নেচার ফেইথফুল্লি তৈরী করে, সেটা অনেক বেশী দরকার। ক্লোনিং বেশী ইউজ হবে মানব অংগ তৈরীতে যেটা ইউজ হবে প্রতিস্হাপনের কাজে

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৪৬

নতুন বলেছেন: ক্লোনিং খুবই শীগ্রহী অংগ তৌরিতে ব্যবহার শুরু হবে...

আর যেহেতু ক্লোনিং করা মানুষ কিন্তু ঠিক তার মতন হবেনা... এবং ক্লোনকেও সময় পার করে বয়স্ক হতে হবে... তাই মানুষ ক্লোনিং অংগ তৌরির ছাড়া অন্য খুব একটা কাজে লাগবেনা।

২টা ক্লোন দুই পরিবেশে মানুষ হলে দুই মানুষে পরিনত হবে... মনের দিকে তাদের মিল থাকবেনা...শুধু চেহারাই হয়তো একই হবে।

তাই আমার মতে হাট`,লিভার,কিডনির মতন অংগের জন্যই এই প্রযুক্তির ব্যাপক ব্যবহার শুরু হবে... সামনের দশকেই।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩১

কলাবাগান১ বলেছেন: আমি ও তাই মনে করি ...

কিন্তু চেহারা এক হলেও জিনোম সেইম হওয়াতে্ ..অনেক কিছুই আগে থেকেই বলা সম্ভব হবে যেটা হবে সাধারন জীবন যাপনের পরিপন্হী..।হার্টের রোগী ঠিকই হার্টের প্রবলেম এ পরবে যদি জেনেটিক হয়ে থাকে...আবার সাবধান ও হতে পারে আগে থেকে কি রোগে ভুগবে জানতে পেরে.....

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ক্লোন হচ্ছে অনেক পরে জন্ম নেয়া আইডেন্টিকাল যমজের মতো | যমজেরা শারীরিক বৈশিষ্টের দিক দিয়ে একরকম হলেও মন-মানসিকতায় কখনো সম্পূর্ণ অভিন্ন হয় না | তাছাড়া দুই যমজের জীবনের অভিজ্ঞতাও কখনো অভিন্ন হয় না | মানুষের সাথে অন্যান্য প্রাণীর মূল পার্থক্যই হচ্ছে মানুষ চিন্তা-চেতনার দিক থেকে অনেক অনেক উন্নত | ক্লোনিং শুধুমাত্র শারীরিক দিয়ে আরেকটি অবিকল প্রাণী (মানুষ সহ) সৃষ্টি করতে পারে - কখনোই চিন্তাচেতনায় সম্পূর্ণ অবিকল আরেকটি মানুষ সৃষ্টি করতে পারে না |

সুতরাং শারীরিক ক্লোনিং যে কোনো প্রাণীর ক্ষেত্রেই সম্ভব হলেও মন-মানসিকতার দিক দিয়ে দুটি মানুষ ক্লোন কখনো অভিন্ন হবে না | তাই ক্লোনিং নিয়ে কোনো রকম আশংকার কারণ আছে বলে আমার মনে হয় না |

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৬

কলাবাগান১ বলেছেন: অনেকটাই ঠিক বলেছেন...কিন্তু আশংকার কারন ও আছে...

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: মানব ক্লোনিং নিকট ভবিষ্যতে বাস্তবতা, তবে আশান্বিত হবার চাইতে ব্যক্তিগতভাবে ভয়টাই বেশী পাচ্ছি, কারন ওয়ার্ল্ডে প্রতিটি মানুষই যদি কমবেশী সমআর্থিক অবস্থায় থাকতো, তাহলে কারো জন্যই বিপদজনক হতো না এই বিষয়টা........

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৯

কলাবাগান১ বলেছেন: বিপদজনক না হয়ে সহায়ক শক্তি হয়ে উঠুক মানব ক্লোনিং

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৬

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: মানব ক্লোনিং চাইনা আমি।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৪

কলাবাগান১ বলেছেন: আমি আপনি না চাইলে ও the genie is out of the bottle.....you can't control it

১১| ০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১২:১৫

ইনাম আহমদ বলেছেন: লেখক কি ইভের ঘটনাটা জানেন না?
Eve: The first Human Clone?
ক্লোনিংয়ের উদাহরণটা অবশ্য প্রমাণ করে যে মানবজাতির অস্তিত্ব রক্ষায় পুরুষের ভূমিকা নেই। নারীকোষ থেকেই ক্লোনিংয়ের মাধ্যমে নতুন নারী তথা মানুষ সৃষ্টি সম্ভব।
এথিকসের কথা জানিনা। এটা নিয়ে বিতর্ক করতে গেলে বিজ্ঞান কখনো এদিকে এগোতে পারবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.