নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

নেপালের ঐতিহাসিক স্থাপনাগুলো ভূমিকম্পের আগে ও পরে

০৫ ই মে, ২০১৫ দুপুর ১:৩২

শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, ঐতিহ্যের রাজধানী হিসেবেও নেপালের খ্যাতি বিশ্বজোড়া। নেপালের রাজধানী কাঠমান্ডু। প্রাচীন রাজপ্রাসাদ, ঐতিহাসিক মন্দির আর সাজানো দোকানপাটের এই শহরে স্থানীয় এবং বিদেশি পর্যটকদের ভিড়ে কাঠমান্ডু থাকে সব সময়ই মুখর। দেশটিতে ইউনেসকো ঘোষিত ‘বিশ্ব-ঐতিহ্য’ ১৩৭টি। তার ১১৪টিই আবার কাঠমান্ডুতে।২৫শে এপ্রিল শক্তিশালী এক ভূমিকম্পে কাঠমান্ডুসহ পুরো দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সময় বেলা ১১টা ৪১ মিনিটে শুরু হওয়া ২০ সেকেন্ড থেকে দেড় মিনিট স্থায়ী এ ভূকম্পনে ধ্বসে পড়েছে শত শত বছর বয়সী বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। নেপালের পর্যটন খাত দেশটির আয়ের প্রধান উৎস। ভূমিকম্পের ফলে দেশটির পর্যটন খাত মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। যা দেশের অর্থনীতিতে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে।

নেপালের বৌদ্ধনাথ স্তুপের অন্তত চারটি স্তুপ ও নাগার্জুন পাহাড়ের পাদদেশে অবস্থিত বালজু ওয়াটার গার্ডেন ক্ষতিগ্রস্ত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের দেবতা শিবের সবচেয়ে পবিত্র মন্দির হিসেবে গণ্য ৪০০ খ্রিস্টাব্দে তৈরি পশুপতিনাথ মন্দির ও কালো পাথরে খোদাই করা বিশাল বিষ্ণুমূর্তি বুধানীল কণ্ঠেরও আংশিক ক্ষতি হয়েছে ভূমিকম্পে।

নেপালের তথ্যমন্ত্রী মিনেন্দ্র রিজাল জানিয়েছেন, ভূমিকম্পে চতুর্থ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত নির্মিত প্রাচীন ভবনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাঠমান্ডু থেকে আট কিলোমিটার দূরে ভক্তপুরে চতুর্দশ থেকে সপ্তদশ শতকে নির্মিত দরবার স্কোয়ারের একটি ভবন ধসে পড়েছে। এছাড়া কাঠমান্ডুতে ১৯ শতকের প্রথমার্ধে নির্মিত ধারারা টাওয়ার নামে একটি ঐতিহাসিক স্থাপনাও ধসে গেছে। স্থাপনা দুটিতে কমপক্ষে অন্তত ২০০ জন আটকা পড়েছে বলে জানা যায়।

তথ্যসূত্রঃ বিডি নিউজ

==============================




ঐতিহ্যবাহী ভবন ধারারা টাওয়ার নেপালে ভীমসেন টাওয়ার নামেও পরিচিত। ধ্বংসের পূর্বে ও পরে !




কাঠমাণ্ডু উপত্যকায় রাজকীয় স্থাপত্যশৈলীর শহর ভক্তপুর এখন শুধুই ধ্বংসস্তুপ।



ললিতপুর শহরে পাটান দরবার স্কয়ারকে চেনার উপায় নেই আর।




দরবার স্কয়ারে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের নিদর্শন মাজু দেভাল দেখে বোঝার উপায় নেই আগে কেমন ছিল এটি।




ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের নিদর্শন কাঠমাণ্ডু দরবার স্কয়ার এখন শুধুই স্মৃতি।


*********************************************

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৫ দুপুর ২:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: মনে হচ্ছে এই ঐতিহাসিক নিদর্শনগুলো ধ্বংসের জন্যই ভূমিকম্প।

০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:৩৯

কামরুন নাহার বীথি বলেছেন: জানিনা সৃষ্টিকর্তার কি খেয়াল!!
তিনিই গড়ছেন আবার তিনিই ধ্বংস করছেন!!

২| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৩:২৭

মো: আশিকুজ্জামান বলেছেন: অনেক সুন্দর সুন্দর স্থাপনাগুলোর সাথে অনেক মানুষও ধ্বংস হয়ে গেল। ছবিগুলো দেখলে মন খারাপ হয়ে যায়।

০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা মৃতের সং্খ্যা সাত হাহার ছাড়িয়েছে! সে সং্খ্যা দিন দিন বেড়েই চলেছে! সেই সাথে ধ্বংস হয়ে গেছে অসং্খ্য ‘বিশ্ব-ঐতিহ্য!

দোয়া করি অসহায় এই মানুষগুলোর জন্য।

৩| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:২৯

ঢাকাবাসী বলেছেন: ছবিগুলো দেখলে মনটা খুব খারপ হয়ে গেল। দেশটার অর্থনীতি প্রায় ধ্বংশই হয়ে গেলো মনে হয়।

০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৫

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা ওদের অর্থনীতি পর্যটক শিল্প নির্ভর! সেই ঐতিহাসিক স্থাপনাগুলোই যদি ধ্বংস হয়ে যায়, তাহলে অর্থনীতি হুমকির মুখে! এমনিতেই নেপাল গরীব দেশ! তার উপর এত বড় একটা আঘাত!!!
দোয়া করি এই বিপদ কেটে যাক!

৪| ০৮ ই মে, ২০১৫ রাত ১:১৮

প্রামানিক বলেছেন: একসময় এর সৌন্দর্য যে চোখ ধাঁধানো ছিল ধ্বংসের পরে সেটা বোঝা মুশকিল হয়ে পড়েছে। এগুলো এখন শুধু স্মৃতি হয়ে থাকবে। ধন্যবাদ কামরুন্নাহার আপা।

০৯ ই মে, ২০১৫ রাত ১২:১৪

কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই, আমি দুই বছর আগে যা দেখে এসেছি, এখন সেগুলোই কেবল স্মৃতি!! দোয়া শুধু অসহায় মানুষ গুলোর জন্য, ওরা নিরাপদে ভাল থাকুক!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.