নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

মেয়ে-মেয়ে ইদুর এর সন্তান প্রসব

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৭

https://www.bbc.com/news/health-45801043


এতদিন যেটা ছিল থিয়োরীতে আবদ্ধ , সেটা কে বাস্তবে রূপ দিল চাইনীজ বিজ্ঞানীরা....নেচার সবসময় চায় জেনেটিক বৈচিত্র তার জন্য ই সেক্স এর উৎপত্তি হয়েছে নেচারে...সন্তান তৈরীর জন্য একজন ছেলে আর মেয়ের জেনেটিক ইনফরমেশন এর মিলন ছাড়া সন্তান হবে না... যদিও কিছু প্রানী যেমন কিছু মেয়ে মাছ, টার্কি, কোমোদো ড্রাগন সেক্স ছাড়াই সন্তান জন্ম দিতে পারে (parthenogenesis)। কিন্তু
"Mammals, including us, can make babies only through sexual reproduction - you need an egg from mum and a sperm from dad"

এবার চাইনীজ রা কিছু জেনেটিক ট্রিক এর মাধ্যমে দুইটা মেয়ে ইদুরের জেনেটিক ইনফরমেশন (ডিএনএ) কে একত্রিত করে বাচ্চা ইদুর এর জন্ম দিতে সক্ষম হয়েছে...কিন্তু দুইটা পুরুষ ইদুর এর দ্বারা তৈরি বাচ্চা ৪৮ ঘন্টা পরে মারা যায়!!!!!

"The researchers took an egg from one mouse and a special type of cell - a haploid embryonic stem cell - from another.

Both contained only half the required genetic instructions or DNA, but just bringing them together wasn't enough.

The researchers had to use a technology called gene editing (CRISPR) to delete three sets of genetic instructions to make them compatible.

যখন ডিম আর শুক্রানু মিলন হয়ে এমব্রায়ো তৈরী হয় তখন ডিএন এ এর কোন অংশ বাবা থেকে আর কোন অংশ মা থেকে এসেছে তা বুঝতে পারে কেননা বাবার ডিএনএর একটা অংশ ডিফারেন্ট মার্ক থাকে আবার মায়ের অংশে ও সেইম। চাইনীজ বিজ্ঞানী রা যুগান্তরী টেকনলজি ক্রিসপার দিয়ে সেই মার্ক গুলি 'মুছে' দেন যাতে সেল বুঝতে পারে না যে দুইটা ডিএনই একই সেক্স থেকে এসেছে.. (আজ সকাল ৯-১২ পর্যন্ত্য একটা ল্যাব কোর্স পড়ালাম শুধু ক্রিসপার টেকনোলজির উপর)...। ফলাফল সন্তান প্রসব কিন্তু সেইম এপ্রোচ ইউজ করেও ছেলে-ছেলে ইদুরের বাচ্চা কেন বাচলো না সেটা নিয়ে প্রচুর গবেষনা হবে।

এটা যে একময় হবে সেটা নিয়ে আমি অনেক আগে একটা পোস্ট দিয়েছিলাম
Child birth without father

মানব জাতির জন্য সুখবর নাকি দু:সময় তা সময়ই বলে দিবে.... কিন্তু সমকামী সমাজ যে এটাকে সুখবর হিসাবে নিবে সেটা বলাই বাহুল্য

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: CRISPR is an awesome technology B-)

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৪

কলাবাগান১ বলেছেন: Not only awesome......but also revolutionary

২| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মানব জাতির জন্য সুখবর নাকি দু:সময় তা সময়ই বলে দিবে....
কিন্তু সমকামী সমাজ যে এটাকে সুখবর হিসাবে নিবে সেটা বলাই বাহুল্য

...................................................................................................
অপপ্রয়োগ হলে অবশ্যই এটা সুখবর নয়,
প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে কিনা
ভবিতব্য জানে ।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৪

কলাবাগান১ বলেছেন: Nature is very resilient......it can adapt.....

৩| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চীনারা আসলেই একদিন বিশ্ব শাসন করবে...

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৭

কলাবাগান১ বলেছেন: বিজ্ঞান আগাবেই যদি না ধর্মের অনুশাসন বিজ্ঞান এর জ্ঞান প্রসারে বাধা সৃস্টি না করে...। চীনা আর জাপানিজ রা আমার দেখা মতে সবচেয়ে বেশী ধর্ম থেকে দুরে থাকা জাতি

৪| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৯

আখেনাটেন বলেছেন: এথিক্যাল ইস্যু ছাড়া বিজ্ঞানের যুগান্তকারী ঘটনায় বলা যায়।

ক্রিসপার টেক সামনে অারো বিশাল সুযোগ সৃষ্টি করবে। বিশেষ করে মানুষের জিনগত ক্রুটিগুলো নিরসনে।

ক্রিসপার টেকের লিমিটেশনও রয়েছে এটি জিন এডিটিং এর সময় ডিএনএ'র কিছু অংশ মুছে ফেলতে পারে বা নতুন করে বিন্যাসও করতে পারে। এভাবে ক্যানসার সেল তৈরি হতে পারে।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৬

কলাবাগান১ বলেছেন: ক্রিসপারের এর প্রাথমিক ভার্সনে এই সমস্ত লিমিটেশন গুলি খুব বেশী ছিল কিন্তু সময়ের সাথে এই লিমিটেশন গুলিও দুর হয়ে যাচ্ছে বিশেষ করে "Double nicking by RNA-guided CRISPR Cas9 for enhanced genome editing specificity" টেকনলজি ও খুবই ইফিশিয়েন্ট Cas এনজাইম এর ডেভেলপমেন্ট (Cas৯ এর চেয়ে 'উন্নত' ভার্সন) , এই সমস্ত লিমিটেশন কে কমিয়ে আনতে সাহায্য করছে

৫| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৮

উদাসী স্বপ্ন বলেছেন: তাইলে লুতের আয়াত দেখাইয়া সমকামী হত্যা তো বন্ধ করে দিতে হবে জঙ্গি ধর্মের লোকজনদের। এমনেই এরা মনে করে সমকাম করলে এদের কল্পিত মিথ্যা ঈশ্বর নাকি গজব দেবে। তাইলে তো সব ভুল প্রমানিত হয়ে গেলো। কেমনে কি!!


ওস্তাদ একটা ইনফো দরকার। সিন্থেটিক কিডনির এফডিএ এপ্রুভাল কত দূর?

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ২:২৬

কলাবাগান১ বলেছেন: সিন্থেটিক কিডনি কেন খুজছেন... যেখানে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ক্রিসপার ব্যবহার করে পশুর মাঝে মানুষের উপযোগী 'উৎপাদন' করার জন্য তোরজোড় হচ্ছে...
হার্ভাডের বিখ্যাত বিজ্ঞানী ড: চার্চ কোম্পানী খুলেছেন যাতে করে শুকুরের মাঝে যে সমস্ত ভাইরাস আছে যার জন্য তার কিডনী মানুষের মাঝে প্রতিস্হাপন করা যায় না, সেই সব ভাইরাস কে ক্রিসপার দিয়ে 'সরিয়ে' ফেলা হচ্ছে যাতে করে মানুষের শরীরে প্রতিস্হাপন করলে যেন রিজেক্ট না করে
Humanized kidney

এখানে দেখুন
George Church lab at Harvard

৬| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২৮

নতুন বলেছেন: জিনেটিক্সিরে উন্নতির ফলে ধনীরা এর সুবিধা বেশি নেবে।

তাদের সন্তানরা হয়তো বেশি মেধাবী, শক্তিশালী, সুন্দর হয়ে উঠবে... অসুখ থেকে বাচতে পারবে।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ২:১৯

কলাবাগান১ বলেছেন: এক্সাক্টলি এটাই হবে.....কিন্তু চোখ কান খোলা রাখা শিক্ষিত জনগন ও এর থেকে উপকার পেতে পারে....

৭| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৮

আরজু পনি বলেছেন: ছেলে ছেলে ইদুরের বাচ্চা কেন বাঁচলো না এটা জানার অপেক্ষায় রইলাম।

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৪

কলাবাগান১ বলেছেন: সেটা জানাই হবে বিজ্ঞানের লক্ষ্য

৮| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: কালে কালে যে কত কি দেখব !!!

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৩

কলাবাগান১ বলেছেন: মেয়েকে দেখলাম না জন্মদিনের ডিনারে

৯| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ২:১৬

কলাবাগান১ বলেছেন: প্রথম আলোর ঘুম ভেংগেছে
Prothom Alo

১০| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১২

কে ত ন বলেছেন: মেয়েরা মেয়েরা মিলিত হয়ে কেবল মেয়েই জন্ম দিতে পারবে, কেননা মেয়েদের মধ্যে ওয়াই ক্রমোসম নেই। ছেলে জন্মাতে হলে অবশ্যই একটা পুরুষের ক্রমোসম লাগবে। মৌমাছির ক্ষেত্রে অবশ্য এরকম নয়। একটা ছেলে মৌমাছি জন্ম দিতে শুধু মা লাগে, কিন্তু একটা মেয়ে মৌমাছি জন্ম দিতে একটা পুরুষ ও রাণীর মধ্যে যৌন প্রক্রিয়ার প্রয়োজন পড়ে।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৬

কলাবাগান১ বলেছেন: ওয়াই ক্রমোসম ছাড়াও সেক্স অপারেশন করে মেয়েকে ছেলে তো রূপান্তার করা এখন রুটিন (যদি কেউ ইচ্ছা করে)

১১| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৬

এলিয়ানা সিম্পসন বলেছেন: হুম।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৬

কলাবাগান১ বলেছেন: আপনার কোন কমেন্ট???

১২| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১০

এলিয়ানা সিম্পসন বলেছেন: What's wrong with these people? view this link

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন: ভয়ংকর তথ্য !!! বাংলাদেশে নারীবাদীরা আশা করি জেগে উঠবেন !!!

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৫৯

কলাবাগান১ বলেছেন: আপনার কাছ থেকে দুরে থাকাই শ্রেয় নারীদের...আপনি আবার ক্রস চেক করবেন রাতে নারীকে রাস্তায় দেখলে (আপনি কি সৌদীর রিলিজিয়ার্স পুলিশ??)

১৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন: চাকুরী হতে অব্যাহতি নেওয়া একজন । সে যাই হোক, মধ্যরাতের দেবীকে নিয়ে কমেন্ট তো করতে পারতেন, ব্লগে তো আপনাদের জন্যই লেখা, আপনারা না থাকলে আমিও হারিয়ে যাবো ।

১৫| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: চিনারা মার্কসবাদের মধ্যে ডুবে থাকায় তাদের আর ধর্মের প্রয়োজন পড়ে না। তারা ধর্মীয় সকল কিছু নৈতিক শিক্ষা থেকেই অর্জন করে নেয়। তবে আমি জানতে পেরেছি তারা নাকি সম্পূর্ণ স্বাধীনতাহীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.