নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

এক সপ্তাহ আগেই পূর্বাভাস ছিল ভূমিকম্পের !

২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৫





নেপালে শনিবারের (২৫শে এপ্রিল) ভূমিকম্প ৮১ বছরের মধ্যে নেপালে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভয়াবহ এ ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত তিন হাজার জনের মৃত্যু খবর পাওয়া গেছে। নেপালে শনিবারের ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার মাত্র এক সপ্তাহ আগেই বড় ধরনের দুর্যোগের আভাস দিয়েছিলেন বিজ্ঞানীরা।

গত সপ্তাহে ঘনবসতিপূর্ণ শহর কাঠমাণ্ডুকে কিভাবে ভূমিকম্পের ভয়াবহতা থেকে রক্ষা করা যায়, সে লক্ষ্যে রাজধানীতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জড়ো হয়েছিলেন ভূমিকম্প বিজ্ঞানী ও সমাজ বিজ্ঞানীরা।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের বিজ্ঞান বিভাগের প্রধান জেমস জ্যাকসন বলেন, ‘ভূমিকম্পটি হবে বলে আমাদের ধারণা ছিল। কিন্তু সেটি এতো তাড়াতাড়ি হবে তা ভাবতে পারিনি।’

‘আর্থকুইকস উইদাউট ফ্রন্টিয়ারস’ এর প্রধান বিজ্ঞানী জ্যাকসন আরও জানান, ভূমিকম্পের ভয়বহতা বাড়বে এটাই স্বাভাবিক। কিন্তু মানব সৃষ্ট কারণেই মূলত বেড়েছে ভয়াবহতা ও ক্ষয়ক্ষতি। ভূমিকম্পটি ১৯৩৪ সালে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের পুনরাবৃত্তি বলেও মনে করেন এই ভূমিকম্প বিশারদ।

তবে মার্কিন ভূতাত্বিক জরিপ অধিদফতরের (ইউজিএসজি) ভূমিকম্পবিদ ডেভিড ওয়ালড জানান, ৭.৯ মাত্রার ভূমিকম্পের প্রভাব বিশ্বের বিভিন্ন স্থানে হবে ভিন্ন ভিন্ন। এতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১০ লাখ জনসংখ্যার বসতিতে প্রাণ হারাতে পারেন ৩০ থেকে ৪০ জন। একই সময়ে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে পাকিস্তান, ভারত, ইরানে ও চীনে। অপরিকল্পিত নগরায়নের কারণেই বাড়ছে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি।
নেপালের সর্বশেষ ২০০ বছরের ইতিহাসে ১৯৩৪ সালের ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে ১০ হাজার মানুষ।

তথ্যসূত্রঃ বিডি নিউজ


৮১ বছর পরে নেপালে আবার ভয়াবহ ভূমিকম্প কেড়ে নিল সে দেশের তরতাজা অসংখ্য প্রাণ। তাদের প্রধান আয়ের উৎস পর্যটন শিল্প, সেই ঐতিহাসিক স্থাপনাগুলোর অনেকগুলোই বিধ্বস্ত, যা অবশিষ্ট আছে সেগুলোও অস্তিত্ব সংকটে। ২০১৩ সালের অনেকটা সময় আমি কাটিয়েছি নেপালে। অনেকটাই কাছের দেশ এবং প্রিয় দেশগুলোর একটি। ভৌগলিক দিক দিয়েও নেপাল আমাদের খুব কাছের দেশ। নেপালের সংস্কৃতিও আমদের দেশের সাথে অনেকটাই মিলে যায়।

সে দেশে পাহাড় পর্বত অনেকটা জায়গা জুরে থাকলেও, আমি ছিলাম পাহাড় পেরিয়ে সমভূমী এলাকায়। কাঠমান্ডু বিমানবন্দরে নেমে গাড়িতে যেতে প্রায় সারাটি দিনই চলে যেত আমার। আশে-পাশের জমির ফসল দেখে মনে হত না আমি দেশে নেই। চারপাশে সবুজ ধান, গম, আলু, সরিষা চাষ হয় ওখানকার মাটিতে। আমার বাসার আঙিনায় আমি শীম, ঢেড়স, লাউ,পালং শাক,ভূট্টা, কত রকমের সব্জিই না লাগিয়েছিলাম।

নেপালীরা মানুষ হিসেবে খুবই সহজ-সরল। আমাকে ওরা খুব পছন্দ করত। আমাদের বাবুর্চি আর মালী ছিল মেয়ে, ওরা কতই না গল্প করত আমার সাথে ভাঙা ভাঙা ইংরেজী আর হিন্দীতে।আমি ওদের সাথে যোগাযোগ করতে পারছি না, আমি ওদের হারিয়ে ফেলেছি!!! জানি না ওরা কেমন আছে!!! দোয়া করি পূনম, গীতা তোমরা ভাল থেক!!!


*****************************




আমার তোলা পাটান দরবার স্কয়ারের ছবি



ধ্বংসপ্রাপ্ত দরবার স্কয়ার

*****************************************

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:


মানুষ কি আগের থেকে এসব জানতে পারে?

২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫০

কামরুন নাহার বীথি বলেছেন: মানুষ আগে থেকে জেনেই কি লাভ হলো !!!!
সবই বিধাতার কির্তী।
আল্লাহ্‌ হেফাজত করুন আমাদের।

২| ২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০২

চাঁদগাজী বলেছেন:


নেপালে বা বাংলাদেশে আগে জানেও লাভ নেই; কারণ, সেখানে আপনার মত লোকেরা বাস করে।

জাপানে আগে জানে ও ব্যবস্হা নেয় বলে মানুষ আছে; আপনার মত লোকেরা জাপানে বাস করলে, এতদিনে জাপান মানবহীন হয়ে যেতো।

২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৯

কামরুন নাহার বীথি বলেছেন: ঢাকার অদুরে রানা প্লাজা ধ্বসে পড়ার দুই মাস পর সেনা বাহিনী সহ শত শত মানুষ কাজ করেও তা সরিয়ে ফেলতে সময় লেগেছিল দুই মাস। এখনো সেখানে মানুষের হাড় পাওয়া যায়!

তাই বলছি , বাংলাদেশে আগে জেনেও লাভ নেই! তা' ছাড়াও ঢাকায়, বাড়ীগুলো থেকে সব মানুষ নিচে নেমে এলে দাঁড়ানোরও জায়গা পাওয়া যাবে না!

৩| ২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

শায়মা বলেছেন: পুনম , গীতা ভালো থাকুক আমিও দোয়া করছি আপু।

২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১১

কামরুন নাহার বীথি বলেছেন: আমিও চাই ওরা সব সময় ভাল থাকবে!!

৪| ২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

সুমন কর বলেছেন: সমবেদনা জানাই।

২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

কামরুন নাহার বীথি বলেছেন: হুম্ম, সমবেদনা জানাই আর দোয়া করি ওদের জন্য।
আবার ওরা সোজা হয়ে দাঁড়ানোর শক্তি অর্জন করুক!

৫| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ছবি দেখিয়ে আফসোস বাড়িয়ে দিলেন!

সমবেদনা....

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৯

কামরুন নাহার বীথি বলেছেন: সত্যিই আফসোসের সীমা নেই!!!
সমবেদনা ছাড়া আর কিইবা দেবার আছে আমাদের!

৬| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পুনম আর গীতা ভাল থাকুক--------নেপালবাসীদের জন্য রইল সমবেদনা

২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২২

কামরুন নাহার বীথি বলেছেন: শুভেচ্ছা আপু! দোয়া রইল নেপালবাসীর জন্য!!

৭| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৮

প্রামানিক বলেছেন: নেপালবাসীদের জন্য রইল সমবেদনা। কামনা করি পুনম গীতা বেঁচে থাকুক। ছবি বর্ননা ভাল লাগল। ধন্যবাদ কামরুন্নাহার আপা।

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩২

কামরুন নাহার বীথি বলেছেন: এই মুহুর্তে শুধু দোয়া রইল নেপালবাসীর জন্য, এই দুর্যোগ তারা কাটিয়ে উঠুক! ভবিষ্যতে এমন কোন দুর্যোগ যেন আর না আসে!

৮| ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: আন্তরিক সমবেদনা। আর কিই বা বলতে পারি।

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন: সমবেদনা ছাড়া আমাদের আর দেবার কিইবা আছে!!

৯| ০১ লা মে, ২০১৫ রাত ১:১৯

প্রামানিক বলেছেন: আপা রাত এখন সোয়া একটা। আপনি এখনও জেগে আছেন?

০২ রা মে, ২০১৫ রাত ১২:০৪

কামরুন নাহার বীথি বলেছেন: এখন জাম্বিয়াতে সোয়া নয়টা বাজে! এখানকার রাত সারে বারোটা পর্যন্ত অনলাইনে কথাই হয়, তাই এত রাত জাগা এখন গায়ে লাগে না! :) :) :)

১০| ০৭ ই মে, ২০১৫ রাত ৮:৩৪

এস আলভী বলেছেন: অনেক প্রতিক্ষার পর ফ্রন্টপেইজ একসেস দেওয়ায় ব্লগ কর্তৃপক্ষকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।

আপনার লেখায় আমি আজ প্রথম মন্তব্য করার সুযোগ পেয়ে গর্ব বোধ করছি।
নতুন ব্লগার হিসাবে আপনার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।


আপু অনেক চেষ্টা করেও আগে আপনার লেখায় মন্তব্য করতে পারিনি তবে আজকে প্রথম পাতায় একসেস পাওয়ার পর সে সুযোগটা হয়েছে। ধন্যবাদ আপু আপনার পোস্টটির জন্য।

০৯ ই মে, ২০১৫ রাত ১২:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আলভী ভাই সেই সাথে এই ব্লগে স্বাগতম!

আপনার মতই এখানে আমিও নতুন! এই কদিনের অভিজ্ঞতার আলোকে আন্তরিক সহযোগিতার অংগিকার রইল!

ভাল থাকবেন! শুভ ব্লগিং!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.