নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ক্রিকেট

০৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩১

বাংলাদেশের ক্রিকেটার দের ধান ক্ষেতে ডাংগুলি খেলাতে নামায়ে দিলেই বেশী ভাল করত। নতুন যাদের নিয়েছে, তাদের না আছে স্কিল, না আছে টেস্ট খেলার টেম্পারমেন্ট। অধিনায়ক মমিনুল হক সাহেব এর পারফর্মমেন্স দেখার মত। আর কত কাল পরের টেস্টে ভাল করার গৎ ধরা কথা শুনতে হবে। তামিম, তাসকিন, মামুদুল্লাহ, মুস্তাফিজ, ইয়াসির আলী এদের কে খেলানো যেত, ফিজিও যদি ভাল হত। তাহলে এমন আনকোড়া প্লেয়ার দের হাস্যকর খেলা দেখতে হত না। মুমিন ভাইদের ভয়ে হয়ত সৌম্য কে দলে নেয় নাই... অন্তত সৌম্য ৪ ইনিংসে ২ রান করত না।

তবে আমাদের দেশের অনেক পাকিস্হান এর সাপোর্টার আছে.। তারা খুশী পাকিস্হান এর হাতে বাংলাদেশের এমন নাকাল অবস্হা দেখে। সেদিন অনলাইনে দেখলাম যে পিসিবি বাংলাদেশে পাকিস্হান দলের বাসে করে হোটেলে ফিরার ভিডিও দিয়েছে। রাস্তার দুইপাশে হাজারে হাজারে 'বাংলাদেশী' পাকিস্হানী পতাকা, জার্সী গায়ে বাসের প্রতি হাত নেড়ে অভিবাদন জানাচ্ছে। এই ছবি দেখে মনে পড়ল বহুল প্রচারিত ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর এর ভিডিও যখন মুক্তিযোদ্ধারা বিজয়ীর বেশে ট্রাকে করে ঢাকা শহরে প্রবেশ করছে। শ খানিক লোক হাত নেড়ে, দৌড়ে অভিবাদন জানাচ্ছিল। পাকিস্হানীরা ক্রিকেটার রা ভাগ্যবান যে বাংলাদেশের এমন হাজার হাজার লোকের অভিবাদন পেয়েছে যেটা বিজয়ী মুক্তিযোদ্ধারা ও পায় নাই।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৩

চাঁদগাজী বলেছেন:



অলিম্পিকে এক সময় সোভিয়েতের ধারে কাছেও কেহ আসতে পারতো না; এখ সেই রাশানদের খবর নেই; খেলাধুলার জন্য শৃংখলার দরকার, ডেডিকেশান দরকার; বাংলাদেশে কোন কিছুতে শৃংখলা নেই, দক্ষতা গড়ার জন্য সঠিক ডেডিকেশান নেই।

০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:২৪

কলাবাগান১ বলেছেন: দক্ষতা একদিনে গড়ে উঠে না... সহমত

২| ০৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৩

জুল ভার্ন বলেছেন: পাপনের নেতৃত্বে খেলাধুলাকেও রাজনীতিকরণ করার ফলা পাচ্ছি!

০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:২৬

কলাবাগান১ বলেছেন: পাপন তো মাঠে খেলে না.... জামাত এর কাউকে বসিয়ে দিলেও মানসিকতার কোন উন্নতি হবে বলে মনে হয় না

৩| ০৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৭

বিটপি বলেছেন: তবে যে লিটন দাসকে নিয়ে সবার মাথায় পানি উঠে গিয়েছিল, (এমনকি পাকিস্তানী ওয়াসিম আকরাম), সেই কিন্তু বাংলাদেশের ইজ্জত কিছুটা ধরে রাখতে লড়াই করে গেছে।

০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:২৭

কলাবাগান১ বলেছেন: রাস্তার ধারে যেসব লোক পাকিস্হানী পতাকা আর জার্সী পরে পাকিস্হান দলকে অভিবাদন জানিয়েছিল, তাদের মুখে চপোটাঘাত হল লিটন দাশের সেন্চুরী

৪| ০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২৯

রিফাত হোসেন বলেছেন: কিছু বাংলাদেশী তথা বাংগালী থাকতে পারে। কিন্তু অধিকাংশ পাঠান,বিহারী আটকে পরা পাকি প্রজন্ম যারা এখন কাগজে বাংলাদেশের হয়েছে বা হবে, হতে চাচ্ছে কাজের জন্য। এরা বাংলাদেশেই থাকে। সবাই ক্যাম্পের এলাকায় থাকে না।

০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:২৮

কলাবাগান১ বলেছেন: পাকিস্হান সে সাপোর্ট করতে অযুহাতের দরকার নাই

৫| ০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩৫

মোগল সম্রাট বলেছেন: মন তুমি শপিংমল বোঝো ক্রিকেট বোঝনা......................।!

০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:২৯

কলাবাগান১ বলেছেন: বাংলাদেশের ক্রিকেটার দের খেলার সরন্জাম/কাপড় চোপড়/গগলস সবই অন্য দেশের চেয়ে ভাল মানের খালি খেলা টা!!!!

৬| ০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: ক্রিকেট খেলা বন্ধ করে দেওয়ার পক্ষে আমি।

০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:২৯

কলাবাগান১ বলেছেন: ওকে

৭| ০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: - -আমি খেলুম না ?
- কেন ?
- -পয়সা না বাড়ালে ?
-পয়সা বাড়িয়ে দিয়েছি ? এখন ত খেল।


- আমরা খেলুম না ?
-- কেন রে ভাই ? পয়সা চাইছ বাড়াই দিছি ,এহন খেলবা না কেন?
- পয়সা বাড়াইছ ঠিক আছে উপরি নাই , তাই খেলুম না। আবার এই রোদ-বৃষ্টিতে খেলতে অনেক কষ্ট । মাঠে এসি নাই কেন ? একবার কইলামনা - খেলুম না ।
-- তোমরা অনেক দিন থেকে খেলছ নতুন কাউরে নেই নাই বা তোমাগ কিছু কইনা তোমাগ ভালর জন্য (লগে ;) আমারও ভাল) , তাই ঠিকমত না খেললে এইবার তোমাদের বাদ দিমু আর নতুন খেলোয়ার বাইচছা নিমু কইলাম, ঠিকমত খেল । তোমাদের মত অনেক খেলোয়ার লাইনে আছে তোমাদের থেকে অধিক যোগ্যতা নিয়ে।
- আমরা কিছুটা জাইনে-শুনে অনেক দিন খেলতেছি তা হাচা কথা আর আমনে যে কোন খেলা না জাইনাই জীবনডা পার কইরে দিলেন ইডা কিমন কথা ?

- - আইচছা ঠিক আছে ,ঠিক আছে । তোমাগো মন যা চায় , যেমনে খুশী খেল - আমি তোমাগো কিছু কমুনা। তোমরাও থাহ আমিও থাহি মিলেমিশে । নিজেদের ভিতর ক্যাচাল করলে অন্যকেউ চইলে আইব।

০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৩০

কলাবাগান১ বলেছেন: অন্য প্লেয়ার তো এল কিন্তু পারফর্মেন্স তো জিরো।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৮

জ্যাকেল বলেছেন: আমি ক্রিকেট খেলা দেখি না। দেখি সোজা কথা এইটা দেখতেছি না। সেই ১২/১৩ সালে এশিয়া কাপ ফাইনালেই সম্ভবত পাকিদের কাছে জিতা ম্যাচ হারা, এরপরে ভারতের কাছে শেষ ওভারে রিয়াদ/মুশি ব্যর্থতা চোখের সামনে নিজের ওপর বিরক্তি ধরিয়ে দিয়েছিল। এমনকি গলা ভারী হয়ে যায় প্রায় সময়। তাই আমি ক্রিকেট খেলা দেখাই ছেড়ে দিছি।
কিন্তু জাতীয় দলের খবরাখবর রাখা বাদ দেইনি। এটা সেটা চোখের সামনেই ঘটে। গদা বলে একটা কারেক্টার এই ক্রিকেটের বারোটা বাজাইতেছে কিন্তু আওয়ামীলীগ এর খাল/লেবাস গায়ে দিয়ে সেই অসাধূ নিজের প্রতিপত্তি সমানে চালাইয়া যাইতেছে। তার দল সহ প্রভাবশালী টিমগুলারে জোর করে জেতানো হইতেছে কিন্তু পাপন টাপন নিজের সমর্থকদের ক্ষতি করবে কেন? তাই সমানে ক্রিকেট এর ওপর অত্যাচার চলতে আছে। শেষমেষ বোধহয় এই খেলাটাই নাই হইয়া যাইবে, শুধু নামকাওস্তে কিছু ছেলেপুলে আইসিসি টুর্নামেন্টে অন্শ নিবে আর হারবে। ঠিক যেমন এথলেটিক্স, ফুটবল, হকি সব খেলায় আমাদের ব্রান্ড (লোজার) এইটাই বাস্তবায়ন করা হইবে।

আর পাকি সাপোর্টারদের বলতে হয়- এদের মত উচ্ছন্নে যাওয়া পোলাপান এই দেশের অপমানটা করতে কি গাঁয়ে বাঁধে না? যদি এই দেশ এতই অপছন্দ তাহলে তাদের উচিত তল্পিতলা গুটিয়ে ওইসকল দেশে চলে যাওয়া।

০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৩১

কলাবাগান১ বলেছেন: "যদি এই দেশ এতই অপছন্দ তাহলে তাদের উচিত তল্পিতলা গুটিয়ে ওইসকল দেশে চলে যাওয়া।" কথা সেটাই

৯| ০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৩

শূন্য সারমর্ম বলেছেন:

বাংলাদেশ ক্রিকেট খেলাটাও ঠিকমত শিখলো না ; মনে হয় বাঙালীর জেনেটিক্স এ সমস্যা আছে।

০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৩২

কলাবাগান১ বলেছেন: বাংগালী কিন্তু কন্সপিরিসী থিয়োরীতে একেবারে পাকা...সোজা ভাবে চিন্তা করতেই পারে না

১০| ০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ৩:১৪

নেওয়াজ আলি বলেছেন: টাকা আছে তবে
ভিটামিনের অভাব আছে মনে হয় । :D

০৯ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪০

কলাবাগান১ বলেছেন: টাকাই তো ভিটামিনের মত কাজ করার কথা।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩০

রানার ব্লগ বলেছেন: পাপন ও তার সহযোগীরা নিজেদের ব্যার্থতা এই ধরনের কর্মকান্ডকে উৎসাহিত করে ঢেকে রাখছেন

আর যে সব অসভ্য জানোয়ার এই কাজের সাথে জড়িত আছে তাদের মাতৃগর্ভ কে থুথু দেই ।

০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪৭

কলাবাগান১ বলেছেন: উনার উচিত উনার ঔষুধ ব্যবসায় নজর দেওয়া

১২| ০৯ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫৪

সাজিদ! বলেছেন: এক বাংলাদেশী পাকিস্তান ক্রিকেট দলের সমর্থককে টিভি মিডিয়ায় জিজ্ঞেস করা হয়েছিল যে কেন পাকিস্তান সাপোর্ট করেন। ওই লোক বলে পাকিস্তান ক্রিকেট দলের খেলা ভালো লাগে নাকি তাই। এরপর টিভি মিডিয়ার উপস্থাপক সেই সমর্থকটিকে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফররত খেলোয়ারদের নাম জিজ্ঞেস করলে সে দুই তিনটি নাম ছাড়া আর কিছুই বলতে পারে নাই। এই হলো অধিকাংশের অবস্থা। ওদের আইডি কার্ড ফিরিয়ে নিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত। প্রথম পয়েন্ট।

দ্বিতীয় পয়েন্ট৷ সিনিয়র বাদ দিয়ে নতুনদের নিয়ে টিম করার পর বেশ অনেক নতুন প্লেয়ারের স্কিলের ঘাটতি আমাদের সবারই কম বেশী চোখে পড়েছে ( আউট হওয়ার ধরন, শটসের ধরন, পেস বোলারদের প্রায় নির্বিষ বোলিং), এরপরেও সেদিন বিসিবি বস এদের ব্যাপারে বেশ পজিটিভ বললো। সিনিয়র বাদ দিয়ে যাকে তাকে তো মাঠে নামিয়ে দেওয়া যায় না, অন্তত কিছুটা স্কিলফুল কাউকে সিলেক্ট করলেই পারতো। আবার ঘরোয়া লীগে এরাই পারফর্ম করে। এই দুষ্টচক্র কখনোই যাবে না যদি প্ল্যানিং করে গেম ডেভেলপমেন্ট করা না হয়। আর এই ডেভেলপমেন্ট - এ কারও মনোযোগ আছে বলে মনে হয় না, অন্তত পাপন সাহেবেই নেই।


BTW, এত সমালোচনা করেন কেন? কোনদিন ব্যাট ধরেছেন? কতো কষ্ট জানেন? খেলে এইটাই তো বেশী। আমার কথা না, মাননীয় প্রধানমন্ত্রীর কথা। :P

০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪৯

কলাবাগান১ বলেছেন: এমপ্যাথিক প্রধানমন্ত্রী...এই তো চাই

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২৬

নগরবালক বলেছেন: --বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু , সেটার খবর কি ?
--যত দিন বিসিবিতে জুয়ারীদের আখরা থাকবে ততদিন বিসিবির উন্নয়ন নাই।
--ক্রিকেট নিয়া মাতামাতি খালি বাংলাদেশ, ইন্ডিয়া আর পাকিস্তানে, আর কোন দেশে এটা নিয়ে এত চুদুর বুদুর আছে কিনা জানি
না।
--ইন্ডিয়া ঔপনিবেশিক কারনে ক্রিকেট নিয়ে এত মাতামাতি করে, যা কিনা ক্রিকেটের দেশ ইংল্যান্ডেও হয় না।
--বাংলাদেশ আর পাকিস্তান ইন্ডিয়া থেকে আলাদা হবার পরে সব সময় একটা কমপ্লেক্সিটি ইস্যুতে ভোগে, তারা সবসময়ই
ইন্ডিয়ার সাথে নিজেদের কম্পেয়ার করার চেস্টা করে , তারা ইন্ডিয়া থেকে আলাদা হয়ে কত ভালো আছে তা বোঝানোর চেস্টা
করে। তাই ও পাশে ইন্ডিয়া পাদ মারলে এপাশেও পাদাপাদির হিড়িক পড়ে যায়। যেকারনে ক্রিকেট খেলায় মউকা মউকা,
ভিরাটের বউ ভাল না, সাকিবের বউ পর্দা করে না এসকল অসুস্থ প্রতিযোগীতা চলে।

বর্তমানে এই সকল অসুস্থ প্রতিযোগীতা এমন পর্যায়ে পৌছেছে যে এসব নিয়ে কথা বলতেও গা ঘিন ঘিন করে। বাংলাদেশ কখনই ভাল ক্রিকেট খেলতো না। জন্মের পরে বাংলাদেশকে আমি কখনো ভাল খেলতে দেখি নাই। সবসময়ই দেখেছি কালেভদ্রে দুই একটা ম্যাচ জিতে যেতে। সাকিব মাশরাফির সময়ের টিম টা ভাল ছিল। ওই এই পর্যন্ততই। এখন ক্রিকেৎ আর ক্রিকেট নাই , ওটা জুয়ার অপর নাম। আইপিএল বিপিএল অথবা পাড়ার ম্যাচেও যে পরিমান জুয়া ধরা হয় তা চিন্তা করলে মাথা ব্যাথা করে।

০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫২

কলাবাগান১ বলেছেন: হাডুডু খেললেও একটু স্কিল বাড়ত.. মাহমুদ্দুল্লাহ এক সেন্চুরী করেই এমন আকাশে উঠলেন যে আবেগের বশে টেস্ট থেকে অবসর এর ঘোষনা দিলেন (বোর্ড কে এক হাত নেওয়া আর কি)

১৪| ১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৭

সাহাদাত উদরাজী বলেছেন: আগে সুসভ্য জাতি গঠন জরুরী। খেলাধুলা পরের ব্যাপার।

১৫| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১:৩৮

কলাবাগান১ বলেছেন: তামিম ইকবাল সরে দাড়াও....জায়গা ছেড়ে দিতে হবে...জয়ের হাতে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.